X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তুলির আঁচড়ে প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

সুবর্ণ আসসাইফ
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৭

মাতৃত্ব ও শক্তির প্রতীক দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মাধ্যমে শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আজ মহালয়ার মাধ্যমে দেবী দুর্গা পা রাখেন মর্ত্যলোকে। আর মাত্র ছয় দিন পর ষষ্ঠীতে হবে দেবীর বোধন। আর একেবারে শেষমুহূর্তে রঙ-তুলির আঁচড়ে দেবীকে সাজিয়ে তুলতে নির্ঘুম রাত কাটছে প্রতিমা শিল্পীদের।

পুরান ঢাকার সূত্রাপুর থানার ২৫টি মণ্ডপে, কোতোয়ালি থানায় ২১টি মণ্ডপে এবং ওয়ারী থানায় ১৭টি মণ্ডপে প্রস্তুতি চলছে দেবীকে বরণের। এসব মণ্ডপ ছাড়াও শাঁখারিবাজার, নর্থব্রুক হল এলাকার শিল্পীদের বাড়িতে তৈরি হওয়া প্রতিমাগুলো যাবে রাজধানীর বিভিন্ন এলাকার মণ্ডপে।

প্রতিমা শিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, শেষ মুহূর্তে এসে ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। ব্যস্ততায় দম ফেলার ফুরসত নেই। রঙের ছোঁয়ায় প্রতিমাকে সাজিয়ে তোলা হচ্ছে।

প্রতিমা তৈরিতে সর্বনিম্ন ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত নিচ্ছেন পুরান ঢাকার এই শিল্পীরা। তবে শুধু জীবিকা নয়, প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের ধর্মীয় আবেগ ও ভক্তি। বিভিন্ন অনুষঙ্গে প্রতিমা তৈরির কাজ এখনও বাকি। খড়-কাদা মাটির সাহায্যে বানানো হচ্ছে সেগুলোও। ষষ্ঠীর আগেই শেষ হবে প্রস্তুতি। দেবীকে শাড়ি-অলংকার পরিয়ে সবার জন্য করা হবে উন্মুক্ত। 

তুলির আঁচড়ে প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবে প্রধান অনুষঙ্গ দেবী দুর্গার প্রতিমা। এই দেবীর প্রতিমার পাশাপাশি শিল্পী বানাচ্ছে মহিষাসুরের প্রতিমাও;  যাকে বধের জন্য দুর্গা দেবীর আগমন। এছাড়াও লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং দেবী দুর্গার বাহন সিংহের প্রতিমাও তৈরি করছেন শিল্পীরা। এছাড়াও তৈরি হচ্ছে দেবী লক্ষ্মী, সরস্বতী, দেবতা কার্তিক, গণেশের বাহন পেঁচা, হাঁস, ইঁদুর আর ময়ূরও।

শাঁখারীবাজারের একটি মণ্ডপে কাজ করছেন শিল্পী পল্টন পাল। তিনি বলেন, ‘২০ বছর ধরে প্রতিমা তৈরির জিনিসপত্রের দাম প্রতি বছরই বাড়ে। ফলে প্রতিমা তৈরির খরচ বাড়ছে। এটা যে শুধু জীবিকা এমন না– মাকে সাজিয়ে তোলার মধ্য দিয়ে আমরা তার প্রতি ভক্তি ও ভালোবাসা প্রকাশ করি।’

জগন্নাথ অ্যাপার্টমেন্টে বেশ কয়েকটি প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পী ধষরত পাল। পুরান ঢাকা ছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে যাবে তার বানানো প্রতিমা। তিনি বলেন, ‘সকাল থেকে অনেক রাত পর্যন্ত কাজ করছি। এখনও অনেক কাজ বাকি। হাতে সময় নেই। প্রতিমা বানিয়ে মণ্ডপে পাঠতে হবে। দেবীকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারলেই কাজ করে নিজের মধ্যে শান্তি পাবো।’

তুলির আঁচড়ে প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, কলতাবাজার, বাংলাবাজার, শ্যামবাজার, পাটুয়াটুলি, প্যারি দাস রোড, মুরগিটোলা, মদনমোহন দাস লেন, গোয়ারনগর, গেন্ডারিয়া, ডালপট্টি এলাকার গলিগুলো ঘুরে দেখা যায়, সবখানেই উৎসবের ছোঁয়া লেগেছে। প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততা ছাড়াও মণ্ডপের মঞ্চ, তোরণ নির্মাণের কাজ চলছে।

বাংলাবাজারের জমিদার বাড়িতে দেবির প্রতিমার কাজ শেষ হয়েছে। পরানো হয়েছে শাড়ি ও অলংকার। চলছে আলোকসজ্জা ও রঙিন কাগজ, প্যান্ডেলে মণ্ডপ সাজানোর কাজ। সকাল থেকেই প্রতিমা দেখতে মণ্ডপে ভিড় করছেন দর্শনার্থীরা।

এ বছর পুরান ঢাকায় নবকল্লোল পূজা কমিটি, শ্রীশ্রী শিব মন্দির, প্রতিদ্বন্দ্বী ক্লাব, সংঘমিত্র পূজা কমিটি, শ্রীশ্রী রাধা মাধব জিউ দেব মন্দির, নতুন কুঁড়ি পূজা কমিটি, নববাণী পূজা কমিটি, রমাকান্ত নন্দীলেন পূজা কমিটিসহ আরও বেশ কিছু ক্লাব পূজা আয়োজনের উদ্যোগ নিয়েছে। তবে শিবমন্দির, তাঁতি বাজার, গোয়ালনগর ঘাট, জুলন বাড়িতে বড় পূজার আয়োজন করা হচ্ছে।

তুলির আঁচড়ে প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

সার্বিক বিষয়ে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল বলেন, ‘পুরান ঢাকায় সবচেয়ে বেশি মণ্ডপে পূজার আয়োজন হয় সব সময়। এবারও তার ব্যতিক্রম হয়নি। শুধু ঢাকার দক্ষিণেই পূজা হবে ১৫১টি। এবার নতুন করে তিনটি পূজা বেড়েছে। শিল্পীরা শেষ মুহূর্তের কাজ করছেন। আগামী দু-এক দিনে তা সম্পন্ন হয়ে যাবে। প্রশাসনের কাছ থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি। আশা করছি, ভালোভাবে পূজা সম্পন্ন হবে।’

/আরকে/ইউএস/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা