X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

শেষ শুক্রবারেও আশানুরূপ জমেনি বইমেলা

আবিদ হাসান
১১ মার্চ ২০২২, ২২:০০আপডেট : ১১ মার্চ ২০২২, ২২:০০

বইমেলা শেষ হচ্ছে আগামী ১৭ মার্চ, বৃহস্পতিবার। সে হিসেবে ২৫তম দিন ১১ মার্চ ছিল মেলার শেষ শুক্রবার। সাধারণত সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মানেই মেলায় পাঠক-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! আর বিক্রিয়কর্মী, প্রকাশক ও লেখকদের জন্য দিনটি হয় সবচেয়ে ব্যস্ততার। তবে এবারের মেলার শেষ শুক্রবারে পাঠক-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেলেও লেখক, প্রকাশক ও বিক্রয়কর্মীরা জানান, উপস্থিতি ভালো তবে বিক্রি বাড়েনি! ছুটির দিন হলেও মেলা জমে উঠেনি সেভাবে।

মেলা সংশ্লিষ্টরা জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে বিক্রি কিছুটা কম হচ্ছে, অধিকাংশই  মেলায় ঘুরতে আসেন বলেও তারা জানান।

মেলা প্রাঙ্গনে মাওলা ব্রাদার্সের স্টল ম্যানেজার শাহিন সিকদার বলেন, 'আসলে মেলার শেষ শুক্রবার হিসেবে যেভাবে জমে ওঠার কথা সেভাবে জমে উঠেনি। বলতে গেলে ফেব্রুয়ারিতে মেলার যেই আমেজটা থাকে সেটি মার্চ মাসে এসে থাকে না। এখানে আবহাওয়ার একটি বিষয় রয়েছে, তাপমাত্রা বাড়ায় মানুষজনের উপস্থিতি ও বিক্রি কম হচ্ছে। মেলা মার্চ মাসে গড়িয়েছে সত্য তবে বিক্রি সে তুলনায় বাড়েনি।'

জিনিয়াস পাবলিকেশন্সের প্রকাশক হাবিবুর রহমান বলেন, 'মেলায় উপস্থিত ভালো। তবে যেভাবে পাঠক আসতেছে, ওইভাবে বিক্রি হচ্ছে না। পাঠকরা মেলায় আসে দর্শনার্থী হিসেবে, আনন্দ করে ঘুরে বেড়ায়! কিন্তু বই কিনে কম!'

লেখক মোস্তাফা শাওন বলেন, 'মেলার শেষ শুক্রবার হিসেবে ভিড় ও বিক্রি কিছুটা কম। আসলে ফেব্রুয়ারি মাসই বইমেলার জন্য যথাযথ সময়। পাঠক-লেখকরা বরাবরই ফেব্রুয়ারি মাসজুড়ে মেলাটা প্রত্যাশা করে। অতিমারির কারণে হয়তো মেলাটা মার্চে গড়িয়েছে! তবে এবারের মেলার পরিবেশ সুন্দর ছিলো, খোলামেলা করা হয়েছে, কর্তৃপক্ষের আন্তরিকতার অভাব নেই। আমার দৃঢ় বিশ্বাস আগামীতে মেলা যথা সময়ে শুরু হবে এবং যথাসময়ে শেষ হবে।

ইত্যাদি গ্রন্থ প্রকাশের বিক্রয়কর্মী ফারুক হোসেন বলেন, 'লোকজন গত শুক্রবারের তুলনায় ভালো এসেছে, তবে উপস্থিতির আলোকে বিক্রি বাড়েনি। সবচেয়ে বড়কথা শেষ শুক্রবারের আগের আমেজ এবার বই বিক্রিতে পড়েনি।'

মেলার আয়োজন

বিকাল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় নান্দনিক সমাজ গঠনে আবৃত্তির ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন নিমাই মণ্ডল। আলোচনায় অংশগ্রহণ করেন লায়লা আফরোজ এবং শাহাদাৎ হোসেন নিপু। সভাপতিত্ব করেন কবি জাহিদুল হক।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে নিমাই মণ্ডল বলেন, শুভ বোধসম্পন্ন যা আমাদেরকে নন্দিত করে অর্থাৎ আনন্দ দেয় তা-ই নান্দনিক। শুভ চেতনা, সুন্দর চেতনা যখন মঙ্গলময় সমাজ নির্মাণ করে তখন সেটিই হয় নান্দনিক সমাজ। যেকোনো শিল্পই শুভ-সুন্দর চেতনা দিয়ে নান্দনিক সমাজ গঠনে সহায়ক। আবৃত্তি একটি শিল্প বিধায় আবৃত্তিও নান্দনিক সমাজ গঠনে ভূমিকা রাখে। আবৃত্তি মনকে পরিশুদ্ধ করে, চেতনাকে জাগ্রত করে। কবিতার বিষয় এবং পঙক্তিগুলো যদি যথাযথ আবৃত্তির মাধ্যমে অর্থসহ শ্রোতার কাছে পৌঁছানো যায়, তাহলে সেটা মানুষের নান্দনিক চিন্তা বৃদ্ধিতে সহায়তা করে।

এদিন মেলায় নতুন বই এসেছে ৩১২টি। শেষ শুক্রবারেও আশানুরূপ জমেনি বইমেলা

/এমএস/
সম্পর্কিত
বইমেলা শেষ, কবে স্বরূপে ফিরবে সোহরাওয়ার্দী উদ্যান?
ব্রহ্মপুত্রপাড়ে পণ্ডিত বইমেলা, থাকবেন ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর সাহিত্যিক ও শিল্পী
সাঙ্গ হলো প্রাণের মেলা
সর্বশেষ খবর
আয়ারল্যান্ডে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর-রিজওয়ান
আয়ারল্যান্ডে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর-রিজওয়ান
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
ডোনাল্ড লু তার দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের
ডোনাল্ড লু তার দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল