X
সোমবার, ০৪ জুলাই ২০২২
২০ আষাঢ় ১৪২৯

নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি

আপডেট : ১২ মে ২০২২, ১৫:২৩

ঘূর্ণিঝড় ‘অশনি’ প্রথমে গভীর নিম্নচাপ হয়ে পরে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে আজও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। আগামীকাল সকাল পর্যন্ত এর প্রভাব থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানায়।

এদিকে ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের চার সমুদ্র বন্দরে সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। তবে নদী বন্দরে ১ নম্বর সংকেত থাকতে সন্ধ্যা পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (১২ মে) সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশে মেঘের ঘনঘটাও বেড়েছে। বেলা আড়াইটা নাগাদ নামে মুষলধারে বৃষ্টি, সাথে তীব্র বাতাস। এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না। কমে আসতে পারে। তবে সন্ধ্যার পর আবারও বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ঝড় নিম্নচাপে পরিণত হলেও এর প্রভাব থাকবে আগামীকাল পর্যন্ত। আজ ঢাকা ছাড়াও ময়মনসিংহ,  টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদপুর, সিলেটসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি

এদিকে আবহাওয়ার ২৪ ঘণ্টায় পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

/এসএনএস/এমএস/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
রাজশাহীতে ছুরিকাঘাতে কিশোর নিহত
রাজশাহীতে ছুরিকাঘাতে কিশোর নিহত
ইতালিতে হিমবাহে ধস, নিহত ৫
ইতালিতে হিমবাহে ধস, নিহত ৫
ক্যারিবীয়দের রান উৎসবের দিনে হারও দেখলো বাংলাদেশ
ক্যারিবীয়দের রান উৎসবের দিনে হারও দেখলো বাংলাদেশ
পাত্রী দেখে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী মেম্বার
পাত্রী দেখে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী মেম্বার
এ বিভাগের সর্বশেষ
বন্যা পরিস্থিতি আরও উন্নতির সম্ভাবনা
বন্যা পরিস্থিতি আরও উন্নতির সম্ভাবনা
দুই সপ্তাহ বন্যার শঙ্কা নেই
দুই সপ্তাহ বন্যার শঙ্কা নেই
কমছে নদ-নদীর পানি, বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
কমছে নদ-নদীর পানি, বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
সারা দেশে বৃষ্টি, চলতে পারে আরও দু’দিন
সারা দেশে বৃষ্টি, চলতে পারে আরও দু’দিন
ফের বাড়ছে পানি, বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা
ফের বাড়ছে পানি, বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা