X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

১৭ ঘণ্টা অপেক্ষার পর মিললো অর্ধেক পথের টিকিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুলাই ২০২২, ১১:১৪আপডেট : ০২ জুলাই ২০২২, ১১:১৮

নারায়ণগঞ্জ থেকে শুক্রবার বিকাল ৫টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছেন দেলোয়ার হোসেন। উদ্দেশ্য আসন্ন ঈদুল আজহা উদযাপন করতে চার বন্ধু মিলে আগামী ৬ এপ্রিলের ট্রেনে গ্রামের বাড়ি দিনাজপুর যাবেন। আর সেজন্য সংগ্রহ করবেন ট্রেনের টিকিট। কিন্তু ১৭ ঘণ্টা অপেক্ষার পর শনিবার (২ জুন) সকালে রেলের টিকিট বিক্রির দ্বিতীয় দিনে তিনি পেয়েছেন পঞ্চগড় এক্সপ্রেসের মাত্র একটি টিকিট। তাও আবার দিনাজপুরের নয়, যেতে পারবেন অর্ধেক পথ নাটোর পর্যন্ত।

স্টেশনেই কথা হয় দেলোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি মাত্র ৭০ জনের পেছনে ছিলাম। লাইনে দাঁড়িয়ে ছিলাম, সারারাত ঘুমোতে পারিনি। খাবার খেয়েছি হোটেলে। দীর্ঘ ১৭ ঘণ্টা অপেক্ষার পর আজ সকাল ১০টায় পেলাম টিকিট, তাও আবার অর্ধেক পথের।’

একই অভিযোগ করেছেন ঠাকুরগাঁওয়ের টিকিট প্রত্যাশী ফজলে রাব্বি। তার দাবি, তিনি ছিলেন লাইনের ৬৭ জনের পেছনে। তিনি বলেন, ‘আমি যাবো ঠাকুরগাঁও, আমাকে দেওয়া হয়েছে নাটোর পর্যন্ত যাওয়ার টিকিট। কাউন্টার থেকে বলা হয়েছে এর বেশি আর কিছু করা যাবে না।’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কমলাপুর স্টেশনে রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন এমনই চিত্র দেখা গেছে। এদিন ভোর থেকেই কমলাপুর স্টেশন ও পাশের শহরতলী প্লাটফর্মে টিকিট প্রত্যাশীদের প্রচুর ভিড় দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘একটি ট্রেনে ৭০০ টিকিট থাকলে তার অর্ধেক বিক্রি হয় অনলাইনে। বাকি ৩৫০টি টিকিটের মধ্যে বিভিন্ন স্টেশনের জন্য নির্দিষ্ট থাকে কিছু টিকিট বরাদ্দ থাকে। এর ওপর কিছু কোটা থাকে। এরপর যা অবশিষ্ট থাকে তা আবার তিনটা কাউন্টারে বিক্রি হয়। এরপর এক লাইনে ৫০ জন থাকলে, আর প্রত্যেকে চারটি করে টিকিট নিলে ৫১ নম্বর জনই টিকিট পাবেন না; এটাই স্বাভাবিক।’

অর্ধেক পথের টিকিটের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন স্টেশনের জন্য বরাদ্দকৃত টিকিট সেই স্টেশন থেকেই বিক্রি হয়। এর আগের পথের টিকিট খালি থাকায় সেগুলো সেই নির্দিষ্ট পথটুকুর যাত্রার জন্যই টিকিট বিক্রি করা হয়ে থাকে।’

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এবার রাজধানী থেকে প্রতিদিনের জন্য ২৬ হাজার ৭১৩টি আসনের টিকিট বিক্রি করা হবে। এসব টিকিটের ৫০ শতাংশ রেলস্টেশনের কাউন্টারে এবং ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হবে।

সকাল ৮টায় কমলাপুরসহ রাজধানীর ছয়টি ও জয়দেবপুর রেলস্টেশনের কাউন্টার, ওয়েবসাইট এবং রেল সেবা (অথোরাইজড) অ্যাপে একযোগ টিকিট বিক্রি শুরু হয়। আজ বিক্রি হচ্ছে ৬ জুলাইয়ের ট্রেনের টিকিট। 

এছাড়াও আগামীকাল ৩ জুলাই দেওয়া হবে ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৯ জুলাইয়ের টিকিট ৫ জুলাই বিক্রি হবে। 

আর ১১ জুলাইয়ের ট্রেনের ফিরতি টিকিট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে ১১ জুলাই। অনলাইন টিকিটের অর্ধেক ওয়েবসাইটে এবং অর্ধেক অ্যাপে বিক্রি করা হচ্ছে।

/আরএইচ/ইউএস/
সম্পর্কিত
সরকারি জমিতে অস্থায়ী মণ্ডপ সরানো প্রসঙ্গে রেল কর্তৃপক্ষের বক্তব্য
খিলক্ষেতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলের জমি উদ্ধার
সৈয়দপুরে রেললাইনের স্লিপার কেটে বিক্রি: অফিস ইনচার্জ আটক
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল