X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীর দোকান-গাড়ি ভাঙচুর, ১০ দিনেও মামলা নেয়নি পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২২, ১৯:৩৩আপডেট : ২৩ মে ২০২২, ১৯:৩৩

মুন্সীগঞ্জের গজারিয়া থানার হোসেন্দী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীর দোকানপাট ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০ দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ। ঘটনার পরপরই ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ নিয়ে থানায় গেলে কর্তব্যরত কর্মকর্তা অভিযোগটি রেখে দেন। এসময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা তদন্ত করে আইনি ব্যবস্থা নেবেন। কিন্তু ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ সেই অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করেনি। উল্টো হামলাকারীরা ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দিয়েই চলছে। ব্যবসায়ী পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।

জানতে চাইলে গজারিয়া থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন জানান, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত চলছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। ১০ দিনেও প্রাথমিক তদন্ত শেষ না হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তদন্তে কী পেয়েছি তা বলা যাবে না। আর  মামলা হওয়ার মতো কিছু হলে অবশ্যই মামলা নেওয়া হবে।’

আইনজীবিরা জানান, ফৌজদারি কার্যবিধি, পুলিশ রুলস অব বেঙ্গল (পিআরবি) এবং উচ্চ আদালতের রায় অনুযায়ী, ধর্তব্য অপরাধের ক্ষেত্রে পুলিশ মামলা নিতে বাধ্য। ধর্তব্য অপরাধ হলে প্রাথমিক তথ্য বিবরণী গ্রহণ বাধ্যতামূলক। এখানে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার তদন্ত করে ঘটনার সত্যতা যাচাইয়ের কোনও  সুযোগ নেই। মামলা নথিভুক্ত করার পর তদন্ত করে আদালতে অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদন দিতে হবে।

ভুক্তভোগী ব্যবসায়ী আসলামুজ্জোহা চৌধুরী জানান, গজারিয়া থানার হোসেন্দী বাজারে চৌধুরী মার্কেট নামে তাদের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ১৩ মে বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে স্থানীয় ভবানীপুর গ্রামের তানভীর হক তুরিনের নেতৃত্বে কাজী জুয়েল, তপু, রিফাত শরীফ ও আরিফসহ অজ্ঞাত আরও ১০/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চৌধুরী মার্কেটের ভেতরে ঢুকে শাটারসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এ সময় মার্কেটের গলির ভেতরে পার্কিং করা তার ব্যক্তি গাড়িটিও (ঢাকা মেট্রো ঘ-১৮-২২২৭) ভাঙচুর করা হয়। খবর পেয়ে ব্যবসায়ী আসলামুজ্জোহা চৌধুরী, তার দুই ভাই মাসুমুজ্জোহা চৌধুরী ও ইমরুজ্জোহা চৌধুরী এগিয়ে গেলে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয়। এসময় তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা মার্কেট থেকে নির্মাণধীন কাজের জন্য রাখা মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়।

জানা গেছে, তানভীর হক তুরিন হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামের মমিনুল হক টিটুর ছেলে। তাদের পরিবারের সদস্যরা সরকার দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। একারণে এলাকায় কেউ ভয়ে তাদের বিরুদ্ধে  অভিযোগ করার সাহস পায় না। ভুক্তভোগী ব্যবসায়ী ঘটনার পরপরই গজারিয়া থানায় গিয়ে অভিযোগ করতে চাইলেও পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীদের সঙ্গে পুলিশের দহরম-মহরম সম্পর্ক রয়েছে। এছাড়া ঘটনার পরপরই হামলাকারীরা স্থানীয় থানা পুলিশকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে মামলা নথিভুক্ত না করার জন্য ম্যানেজ করেছে।

ভুক্তভোগীরা জানান, কয়েক বছর আগে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান থানায় সেবাগ্রহীতারা যেন কোনও হয়রানি স্বীকার না হন সেজন্য ‘বেস্ট প্র্যাকটিস’ শিরোনামে মডেল সেবা চালু করেন। অথচ সেই ঢাকা রেঞ্জের আওতাধীন মুন্সীগঞ্জ জেলার একটি থানায় হামলা-ভাঙচুর ও হত্যার হুমকির ঘটনাতেও মামলা বা আইনি কোনও ব্যবস্থা না নেওয়াটা অপ্রত্যাশিত। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য জানা যায়নি।

 

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না