X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের নোটিশ পাঠানো আইনজীবীকে হত্যার হুমকি

বাংলা ট্রিবিইন রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ১৯:৩০আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৯:৩০

‘বিতর্কিত’ বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

রবিবার (২১ আগস্ট) রেজিস্ট্রি ডাকযোগে পররাষ্ট্রমন্ত্রীকে লিগ্যাল নোটিশ পাঠানোর পর মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১০টা ১৬ মিনিটে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদকে মোবাইল ফোনে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আইনজীবী এরশাদ হোসেন রাশেদ।

থানায় দায়ের করা জিডিতে তিনি উল্লেখ করেন, ‘গত ২১ আগস্ট পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করার বিষয়ে একটি লিগ্যাল নোটিশ প্রদান করি। বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার ও প্রকাশিত হয়। এরপর থেকে দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে আমার মোবাইল নম্বরে কল আসতে থাকে। ফোন করে গালি-গালাজ, ভয়-ভীতি প্রদর্শন ও নাশকতার হুমকি দেওয়া হয়।’

আইনজীবী রাশেদ জানান, ‘‘সর্বশেষ আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১০টা ১৬ মিনিটে আমি আমার কোর্ট চেম্বারে আদালতের মামলার বিষয়ে কাজ করার সময় একটি নম্বর থেকে কল আসে। কল করে আমাকে বলে, ‘সমস্যার সমাধান করবি কিনা? আমি কিন্তু ডাইরেক্ট গুলি করে মাইরা ফালাই।’ আমি তার পরিচয় জানতে চাইলে তিনি উত্তরে বলেন, ‘আমি গুলি কইরা মাইরা ফালাই— এটাই আমার পরিচয়।’ তারপর আমি ফোন কল কেটে দেই। এরপর সঙ্গে সঙ্গে কল আসলে, আমি কল রিসিভ না করে কেটে দিই। ১০টা ১৯ মিনিটে আমার মোবাইল নম্বরে আবারও অন্য নম্বর থেকে কল আসে। রিসিভ করে একই ব্যক্তি আবারও আমাকে কোর্টের সামনে গুলি করে মেরে ফেলার হুমকি দিলে, আমি কল কেটে দিই।’’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদ বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি তার নাম পরিচয় জানতে পারিনি।’ আমি পররাষ্ট্রমন্ত্রীকে উকিল নোটিশ পাঠিয়েছি, এ  জন্যই এই হত্যার হুমকি বলে দাবি করেন তিনি।

/এআরআর/ এপিএইচ/
সম্পর্কিত
খাটের ওপর পড়ে ছিল আইনজীবীর মরদেহ
হাসপাতালে বসে মামলার বাদীকে হুমকির অভিযোগ
আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে চিন্ময় দাসকে
সর্বশেষ খবর
ধনাগোদা নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন, বিলীন হচ্ছে জমি-ঘর
ধনাগোদা নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন, বিলীন হচ্ছে জমি-ঘর
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
অজিদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে গ্রিন
অজিদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে গ্রিন
বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি