X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক গন্তব্যে পৌঁছাবে: দীপু মনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২২, ১৭:১৯আপডেট : ০৭ মে ২০২২, ১৭:১৯

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিভিন্নভাবে বিশ্বকে পথ দেখাচ্ছে। তিনি যে পথ ধরে চলছেন, এই পথ তার পিতার দেখানো পথ। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে আছে এবং সঠিক গন্তব্যে পৌঁছাবে, ইনশাল্লাহ।’

শনিবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘বাঙালির আর্শিবাদ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা' গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে আরও গবেষণা করার আহ্বান জানান।

‘৭ মে শেখ হাসিনার দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস’, মন্তব্য করে দীপু মনি বলেন, ‘এই ৭ মে শেখ হাসিনা যেন দেশে না আসতে পারেন, এজন্য নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। দলীয় নেতাকর্মীরা যেন তাকে রিসিভ না করতে যায়, সেজন্য কড়াভাবে নিষেধ করা হয়েছিল। এমনকি যে বিমানে তিনি আসবেন, সেই বিমানকে লিখিতভাবে বলা হয়েছিল শেখ হাসিনাকে যেন বহন না করা হয়।’

বিশেষ অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর এমপি বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন মাটির মানুষ। আগে আমরা বঙ্গবন্ধুর কথা অনেক শুনেছি। কিন্তু এখন তাঁকে নিয়ে বিভিন্ন গবেষণা শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণার দরকার আছে। কারণ, এখনও আমরা তাঁকে পুরোপুরি আবিষ্কার করতে পারিনি। বঙ্গবন্ধুর এক একটা কথা বা উক্তি এক একটা বাণী হতে পারে। বঙ্গবন্ধুর এক একটা উক্তি এক একটা দিকনির্দেশনা ছিল, সেগুলো নিয়ে গবেষণা করা দরকার।’

শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে সাবেক এই সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে মাত্র ১৩ বছরে বাংলাদেশ পাল্টে গেছে। দেশের মানুষের অভাব দূর করে দিয়েছেন শেখ হাসিনা। দেশে প্রতিটা মানুষের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। এখন আর আগের মতো কোনও মানুষ না খেয়ে মারা যায় না। এগুলো সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের গুণে।’

অনুষ্ঠানে আলোচনাক হিসেবে আরও উপস্থিত ছিলেন—জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. মশিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. হাসিবুর রহমান, বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. শাহ আজম শান্তনুসহ প্রমুখ।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
ছাত্রদল নেতা নিহতের এক যুগ পর দীপু মনিসহ ৪৯০ জনের বিরুদ্ধে মামলা
প্যারোলে মুক্তি চান দীপু মনি
স্বামীসহ ডা. দীপু মনির ৬ কোটি টাকা অবরুদ্ধ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক