X
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
১০ আশ্বিন ১৪৩০

‘বর্ধিত মাথাপিছু আয়ে বেশিরভাগ মানুষের অংশীদারিত্ব নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২২, ১৯:৪৯আপডেট : ০১ জুলাই ২০২২, ১৯:৪৯

বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে ২১ হাজার টাকা এবং প্রতিদিনই এ আয় বাড়ছে; কিন্তু বেশিরভাগ মানুষ এর অংশীদার হতে পারছে না বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘বর্তমান উন্নয়নের এটাই হচ্ছে বৈশিষ্ট। একারণেই জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে এবং তা অবশ্যই দারিদ্র সীমার ওপরে। সে হিসাবে ন্যূনতম মজুরির কোনোভাবেই ২৫ হাজার টাকার নিচে নির্ধারণ করা যায় না।’

শুক্রবার (১ জুলাই) ঢাকা রিপোর্টাস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘দ্রব্যমূল্য, শ্রমিকের জীবন মজুরি প্রশ্ন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি এই সভার আয়োজন করে।

শ্রমিকদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ‘কোনও অগ্রাধিকার নাই’ অভিযোগ করে আনু মুহাম্মদ বলেন, ‘শিল্প পুলিশ তৈরি করা হয়েছে। কিন্তু মালিকদের অবহেলা বা ভুলের জন্য কোনও ব্যবস্থা নিতে দেখা যায় না। অথচ শ্রমিকদের আন্দোলন দমন করার জন্য তারা বেশি তৎপর। শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতাল, স্কুল ইত্যাদি তৈরি করার ক্ষেত্রে সরকারের কোনও অগ্রাধিকার নাই।’

তিনি বলেন, ‘দ্রব্যমূল্য না বাড়লেও শ্রমিকদের এ মজুরি গ্রহণযোগ্য নয়। জিডিপির অংশীদারিত্ব বৃদ্ধি এবং সামগ্রিক ক্রয়ক্ষমতা বাড়ানোর জন্যই জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে।’

এসময় সভাপ্রধান তাসলিমা আখতার সমাপনি বক্তব্যে বলেন, শ্রমিকদের ঐক্যই পারে তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে। আজ পর্যন্ত সারা দুনিয়ার মানুষের যা কিছু অর্জন হয়েছে তা আন্দোলন সংগ্রামের মাধ্যমেই হয়েছে। শ্রমিকের শক্তিশালী আন্দোলন অন্য সকলকে তার পক্ষে দাঁড় করাবে।

সংগঠনের সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবুর সঞ্চালনা সভায় আরও বক্তব্য রাখেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, গণসংহতি আন্দোনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, জনস্বাস্থ্য গবেষক তৌফিক জোয়ার্দার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইজিডি- এর গবেষক মাহিন সুলতানা, টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল, ব্লাস্টের স্টাফ আইনজীবী আরিফুর রহমানসহ অন্যান্য নেতারা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বক্সিং ইভেন্ট
আ.লীগ সংবিধানের সঙ্গে বেইমানি করছে: আমির খসরু
প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের সেলফি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল
সর্বশেষ খবর
অধিভুক্ত সব কলেজের শিক্ষকদের তালিকা চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়
অধিভুক্ত সব কলেজের শিক্ষকদের তালিকা চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়
ইউক্রেনের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি হাঙ্গেরির
ইউক্রেনের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি হাঙ্গেরির
সৌরশক্তি বিকাশে আইএসএ’কে উদ্ভাবনী প্রযুক্তি প্রবর্তন করতে হবে
সৌরশক্তি বিকাশে আইএসএ’কে উদ্ভাবনী প্রযুক্তি প্রবর্তন করতে হবে
নারীকে ধর্ষণের পর হত্যার অপরাধে ২ জনের মৃত্যুদণ্ড
নারীকে ধর্ষণের পর হত্যার অপরাধে ২ জনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া
থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া
আজকের আবহাওয়া: নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
আজকের আবহাওয়া: নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
স্বাস্থ্যমন্ত্রীর ছেলের নির্দেশে বিএনপি নেতার মেডিক্যাল সেন্টার বন্ধ: রিজভী
স্বাস্থ্যমন্ত্রীর ছেলের নির্দেশে বিএনপি নেতার মেডিক্যাল সেন্টার বন্ধ: রিজভী
ডিআইজি বদলি করলেও ১৩ দিনেও থানা ছাড়েননি ওসি
ডিআইজি বদলি করলেও ১৩ দিনেও থানা ছাড়েননি ওসি