X
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
২০ অগ্রহায়ণ ১৪৩০

মানবিক সহায়তায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবি নাগরিক সমাজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২২, ২০:৫৩আপডেট : ৩০ জুলাই ২০২২, ২১:০৫

সিলেটে মানবিক সহায়তায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। শনিবার (৩০ জুলাই) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তারা স্থানীয় এনজিওদের মাঠ পর্যায়ের ত্রাণ ও পুর্নবাসন কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেওয়ারও দাবি জানান।

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন কোস্টের রেজাউল করিম চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিডিসিএসও প্রক্রিয়ার সভাপতি তোফাজ্জেল হোসেন। আরও বক্তৃতা করেন, এডাবের পরিচালক জসিম উদ্দিন, দুর্যোগ ফোরামের সচিব গওহর নঈম ওয়াহরা, সিলেট এডাবের সমন্বয়কারী বাবুল আক্তার, অ্যাওয়ার্ডের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ।

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সিইআরএফ তহবিল বিতরণের ক্ষেত্রে জাতিসংঘের উচিত স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নীতি বাস্তবায়ন করা। জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারীর ঘোষণা অনুসারে ৫ মিলিয়ন ডলারের তহবিল গঠন করা হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘ কর্তৃক ২.৫ মিলিয়ন সংগ্রহ করা হয়েছে, আইএনজিওগুলো কী পরিমাণ অর্থ সংগ্রহ করেছে তার সামান্য তথ্যই এ পর্যন্ত প্রকাশ করা হয়েছে।’ তিনি সিলেটে টেকসই ও জবাবদিহিমূলক স্থানীয় সুশীল সমাজ গঠনের লক্ষ্যে জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানান। উন্মুক্ত, প্রতিযোগিতামূলক ও স্বচ্ছতার মাধ্যমে তহবিল বিতরণের দাবিও জানান তিনি।

নাঈম গওহর ওয়াহরা বলেন, ‘ত্রাণ কর্মসূচি সমন্বয়ের জন্য সিলেট ও সুনামগঞ্জে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ত্রাণ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া প্রয়োজন।’ তিনি জাতিসংঘসহ সব সংস্থাকে তাদের অর্থ এবং পরিকল্পনা বিষয়ক তথ্য সিলেটের সংশ্লিষ্ট ইউএনও ও জেলা প্রশাসকদেরকে জানানোর আহ্বান জানান।

এ কে এম জসিম উদ্দিন বলেন, ‘গ্র্যান্ড ব্যার্গেইনের প্রতিশ্রুতির আলোকে জাতিসংঘ এবং আইএনজিওগুলিকে স্থানীয় এনজিওগুলিতে কমপক্ষে ২৫ শতাংশ তহবিল বরাদ্দের বিষয়টি বিবেচনা করা উচিত।’

আবুল কালাম আজাদ বলেন, ‘স্থানীয় এনজিওগুলির সঙ্গে কাজ করায় বেশ কিছু সুবিধা রয়েছে। বিশেষ করে, তারা জানে কীভাবে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে হয়। কীভাবে কম খরচে কার্যক্রম বাস্তবায়ন করতে হয়।’

 

/এসও/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার ১৭ আসনের প্রার্থীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার ১৭ আসনের প্রার্থীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
গাজায় অপর্যাপ্ত ত্রাণ পাঠানো মৃত্যুদণ্ডের শামিল!
গাজায় অপর্যাপ্ত ত্রাণ পাঠানো মৃত্যুদণ্ডের শামিল!
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
টাইম ম্যাগাজিনের চোখে বর্ষসেরা অ্যাথলেট মেসি
টাইম ম্যাগাজিনের চোখে বর্ষসেরা অ্যাথলেট মেসি
সর্বাধিক পঠিত
ইসিতে শাহজাহান ওমর, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার
ইসিতে শাহজাহান ওমর, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার
একটি নম্বরে থাকবে রোগীর সব তথ্য
একটি নম্বরে থাকবে রোগীর সব তথ্য
বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বয়সসীমা ৩২ বছর
বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বয়সসীমা ৩২ বছর
যুক্তরাজ্যে কেয়ার ভিসায় ডি‌পে‌ন্ডেন্ট বন্ধ, ওয়ার্ক পারমিটের আয়সীমা নির্ধারণ
যুক্তরাজ্যে কেয়ার ভিসায় ডি‌পে‌ন্ডেন্ট বন্ধ, ওয়ার্ক পারমিটের আয়সীমা নির্ধারণ
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ