X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

জনমতে বেঁচে আছে বিএনপি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৬আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৫:৪৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর মূলধারার রাজনীতি থেকে ছিটকে গেছেন বলেই দাবি অনেকের। কিন্তু রাজনীতিতে সরব না থাকলেও জনমনে ঠিকই রয়ে গেছে বিএনপির স্থান। বাংলা ট্রিবিউনের জরিপে দেখা যায়, বিএনপি ভোটের লড়াইয়ে আওয়ামী লীগের চেয়ে পিছিয়ে থাকলেও পাল্লাটি মোটেও হালকা নয়। এমনকি জঙ্গি আক্রমণ ইস্যুতেও খুব কম সংখ্যক মানুষ তাদের দায়ী মনে করছেন।  

এই মুহূর্তে নির্বাচন হলে কোন দল জয়ী হবে বলে মনে করেন?

দেশব্যাপী ৬৪টি জেলায় বাংলা ট্রিবিউনের পরিচালিত জরিপে দেখা যায়, এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ জিতবে বলে মনে করছেন ৩৮.৮৭ শতাংশ মানুষ। অন্যদিকে বিএনপি জিতবে বলে মনে করছে ৩০.০৮ শতাংশ। এখানে দুই দলের মধ্যে ব্যবধান খুব বেশি নয়। উল্লেখযোগ্য বিষয় হলো- সারাদেশে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৬.৭১ শতাংশ মানুষ এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। 

এই মুহূর্তে নির্বাচন হলে কোন দল জয়ী হবে বলে মনে করেন? (বিভাগীয় শহর)

এমনকি বিভাগীয় শহরে (ময়মনসিংহ বিভাগীয় শহর বাদে) চালানো জরিপেও ব্যবধান কাছাকাছি। বিভাগীয় শহরগুলোতে দেখা গেছে, ৩৭.৪৩ শতাংশ মানুষ মনে করছে এই মুহূর্তে নির্বাচন হলে জিতবে আওয়ামী লীগ। অন্যদিকে ২৯.১০ শতাংশ মানুষ মনে করছে জিতবে বিএনপি। এখানে বিভাগীয় শহরেও ২৮.১৪ শতাংশ মানুষ কোনও মন্তব্য করতে রাজি হননি। 

শুধু তাই নয়, জঙ্গি আক্রমণের জন্য দায়ী হিসেবেও খুব কম সংখ্যক বিএনপিকে দায়ী মনে করছেন। মাত্র ৬.৪৮ শতাংশ মানুষ মনে করেন, জঙ্গি আক্রমণ বেড়ে যাওয়ার অন্যতম দায়ী বিএনপি। যেখানে তারা জামায়াতকে প্রধানতম দায়ী বলে মত দিয়েছেন।

 

জরিপ প্রক্রিয়া:

জরিপের সময়কাল: ১৭ জানুয়ারি-২৫ জানুয়ারি, ২০১৬

জরিপ পরিচালনা:  বাংলা ট্রিবিউন  

নমুনা (sample) সংগ্রহের প্রক্রিয়া:
১. প্রতি জেলায় ৫০ জন করে ৬৪টি জেলায় জরিপ চলানো হয়েছে।
২. ৭টি বিভাগীয় শহরের প্রতিটিতে ৩০০ জনের ওপর জরিপ করা হয়েছে (ময়মনসিংহ বিভাগীয় শহর বাদে)। 
৩. রাজধানী ঢাকায় ৩০০ জনের ওপর জরিপ পরিচালনা করা হয়।
৪. দৈবচয়ন (Random) প্রক্রিয়ায় প্রতি ১০ মিনিট অন্তর নমুনা সংগ্রহ করা হয়।
৫. জরিপকারীরা একইস্থানে সর্বোচ্চ ১ ঘণ্টা অবস্থান করেছেন।  
৬. নমুনা সংগ্রহের জন্য জেলা/বিভাগের হাট-বাজার/শপিংমলকে স্থান হিসেবে বিবেচনা করা হয়েছে।
৭. জরিপে আয়ের প্রশ্নে ছাত্র ও গৃহিনীর ক্ষেত্রে তাদের পরিবারের আয়-ব্যয় সম্পর্কে জানতে চাওয়া হয়।

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি