X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইলিশ নিয়ে বাড়াবাড়ি নেই

সাদ্দিফ অভি
১৩ এপ্রিল ২০২২, ২৩:০০আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৫:৪৪

সূর্যের আলো ফুটতেই শুরু হবে পহেলা বৈশাখের আয়োজন। নতুন বছরকে বরণ করতে চলবে নানা অনুষ্ঠান। যুগ যুগ ধরেই পহেলা বৈশাখের সঙ্গে পান্তা ইলিশের প্রচলন থাকলেও রমজান মাসের কারণে সেই চল এবার কিছুটা কমেছে। এক সময় ইলিশের উপচে পড়া চাহিদার কারণে পহেলা বৈশাখের আগেই ইলিশের দাম হয়ে যেতো আকাশ ছোঁয়া। এখন আর সেই চিত্র নেই। কম দামেও মিলছে না ইলিশের ক্রেতা। ইলিশের চেয়ে বরং অন্য মাছের ক্রেতা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।

ঢাকার বিভিন্ন বাজার এবং সুপার শপগুলো ঘুরে জানা যায়, ইলিশের দাম এবার আগের তুলনায় অনেক কম। রমজান মাসের কারণে আয়োজন কম থাকায় ইলিশের চাহিদাও কমেছে। কম মূল্যে  ইলিশ বিক্রি করেও ক্রেতা পাওয়া যাচ্ছে না তেমন। অথচ বৈশাখ এলেই ইলিশের দাম আয়ত্তের বাইরে চলে যেতো। এমনকি এক জোড়া ইলিশ ১০ হাজার টাকায় বিক্রিরও রেকর্ড আছে।  বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা পিস হিসেবে। মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায় এবং ছোট  ইলিশ ২০০-৩০০ টাকায়।

মোহাম্মদপুর টাউন হল বাজার মোহাম্মদপুর টাউন হল বাজারে গিয়ে দেখা যায়,  ইলিশ মাছ বিক্রেতারা অলস সময় কাটাচ্ছেন। তাদের দোকানে ক্রেতা নেই। তবে বেশকিছু ক্রেতা আছেন বাজারে। তারা অন্য মাছ দরদাম করছেন। তারা জানান, রোজার মাসে সেহরির জন্য সাধারণত দেশি ছোট মাছ বা সাধারণ মাছের চাহিদা থাকে। পহেলা বৈশাখে তো এখন আর পান্তা ইলিশ খাওয়ার সুযোগ নেই। তাই অন্য মাছ কিনছেন তারা।

এই বাজারের ইলিশ মাছ ব্যবসায়ী ইয়াসিন বলেন, ‘ক্রেতা নেই একদম। আগে যারা নিয়মিত বৈশাখে ইলিশ কিনতেন তারাও আসছেন না। রোজার মধ্যে মনে হয় আয়োজন নেই। ইলিশের দাম একদম কম। এক কেজি ওজনের ইলিশ বিক্রি করছি ৭০০ টাকায়, আপনি ৬০০ টাকা দ্যান।’

সুপারশপগুলোতেও ইলিশ মাছের বিক্রি নেই। ধানমন্ডির একটি সুপারশপের কর্মী জানান, গত বছর যে মাছ ৯০০ টাকায় বিক্রি হয়েছে, এবার সেটা ৭০০ টাকা, তারপরও কাস্টমার নেই। ইলিশ নিয়ে একসময় মানুষ ঝাপিয়ে পড়তো। পহেলা বৈশাখে এখন তেমন কিছু দেখি না। ২০০০-৩০০০ টাকা দিয়েও গত বছর ইলিশ মাছ বিক্রি হয়েছে। এবার ১৮০০ টাকায়ও সেই মাছ বিক্রি হয় না।

/এপিএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
পহেলা বৈশাখের নির্দেশনা উপেক্ষা উদীচীর: যা বলছে ডিএমপি
পহেলা বৈশাখে ৬টার পরও উদীচীর অনুষ্ঠান করা নিয়ে যা বললেন আরাফাত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া