X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘ফরাসি বিপ্লবের সময় কঠোর সেন্সরশিপেও মূকাভিনয় ছিল প্রতিবাদের শক্তিশালী মাধ্যম’

ঢাবি প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ০১:১০আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৬:৫০

সমাজ পরিবর্তনে যুগে যুগে ‘মাইম আর্ট’ অনন্য সাধারণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, মূকাভিনয় খুব প্রাচীন শিল্প। এটি ইতিহাসের আলোকে নানা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়ে কীভাবে সমাজে পরিবর্তন ঘটায় তার বেশকিছু উদাহারণ আমাদের সামনে আছে। ফরাসি বিপ্লবের সময় কঠোর সেন্সরশিপেও মূকাভিনয় ছিল প্রতিবাদের শক্তিশালী মাধ্যম। তখন খুব কঠিনভাবে কতগুলো সেন্সরশিপ আরোপ করা হয়েছিল। যেমন লেখনিতে, বিভিন্ন আন্দোলন সংগ্রামেও। তখন প্যারিসের রাজপথে ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে মূকাভিনয় ছিল প্রতিবাদের শক্তিশালী একটি মাধ্যম। এটি সমাজে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছিল।

শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে ঢাবি মাইম অ্যাকশন (ডুমা) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক মাইম প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

 উপাচার্য বলেন, মূকাভিনয় মানুষের মনে লেখার চাইতে বেশি দাগ কাটেন বলে উল্লেখ করে তিনি আরো বলেন, যখন মাইমের মাধ্যমে কোনও বিষয় উপস্থাপন করা হয়, তখন বইয়ের কথার চাইতে বেশি দাগ কাটে, মানুষ দীর্ঘদিন মনে রাখে। এভাবেই একটি সমাজে পরিবর্তন ঘটে। 

এরপর তিনি  প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন। এরআগে প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা, সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. অসীম সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড্রামা অ্যান্ড ড্রামাটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইসরাফিল আহমেদ এবং স্বপ্নদলের প্রতিষ্ঠাতা ও মাইম ফেডারেশনের সাবেক চেয়ারম্যান জাহিদ রিপন। স্বাগত বক্তব্য দেবেন ডুমা মডারেটর ড. তপন ডি রোজারিও। 

 উদ্বোধনের পর প্রদর্শনীর শুরুতেই বন্যপ্রাণী নিধন নিয়ে ‘সাইলেন্ট থিয়েটার’ মঞ্চস্থ করে ‘প্রলয় নাচন’, ‘থিয়েটার সার্কেল, মুন্সীগঞ্জ’ সাব্বির হোসেনের রচনা ও সঞ্চালনায় মঞ্চস্থ করে ‘দ্য অনেস্ট’, ভারতীয় মাইম লিটল ড্রামা গৌতম সাহার ভাবনায় ও নির্দেশনায় মঞ্চস্থ করে ‘জুম চাষ’, ‘মাইম আর্ট’ নিথর মাহবুবের রচনায় ও নির্দেশনায় চারটি নকশা মূকাভিনয় প্রদর্শন করে, ‘শ্রুতি’ চারণ শিখরে অভিযানের পরিকল্পনা ও নির্দেশনায় মঞ্চস্থ করে বৃক্ষ লিপি। ঢাকার ‘গোল্লাছুট নাট্যদল’ ওমর ফারুক সময়ের রচনায় ও শহিদুল্লাহ শহীদের নির্দেশনায় মঞ্চস্থ করে ‘থার্ড পারসন’ ও ‘কাতুকুতু’। 

/টিটি/
সম্পর্কিত
বুয়েটে নিয়মতান্ত্রিক রাজনীতির ঘোষণা ছাত্রলীগের, ৪ দফা কর্মসূচি
জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জাপানিজ স্টাডিজ
ঢাবির আসনসংখ্যা কমানো হতে পারে: উপাচার্য
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক