X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

কর্মব্যস্ততায় ঈদ কাটে যাদের

রিয়াদ তালুকদার
০৩ মে ২০২২, ১৭:১১আপডেট : ০৩ মে ২০২২, ১৭:২৮

ঈদে সবাই পরিবারের সদস্যদের নিয়ে মজাদার সব খাবার খেয়ে, আনন্দ ও হই-হুল্লোড়ে দিন পার করছেন। কিন্তু এর ব্যতিক্রমও আছে, বেশ কয়েকটি পেশার মানুষের ক্ষেত্রে। ঈদের দিনেও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ মেলে না তাদের। বিশেষ দিনগুলোতেও অফিস কিংবা অফিসের বাইরে ডিউটি করতে হয় তাদের। আইনশৃঙ্খলা বাহিনী, চিকিৎসা সেবায় নিয়োজিতরা, গণমাধ্যমকর্মী, সিকিউরিটি গার্ড, শ্রমজীবী মানুষ, পরিচ্ছন্নতাকর্মীসহ জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর তেমন সৌভাগ্য হয়ে ওঠে না।  ঈদের দিন অফিস শেষে যে সময়টুকু পাওয়া যায়, স্বজনদের নিয়ে সেটাই উপভোগ করেন তারা। তবে এ নিয়ে কারও মনে ক্ষোভ নেই। জনসাধারণের সেবায় কাজ করতে পারছেন, সেটাই তাদের সবচেয়ে সন্তুষ্টির বিষয়।

এমন কয়েকটি পেশা রয়েছে, যাদের অফিস কিংবা ডিউটি করতে হয় বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে। নিজেদের কাজের তাগিদেই আনন্দ-উৎসবকে আড়াল করে ঈদের সকালে ডিউটিতে যান তারা। এভাবেই কেটে যাচ্ছে তাদের চাকরি জীবন।

বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতাকর্মী, গণমাধ্যমকর্মী, চিকিৎসক-নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী, সিকিউরিটি গার্ড এবং গণপরিবহন সংশ্লিষ্টদের ঈদের দিনেও নিজ নিজ কর্মস্থলে কাজ করছেন।

ঈদের দিন গণমাধ্যম অফিসের চিত্র

মঙ্গলবার (৩ মে) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, যারা ঈদেও অফিস করেছেন, তারা  সকালে নিজ নিজ এলাকায় ঈদের জামাতে নামাজ পড়েছেন। এরপর কর্মস্থলে ডিউটি শুরু করেন।

হাসপাতালগুলো ঘুরে দেখা গেছে, রোগীর তেমন চাপ না থাকলেও ইমার্জেন্সি বিভাগ খোলা রয়েছে।  কর্তব্যরত চিকিৎসকরা রোগী এলেই চিকিৎসা দিচ্ছেন।

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে ঈদের মাঝেও বিভিন্ন জায়গায় কর্মব্যস্ত দেখা গেছে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের।

পত্রিকা, অনলাইন কিংবা টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা জনগণের কাছে খবর পৌঁছে দিতে ঈদের দিনেও ব্যস্ত রয়েছেন খবর সংগ্রহে। সকাল থেকে গণমাধ্যম অফিসগুলোতে তৎপর রয়েছেন সংবাদকর্মীরা।

পরিচ্ছন্নতাকর্মী রিফাত বলেন, ‘ঈদের মাঝেও কাজ করছি। ছুটি নেই। আমরা যদি একদিন ময়লা না নিই, তাহলে এলাকা দুর্গন্ধ হয়ে যাবে। আমাদের এই বিষয়গুলো কেউ সেভাবে গুরুত্ব দেয় না, অনেকেই আমাদের পেশাকে ছোট করে দেখে। কিন্তু আমি প্রায় আট বছর ধরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছি।’ তিনি বলেন, ‘ঈদের মাঝে কাজ করতে ভালোই লাগে। খারাপও কিছুটা লাগে। কারণ, সবাই যখন পরিবারের সদস্যদের নিয়ে বাইরে ঘুরতে বের হয়, আমরা তখনও কাজ করি।’

বেসরকারি টেলিভিশনের বিশেষ প্রতিনিধি তাইমুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনগণের কাছে প্রতি মুহূর্তের খবর পৌঁছে দেওয়াই সাংবাদিকদের কাজ। ঈদ কিংবা বিশেষ দিন এলেই আমাদের কাজের চাপ কিছুটা বেড়ে যায়। অনেক জায়গায় অনেক ধরনের অনুষ্ঠান থাকে। সেগুলো কাভার করতে হয়। ঈদ উপলক্ষে অফিস করছি। অফিস শেষে যতটুকু সময় পাবো, পরিবারের সঙ্গে কাটাবো।’

ডিউটিরত চিকিৎসক পঙ্গু হাসপাতালের পরিচালক ডা. আব্দুল গনি বলেন, ‘নামাজ পড়ার পর হাসপাতালে এসেছি। ইমারজেন্সি এবং ভর্তি রোগীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়  করেছি।’ তিনি বলেন, ‘আমাদের পঙ্গু হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা চলমান রয়েছে। ঈদ এলে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে পড়ে। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় আহতরা পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য আসে। আমাদের বহির্বিভাগসহ বিভিন্ন বিভাগ ঈদের দিনেও খোলা রয়েছে। আমরা সেবা দিয়ে যাচ্ছি। যারা ভর্তি অবস্থায় রয়েছেন, তাদের চিকিৎসা চলমান রয়েছে। তবে একটা কথাই বলবো—যারা মোটরসাইকেল কিংবা প্রাইভেটকার নিয়ে ঈদের ছুটিতে ঘুরতে বের হবেন, তারা সতর্ক হয়ে গাড়ি চালাবেন, যাতে কেউ দুর্ঘটনার শিকার না হন।’

যাত্রী কম তবু থেমে নেই গণপরিবহন কর্মীদের কর্মব্যস্ততা সাধারণ মানুষের চলাচলের অন্যতম মাধ্যম গণপরিবহন কিংবা পাবলিক ট্রান্সপোর্ট। বাস চলাচল কম থাকলেও ঈদের দিনে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে সিএনজিচালিত অটোরিকশা ও তিন চাকার বাহন রিকশার উপস্থিতি। ঈদের বাড়ি যাননি কেন, এমন প্রশ্নে রিকশাচালক সালাম বলেন, ‘ঈদে রাজধানী ফাঁকা থাকায় অনেক জায়গায় যাওয়া যায়। গাড়ি কম থাকায় অনেকে রিকশা দিয়ে ঘোরেন। ইনকাম ভালোই হয়। সেজন্যই ঈদে রিকশা চালাচ্ছি। ঈদের সপ্তাহখানেক পর বাড়ি যাবো।’

রবরব পরিবহনের হেল্পার কামরান বলেন, ‘আমাদের ইনকাম গাড়ির চাকা চললে। এক কথায় আমরা দিন আনি দিন খাই। নিজেদের পেটের তাগিদে ঈদের দিনেও গাড়ি নিয়ে বের হতে হয়েছে। যদিও যাত্রী কম। কিছু ইনকাম হলে পরিবার নিয়ে ঈদটা আরেকটু ভালোভাবে করতে পারবো। বিকালের দিকে গাড়ি বন্ধ করে বাসায় চলে যাবো।’

কিছু বেশি রোজগার হয় বলে ঈদের দিনেও রাস্তায় নেমেছেন রিকশা নিয়ে সূত্রাপুর থানার পরিদর্শক তদন্ত আমিনুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনগণের নিরাপত্তা দিতে আমরা কাজ করি। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সবসময়  কাজ করে যেতে হয়। বিভিন্ন উৎসব কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হয়। এসময় আমাদের কাজও কিছুটা বেড়ে যায়। ঈদের ছুটিকে কেন্দ্র করে অফিস করছি। সন্ধ্যার পর সময় সুযোগ পেলে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবো।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
নারী ও শিশুর ওপর সহিংসতায় জনমনে আতঙ্ক ও উদ্বেগ
রেস্টুরেন্ট থেকে বের করে চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
সর্বশেষ খবর
কালুরঘাট সেতুর নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
কালুরঘাট সেতুর নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
আ.লীগের সাবেক প্রভাবশালী ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেফতার 
আ.লীগের সাবেক প্রভাবশালী ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেফতার 
ডা. জুবাইদা রহমানের জামিন, আপিল শুনানির জন্য গ্রহণ
ডা. জুবাইদা রহমানের জামিন, আপিল শুনানির জন্য গ্রহণ
চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র: প্রধান উপদেষ্টা
চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র: প্রধান উপদেষ্টা
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর