X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

‘বর্ধিত মাথাপিছু আয়ে বেশিরভাগ মানুষের অংশীদারিত্ব নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২২, ১৯:৪৯আপডেট : ০১ জুলাই ২০২২, ১৯:৪৯

বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে ২১ হাজার টাকা এবং প্রতিদিনই এ আয় বাড়ছে; কিন্তু বেশিরভাগ মানুষ এর অংশীদার হতে পারছে না বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘বর্তমান উন্নয়নের এটাই হচ্ছে বৈশিষ্ট। একারণেই জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে এবং তা অবশ্যই দারিদ্র সীমার ওপরে। সে হিসাবে ন্যূনতম মজুরির কোনোভাবেই ২৫ হাজার টাকার নিচে নির্ধারণ করা যায় না।’

শুক্রবার (১ জুলাই) ঢাকা রিপোর্টাস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘দ্রব্যমূল্য, শ্রমিকের জীবন মজুরি প্রশ্ন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি এই সভার আয়োজন করে।

শ্রমিকদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ‘কোনও অগ্রাধিকার নাই’ অভিযোগ করে আনু মুহাম্মদ বলেন, ‘শিল্প পুলিশ তৈরি করা হয়েছে। কিন্তু মালিকদের অবহেলা বা ভুলের জন্য কোনও ব্যবস্থা নিতে দেখা যায় না। অথচ শ্রমিকদের আন্দোলন দমন করার জন্য তারা বেশি তৎপর। শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতাল, স্কুল ইত্যাদি তৈরি করার ক্ষেত্রে সরকারের কোনও অগ্রাধিকার নাই।’

তিনি বলেন, ‘দ্রব্যমূল্য না বাড়লেও শ্রমিকদের এ মজুরি গ্রহণযোগ্য নয়। জিডিপির অংশীদারিত্ব বৃদ্ধি এবং সামগ্রিক ক্রয়ক্ষমতা বাড়ানোর জন্যই জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে।’

এসময় সভাপ্রধান তাসলিমা আখতার সমাপনি বক্তব্যে বলেন, শ্রমিকদের ঐক্যই পারে তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে। আজ পর্যন্ত সারা দুনিয়ার মানুষের যা কিছু অর্জন হয়েছে তা আন্দোলন সংগ্রামের মাধ্যমেই হয়েছে। শ্রমিকের শক্তিশালী আন্দোলন অন্য সকলকে তার পক্ষে দাঁড় করাবে।

সংগঠনের সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবুর সঞ্চালনা সভায় আরও বক্তব্য রাখেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, গণসংহতি আন্দোনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, জনস্বাস্থ্য গবেষক তৌফিক জোয়ার্দার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইজিডি- এর গবেষক মাহিন সুলতানা, টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল, ব্লাস্টের স্টাফ আইনজীবী আরিফুর রহমানসহ অন্যান্য নেতারা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দাবি পেট্রোল পাম্প মালিকদের
গ্যাস সরবরাহ নিশ্চিত হলে পোশাক শিল্পে ৫০ বিলিয়ন ডলার রফতানি সম্ভব
নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি
সর্বশেষ খবর
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৮২১
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৮২১
পাকিস্তানে শতাধিক জঙ্গি হত্যার দাবি ভারতের, রাফালে নিয়ে নীরব
অপারেশন সিঁদুরপাকিস্তানে শতাধিক জঙ্গি হত্যার দাবি ভারতের, রাফালে নিয়ে নীরব
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ১৮ কর্মকর্তাকে অব্যাহতি, প্রকল্পে ঢুকতে নিষেধাজ্ঞা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ১৮ কর্মকর্তাকে অব্যাহতি, প্রকল্পে ঢুকতে নিষেধাজ্ঞা
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো