X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

শিশুরা ফিরে পাবে শৈশব

উদিসা ইসলাম
০৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:০০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:০০

শৈশবে যদি ফেরা যেতো। সেই কাদায় লুটোপুটি, সেই যে স্লিপারে কিংবা ঘাসে পা দিয়ে বিকালটা কাটিয়ে দেওয়া। পুকুরে সাঁতরে এপার থেকে ওপার যাওয়া। কিংবা সারা শরীরে বালু মেখে একাকার হওয়া। যদি ফিরে যাওয়া যেতো।

আপনার নিজের শৈশবে ফেরার এসব স্বপ্ন দেখতে দেখতে যখন বাস্তবে ফিরে এসে দাঁড়ান, তখন দেখেন আপনার সন্তানের জন্য নেই কোনও খেলার মাঠ। তাকে কিছু শেখানোর সুযোগ মানে কেবল প্রি-স্কুল। সেই ব্যাগ কাঁধে নিয়ে স্কুলের মতোই একটা জায়গায় কিছু সময় কাটিয়ে আসা। তখনই মনটা খারাপ হয়ে ওঠে। প্রকৃতির মধ্যে বিচরণ করে শিশুর বেড়ে ওঠার সুযোগ আমরা করে দিতে পারছি না।

এই খারাপ লাগাটাকে কমিয়ে দেবে ‘শৈশব’। রাজধানীর জাকির হোসেন রোডে শিক্ষাবিষয়ক গবেষক ও লেখক গড়ে তুলেছেন শিশুদের খেলার ও শেখার জায়গা ‘শৈশব’। পুরো বাসাটা সাজানো হয়েছে শিশুর জন্য। প্রতিটা কোনায় সে শিখবে ‘অ-আ-ক-খ’। খেলার জন্য মাথা খাটানো নানা বিষয় যেমন আছে, তেমনি হাঁস নিয়ে পানিতে খেলার জন্যও বারান্দার কোণে আছে ব্যবস্থা। আর সবচেয়ে বড় যে বিষয়টি হলো, আপনার দুই থেকে আট বছর বয়সী শিশুর জন্য রয়েছে বিজ্ঞানের সাধারণ জ্ঞানের আয়োজন। শিশুরা ফিরে পাবে শৈশব

‘শৈশবে’র প্রধান নির্বাহী (সিইও) হলেন শিক্ষাবিষয়ক গবেষক ও লেখক ফারহানা মান্নান। পরিকল্পনাটা তিনি করছেন কোভিডের আগে থেকেই। শিশুরা বড় হবে নিজেদের মতো মুক্ত পরিবেশে। তিনি লিখছেন প্যারেন্টিং, বয়ঃসন্ধিকাল নিয়ে। কথা বলেছেন কী হবে আমাদের এই সময়ে শিক্ষা নিয়ে।

কী পরিকল্পনা করছেন শৈশবকে ঘিরে, এমন প্রশ্নে ফারহানা মান্নান বলেন, গত কয়েক মাস এই বাসাটাকে শিশুর উপযোগী করে তুলতে গিয়ে একটুও নিজের সময় বলে কিছু পাই না। শিশুদের ভবিষ্যৎ, তাদের জগৎ খেলাধুলা কী হবে, কোনটা তারা করতে পছন্দ করবে, কীভাবে সাজালে তাদের মনোযোগ থাকবে—কত কিছু।

তিনি আরও জানান, করোনার আগে প্রতি মাসে একটা করে ওয়ার্কশপ হতো। পরে সবকিছু বন্ধ করতে হলো, কিন্তু আমরা অনলাইনে সক্রিয় ছিলাম। নানা রকম গবেষণামূলক বিষয় নিয়ে তো শিশুরা ভাবে, খেলে, পঞ্চ ইন্দ্রিয় কাজে লাগায়, সেটিকে আরও যথাযথভাবে ব্যবহার করার একটা জায়গা তৈরির কথা ভাবছে শৈশব!

এবারের আয়োজন শুরু হচ্ছে দুই ধরনের। প্রথমটি হলো শিশুদের খেলার আয়োজন। যেকোনও সময় শিশুরা তাদের অভিভাবকদের নিয়ে এসে দুই ঘণ্টার জন্য খেলাধুলা করতে পারবে। এ দুই ঘণ্টার জন্য পরিশোধ করতে হবে ৪৯৯ টাকা। দ্বিতীয়টি হলো, শিশুর মানসিক গড়নকে বিজ্ঞানমনস্ক করে তোলা। এই কোর্সটিতে সপ্তাহে দুই দিন দুই ঘণ্টা করে ক্লাস। আপনার শিশুকে দিয়ে আসবেন, বাকিটা শৈশবের টিম করে দেবে, বলেন তিনি।

কর্মজীবী মায়েরা চান, এর পাশাপাশি যদি ডে কেয়ারের সুবিধাটা থাকতো, তাহলে শিশুর ও মায়ের জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হয় না।

এ বিষয়ে ফারহানা মান্নান বলেন, ‘শৈশব’ দুই থেকে আট বছর বয়সী শিশুদের জন্য। শিশুদের পাঠ্যপুস্তকের ভার নিয়ে আমরা কথা বলি কিন্তু করণীয় কী, তা কেউ বলে দেয় না। আমরা সেই সুযোগটা করে দিতে চাই। আমার কাছে মনে হয়েছে শৈশবের মধ্য দিয়ে আমরা একটা খেলার জায়গা যেমন দিতে পারছি, সমবয়সীদের সঙ্গে তাদের যোগাযোগের সুযোগটাও করে দেওয়া যাচ্ছে।

দিনের নির্দিষ্ট সময়ে খেলা এবং খেলার মধ্য দিয়ে একটি বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে আসা। আমরা ডে কেয়ারের বিষয়টিও ভাবছি। শিগগির হয়তো শুরু করতে পারবো বলে জানান প্রধান নির্বাহী।

/এনএআর/
সম্পর্কিত
অন্যের বাজেটে নয়, শিশুর জন্য দরকার পৃথক বাজেট
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশু সুরক্ষায় সমাজকর্মীর সংখ্যা ৪০ শতাংশ বাড়িয়েছে সরকার: ইউনিসেফ
সর্বশেষ খবর
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
আ.লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম 
আ.লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম 
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ