X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পুরান ঢাকায় বিস্ফোরণে দগ্ধ ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২২, ০৯:৩৬আপডেট : ২৫ জুন ২০২২, ০৯:৩৬

রাজধানীর পুরান ঢাকার আগা সাদেক রোডের একটি বাসায় বিস্ফোরণে দুই নারীসহ চার জন দগ্ধ হয়েছেন। শনিবার (২৫ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।  তাদের মধ্যে ইমরান (৩১) ২০ শতাংশ, শাহাজাদী (২৪) ৩৮ শতাংশ, ইসরাফিল (৬০) ৩৭ শতাংশ, সালেমা বেগম (৪৮) ৪৯ শতাংশ দগ্ধ হয়েছে।বিস্ফোরণে ওই ভবনের দেয়াল আংশিক ধসে পড়েছে।

জানা গেছে,পুরান ঢাকার আগা সাদেক রোডের ৫৬ নম্বর বাসায় বিস্ফোরণ হলে উল্লিখিত ব্যক্তিরা দগ্ধ হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ভোর রাতে পুরান ঢাকার ৫৬ নম্বর আগা সাদেক রোডের চার তলা ও পাঁচ তলা পাশাপাশি ভবনের মাঝে নিচ তলায় অজ্ঞাত কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে তিনটি দেয়াল আংশিকভাবে ভেঙে পড়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ভোর সাড়ে চারটার দিকে এ  খবর আসে। দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘দগ্ধ অবস্থায় চার জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভোরে নিয়ে আসা হয়। তাদের চিকিৎসা চলছে। তবে কীভাবে এ ঘটনার সূত্রপাত হয়েছে, সে ব্যাপারে দগ্ধ ব্যক্তিরা কিছুই জানাতে পারেনি।

 

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সিলিন্ডার লিকেজ হয়ে জমে থাকা গ্যাসে আগুন, দগ্ধ একই পরিবারের ৪ সদস্য
হোলি উৎসবে আবিরের রঙে মুখর পুরান ঢাকা
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!