X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পিকে হালদারকে আবারও ফেরত চাইলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ১৬:৪৬আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৬:৪৬

বাংলাদেশে অর্থপাচার মামলায় অভিযুক্ত পিকে হালদারকে প্রক্রিয়া শেষ করে ফেরত দেওয়ার পুনরায় আশ্বাস দিয়েছে ভারত। সোমবার (২৫ জুলাই) দুই দেশের কনস্যুলার ডায়ালগে বিষয়টি উত্থাপিত হলে ভারতের পক্ষ থেকে বলা হয়— তাদের প্রক্রিয়া শেষ করে হালদারকে ঢাকা ফেরত পাঠানো হবে। ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস। ভারতের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের ওভারসিজ ইন্ডিয়ান অ্যাফেয়ার্সের সচিব আওসাফ সাইয়িদ।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা ইতোমধ্যে পিকে হালদারের প্রত্যার্পনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভারতকে সরবরাহ করেছি। আশা করি, ভারত শিগগিরই তাকে ফেরত পাঠাবে।’

উল্লেখ্য, গত মে মাসে ভারতের পশ্বিমবঙ্গে গ্রেফতার হহন পিকে হালদার। বাংলাদেশে তার বিরুদ্ধে অর্থপাচারের মামলা রয়েছে।

আট হাজার ভারতীয় শিক্ষার্থী

বাংলাদেশে প্রায় আট হাজার ভারতীয় শিক্ষার্থী মেডিক্যালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। তাদের ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়টি ভারতের পক্ষ থেকে উত্থাপন করা হয়।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ওইসব শিক্ষার্থীর এক বছরের ভিসা দেওয়া হয়। ফলে প্রতিবছর তাদের ভিসা পুনঃনবায়ন করতে হয়। ভারতীয়রা তাদের শিক্ষার পূর্ণ মেয়াদের ভিসা দেওয়ার জন্য অনুরোধ করেছে।

বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ভিসাপ্রাপ্তি সংক্রান্ত   সমস্যা তুলে ধরা হয় বলে তিনি জানান।

পর্যটক ও মেডিক্যাল ভিসা

অনেক বাংলাদেশি পর্যটক ভিসা নিয়ে ভারতে চিকিৎসা করান এবং পরে ওই ভিসা ক্যাটাগরি পরিবর্তনজনিত অসুবিধার সম্মুখীন হন। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভিসা ক্যাটাগরি পরিবর্তনের বিষয়টি উত্থাপন করা হলে ভারত নীতিগতভাবে রাজি হয়।

একজন কর্মকর্তা বলেন, অনেক বাংলাদেশি এই সমস্যার সম্মুখীন হন। অনেক ক্ষেত্রে তাদের হাসপাতালে ভর্তি হতে হয়। তখন ভিসা পরিবর্তন করার প্রয়োজন পড়ে। এটি তাদেরকে বলা হলে ভিসা পরিবর্তনের বিষয়টি তারা ইতিবাচকভাবে দেখবে বলে জানায়।

পোর্ট সীমাবদ্ধতা

বাংলাদেশি পর্যটকদের ভিসায় নির্দিষ্ট কয়েকটি স্থলবন্দরের নাম উল্লেখ থাকে, যেখান দিয়ে তারা ভারতে প্রবেশ ও প্রস্থান করতে পারেন। বাংলাদেশের পক্ষ থেকে এটি উন্মুক্ত করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

সরকারের একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে যেকোনও সীমান্ত দিয়ে ভারতীয়রা ঢুকতে এবং বের হতে পারেন। আমরাও এই সুবিধা চাই।

বর্তমানে প্রতিটি প্রবেশ ও প্রস্থানে ইন্টারনেটের মাধ্যমে পরীক্ষা ও রেকর্ড করা হয়। এই প্রেক্ষাপটে স্থলবন্দর নির্দিষ্ট করার কোনও যৌক্তিকতা নেই বলে তিনি জানান।

বন্দিবিনিময়

তিন জন ভারতীয় নাগরিক বাংলাদেশে জেলে রয়েছেন এবং তাদেরকে বন্দিবিনিময়ের আওতায় ফেরত চেয়েছে দিল্লি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা নাম প্রকাশ না বলেন, মোট আটটি কেস ছিল এবং এরমধ্যে পাঁচ জন ইতোমধ্যে ফেরত গেছেন। বাকি তিন জনের প্রক্রিয়া শেষ হলে তাদেরকে ফেরত পাঠানো হবে।

কনস্যুলার ডায়ালগ কার্যক্রম ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আগামী ডায়ালগ দিল্লিতে অনুষ্ঠিত হবে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া