X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

‘ফরাসি বিপ্লবের সময় কঠোর সেন্সরশিপেও মূকাভিনয় ছিল প্রতিবাদের শক্তিশালী মাধ্যম’

ঢাবি প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ০১:১০আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৬:৫০

সমাজ পরিবর্তনে যুগে যুগে ‘মাইম আর্ট’ অনন্য সাধারণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, মূকাভিনয় খুব প্রাচীন শিল্প। এটি ইতিহাসের আলোকে নানা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়ে কীভাবে সমাজে পরিবর্তন ঘটায় তার বেশকিছু উদাহারণ আমাদের সামনে আছে। ফরাসি বিপ্লবের সময় কঠোর সেন্সরশিপেও মূকাভিনয় ছিল প্রতিবাদের শক্তিশালী মাধ্যম। তখন খুব কঠিনভাবে কতগুলো সেন্সরশিপ আরোপ করা হয়েছিল। যেমন লেখনিতে, বিভিন্ন আন্দোলন সংগ্রামেও। তখন প্যারিসের রাজপথে ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে মূকাভিনয় ছিল প্রতিবাদের শক্তিশালী একটি মাধ্যম। এটি সমাজে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছিল।

শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে ঢাবি মাইম অ্যাকশন (ডুমা) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক মাইম প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

 উপাচার্য বলেন, মূকাভিনয় মানুষের মনে লেখার চাইতে বেশি দাগ কাটেন বলে উল্লেখ করে তিনি আরো বলেন, যখন মাইমের মাধ্যমে কোনও বিষয় উপস্থাপন করা হয়, তখন বইয়ের কথার চাইতে বেশি দাগ কাটে, মানুষ দীর্ঘদিন মনে রাখে। এভাবেই একটি সমাজে পরিবর্তন ঘটে। 

এরপর তিনি  প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন। এরআগে প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা, সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. অসীম সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড্রামা অ্যান্ড ড্রামাটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইসরাফিল আহমেদ এবং স্বপ্নদলের প্রতিষ্ঠাতা ও মাইম ফেডারেশনের সাবেক চেয়ারম্যান জাহিদ রিপন। স্বাগত বক্তব্য দেবেন ডুমা মডারেটর ড. তপন ডি রোজারিও। 

 উদ্বোধনের পর প্রদর্শনীর শুরুতেই বন্যপ্রাণী নিধন নিয়ে ‘সাইলেন্ট থিয়েটার’ মঞ্চস্থ করে ‘প্রলয় নাচন’, ‘থিয়েটার সার্কেল, মুন্সীগঞ্জ’ সাব্বির হোসেনের রচনা ও সঞ্চালনায় মঞ্চস্থ করে ‘দ্য অনেস্ট’, ভারতীয় মাইম লিটল ড্রামা গৌতম সাহার ভাবনায় ও নির্দেশনায় মঞ্চস্থ করে ‘জুম চাষ’, ‘মাইম আর্ট’ নিথর মাহবুবের রচনায় ও নির্দেশনায় চারটি নকশা মূকাভিনয় প্রদর্শন করে, ‘শ্রুতি’ চারণ শিখরে অভিযানের পরিকল্পনা ও নির্দেশনায় মঞ্চস্থ করে বৃক্ষ লিপি। ঢাকার ‘গোল্লাছুট নাট্যদল’ ওমর ফারুক সময়ের রচনায় ও শহিদুল্লাহ শহীদের নির্দেশনায় মঞ্চস্থ করে ‘থার্ড পারসন’ ও ‘কাতুকুতু’। 

/টিটি/
সম্পর্কিত
এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন বড় বাধা: ঢাবি উপাচার্য
এ বছর সর্ববৃহৎ শোভাযাত্রা হয়েছে: ঢাবি উপাচার্য
১০ রমজানের মধ্যে শ্রেণি কার্যক্রম বন্ধের দাবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের স্মারকলিপি
সর্বশেষ খবর
ঢাকা ও পার্শ্ববর্তী সেনা ক্যাম্পগুলোর হালনাগাদ নম্বরে যোগাযোগের অনুরোধ 
ঢাকা ও পার্শ্ববর্তী সেনা ক্যাম্পগুলোর হালনাগাদ নম্বরে যোগাযোগের অনুরোধ 
আইপিএল খেলতে অনাগ্রহীদের পাশে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া
আইপিএল খেলতে অনাগ্রহীদের পাশে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০৬০৮ বাংলাদেশি, মৃত্যু ৬
হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০৬০৮ বাংলাদেশি, মৃত্যু ৬
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি