X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

হরতালের প্রভাব নেই রাজধানীতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২২, ০৯:৩৬আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১০:২৭

জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও হরতালের প্রভাব নেই রাজধানীর সড়কে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে বিভিন্ন সড়কে অন্যদিনের মতোই ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের উপস্থিতি দেখা গেছে। কর্মমুখী মানুষের অফিসে যাওয়ার চিত্রও অন্যান্য দিনের মতোই।

সকাল থেকে রাজধানীর শাহবাগ এলাকার বিভিন্ন সড়কে হরতালের সমর্থনে মিছিল বের করেন হরতাল সমর্থকরা। কয়েক দফা কাটাবন ও শাহবাগ মোড়ে অবস্থান করলেও পুলিশ তাদের উঠিয়ে দেয়। রাস্তায় অবস্থানের সময় যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। আশপাশে সৃষ্টি হয় যানজটের।

সকাল ৯টার দিকে একটি মিছিল বাংলা মোটর থেকে এসে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও তর্ক-বিতর্ক হয়। এ সময় হরতাল সমর্থকরা একজন আহত হওয়ার দাবি জানান।

মতিঝিলে যাওয়া অফিসগামী রবিন বলেন, হরতাল দিয়ে এখন আমাদের চলাচলের ভোগান্তি সৃষ্টি করা ছাড়া আর কিছুই না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হচ্ছে।

তন্ময় জানান, আমি জানতাম না আজ হরতাল। শাহবাগে এসে মিছিল দেখে বুঝলাম, হরতাল চলছে।

রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, সড়কে কেউ যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কেউ যাতে হরতালকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ না পায় সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি।

বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের প্রভাব পড়েনি রাজধানীর মিরপুরে। অন্যান্য দিনের মতোই মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে। রাস্তায় কর্মজীবী মানুষের ব্যস্ততার পাশাপাশি যানাবাহন চলছে নির্বিঘ্নে। বিভিন্ন স্থানের দোকানপাট খুলেছে। মিরপুর ১, ১০, ১২ ও পল্লবী থেকে বিভিন্ন স্থানে ছেড়ে যাচ্ছে বাস।

হরতালের প্রভাব না থাকলেও রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার দেখা গেছে। বিভিন্ন স্থানে অতিরিক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
গাজার প্রতি সংহতি জানিয়ে হরতাল পালনের আহ্বান সারজিসের
হরতালে সড়কে গাছ ফেলে বাধা সৃষ্টি, আ.লীগ-ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর নামে মামলা
সর্বশেষ খবর
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখবে বাংলা ট্রিবিউন, শুভেচ্ছায় মির্জা ফখরুল
গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখবে বাংলা ট্রিবিউন, শুভেচ্ছায় মির্জা ফখরুল
রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
ব্রিটেনে স্থায়ী হওয়ার পথে নতুন শর্তারোপ
ব্রিটেনে স্থায়ী হওয়ার পথে নতুন শর্তারোপ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়