X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

পশু জবাইয়ের স্থান নির্দিষ্ট করা হচ্ছে না: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ১৮:১২আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৮:১৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঈদের দিন পশু কোরবানির জন্য ওয়ার্ডভিত্তিক জবাইয়ের স্থান নির্ধারণ করেনি দক্ষিণ সিটি।

বুধবার (৬ জুলাই) দুপুরে নগরীর বকশিবাজারে উমেষ দত্ত সড়ক চওড়া করতে ঢাকা দক্ষিণ সিটির    উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, ‘শুধু জাজেস কোয়ার্টার ও অফিসার্স কোয়ার্টারের জন্য তিনটি নির্দিষ্ট স্থানে আমরা কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করেছি। এছাড়া ওয়ার্ডগুলোতে পশু জবাইয়ের জন্য কোনও স্থান নির্দিষ্ট করা হচ্ছে না। এলাকাবাসী তাদের মতো করেই পশু জবাই দেবে। তবে জবাইয়ের পরপর দুপুর ১২টার মধ্যেই তারা সেই পশুর বর্জ্য আমাদের (ওয়ার্ডভিত্তিক) বর্জ্য সংগ্রহকারীর মাধ্যমে বর্জ্য স্থানান্তর কেন্দ্রে পৌঁছে দেবেন।’

তিনি জানান, পুরান ঢাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী, উমেষ দত্ত সড়কটি ৫০ ফুট প্রশস্ত করা হচ্ছে।   

তাপস বলেন, ‘পুরান ঢাকার চকবাজার ও বকশিবাজার এলাকার এই রাস্তাটি অত্যন্ত সরু। সড়কটি প্রশস্ত করার জন্য এ এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। আমরা সড়কটি প্রশস্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। ৪০ ফুট মূল সড়ক এবং ২ পাশে ৫ ফুট করে ১০ ফুট হাঁটার পথ (ফুটপাত)। সবমিলিয়ে ৫০ ফুট প্রশস্ত একটি সড়ক আমরা মানুষকে উপহার দেবো।’     

এ সময় খেলার মাঠে পশুর হাট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমরা বলেছি, কোনও খেলার মাঠে হাট দেওয়া হবে না। আমরা খেলার মাঠে হাট দেইনি। এবার হাটের সংখ্যাও কমিয়ে দিয়েছি। মাত্র ১০টি হাট দেওয়া  হয়েছে। সেই হাটগুলোতে যদি কোনও ইজারাদার কোনও শর্ত ভঙ্গ করে, তাহলে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন। কোনোরকম বিশৃঙ্খলা হোক, আমরা সেটা কোনোভাবেই কামনা করবো না।’

এ সময় ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন,

অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেনজো ও  অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, সংশ্লিষ্ট ওয়ার্ডে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।          

 

/ আরএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ডিএসসিসি
ডিএসসিসি’র ৩৮৪১ কোটি টাকার বাজেট অনুমোদন
‘চাচ্চুরা মাঠে খেলতে দেয় না, বাড়িওয়ালাও ছাদে উঠতে দেয় না’
সর্বশেষ খবর
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল