X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত ১ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২২, ০০:৩৯আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৬:০০

ইউক্রেনে আটকে পড়া ‘এমভি বাংলার সমৃদ্ধি’ নামে পণ্যবাহী জাহাজটি রকেট হামলার শিকার হয়েছে। এতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন আহমেদ সাব্বির।

তিনি জানান, বাংলাদেশ সময় বুধবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জাহাজের এক পাশে একটি মিসাইল এসে আঘাত হানে। তাতে বাংলাদেশ শিপিং করপোরেশনের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফ মৃত্যুবরণ করেন।

কমডোর সুমন আহমেদ গণমাধ্যমকে জানান, তাৎক্ষণিকভাবে জাহাজের ক্রুদের চেষ্টায় আগুন নেভানো হয়েছে, অন্য ২৮ ক্রু নিরাপদে আছেন। নিহত ইঞ্জিনিয়ার জাহাজের ব্রিজেই কর্মরত ছিলেন। 

নিহত হাদিসুর রহমান

হামলা ও প্রকৌশলীর মৃত্যুর বিষয়ে বাংলার সমৃদ্ধিতে অবস্থান করা নাবিক আতিকুর রহমান মুন্না তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জাহাজে রকেট হামলা হয়েছে। একজন মারা গেছেন।’

কুর্দস ওয়ার্ল্ড নামে এক ফেসবুক পেজে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

কুর্দস গ্লোবাল নামের একটি ফেইসবুক পেইজে প্রকাশি ভিডিওতে একটি জাহাজে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার দৃশ্য দেখা গেছে। ওই পেজের পোস্টে ভিডিওগুলোকে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির উল্লেখ করে বলা হয়েছে, একটি রকেট আঘাত হানার পর জাহাজটিতে আগুন ধরে যায়। সেখানে প্রকৌশলীর মৃত্যুর কথাও উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, প্রকৌশলী আরিফের বাড়ি বড়গুনা জেলার বেতাগী উপজেলায়। তার পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক (রাজা হাওলাদার)। তিনি মেরিন একাডেমির ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
 
বিএসসির মহাব্যবস্থাপক (শিপ পার্সোনাল) ক্যাপ্টেন আমির মোহাম্মদ সুফিয়ান বাংলা ট্রিবিউনকে জানান, বিএসসির পক্ষ থেকে স্যাটেলাইট ফোনে নাবিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করা হচ্ছে। জাহাজটির ক্যাপ্টেনের দায়িত্বে আছেন মেরিন একাডেমির ৪০তম ব্যাচের ক্যাডেট ক্যাপ্টেন জি এম নূর-ই-আলম। জাহাজটিতে নাবিকসহ ২৯ জন ছিলেন।

বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান বিএসসি সূত্র জানা গেছে, জাহাজটি কৃষ্ণসাগরের তীরে ইউক্রেনের একটি বন্দর থেকে পণ্য (সিরামিক ক্লে) ভর্তি করে ইতালির রেভেনা বন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় ওই বন্দর থেকে পণ্য ‘লোডিং’-এর পরিকল্পনা বাতিল করা হয়। পরে জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরে নোঙর করে রাখা হয়। জাহাজটিতে অন্তত ২৫ দিনের রসদ মজুদ আছে।

হামলার পর নেভানো হচ্ছে আগুন (ছবি: ভিডিও থেকে সংগৃহীত)

জাহাজটি গত ২১ ফেব্রুয়ারি খালি অবস্থায় তুরস্কের এরেগলি বন্দর থেকে ওলভিয়া বন্দরের উদ্দেশে ছেড়ে যায়। গত ২২ ফেব্রুয়ারি এমভি বাংলার সমৃদ্ধি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। পণ্য লোড করার প্রস্তুতি শুরু করলেও রাশিয়ান আগ্রাসন শুরু হলে পরিকল্পনা বাতিল করা হয়। 

বিএসসি সূত্রে জানা গেছে, জাহাজটিকে বন্দর ছেড়ে আসতে বলা হয়েছিল। কিন্তু যেখানে জাহাজটি নোঙ্গর করেছে সেখান থেকে মূল সাগরে আসতে অন্তত ৬০ নটিক্যাল মাইল পথ অতিক্রম করতে হতো; যা স্থানীয় কোনও পথপ্রদর্শক ছাড়া সেটি করা সম্ভব ছিল না। সেকারণে জাহাজটি সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি।

তারা জাহাজেই থাকবেন নাকি বেরিয়ে আসবেন সে বিষয়েও জাহাজের ক্যাপ্টেনকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল বলে জানিয়েছে বিএসসি সূত্র। তবে জাহাজ থেকে বেরিয়ে গেলে খাদ্য সংকট এবং অন্যান্য সমস্যা হতে পারে, সেকারণে আপাতত জাহাজেই থাকতেই তারা নিরাপদ মনে করেছেন। সেজন্যই তারা সেখানে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

/এসও/এআরআর/এএম/ইউএস/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!