X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

দাবি আদায় করে ঘরে ফিরলো শ্রমিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২২, ০২:২৮আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৩:১৪

রাজধানীর উত্তর কমলাপুরে একটি তৈরি পোশাক কারখানার বেতন ও কোনও অফিসিয়াল নোটিশ ছাড়া বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের দীর্ঘ ১৬ ঘণ্টা আন্দোলনের পর দাবি মেনে নিলো কর্তৃপক্ষ। রাত সাড়ে ১২টার পরে রাস্তা থেকে সরে দাঁড়ান শ্রমিকরা। এতে আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

মঙ্গলবার (০১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের (বিএসএফ) সভাপতি সৈয়দ তানভীর আহমেদ রনি। তিনি বলেন, মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার, মালিক পক্ষ ও শ্রমিকদের ২০-২৫ জন প্রতিনিধিকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(বিএসএফ) সভাপতি সৈয়দ তানভীর আহমেদ রনি বলেন, সারাদিন ওই কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে। বিষয়টি আমার জানার পরেই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। পরে রাত সাড়ে ৯টার দিকে বিজয়নগর শ্রম ভবনে বৈঠাকে বসেন মালিক পক্ষ। দীর্ঘ তিন ঘণ্টা আলোচনার পরে শ্রমিকদের দাবি মেনে নেন তারা।

আগামী রবিবার (০৬ নভেম্বর) শ্রমিকদের অক্টোবর ও নভেম্বর মাসের বেতন বিজিএমইএ'মাধ্যমে শ্রমিকদের পরিশোধ করা হবে। এছাড়া শ্রমিকদের বাৎসরিক ছুটি টাকা ও প্রতি বছরের জন্য একটি করে বেসিক দেওয়া হবে।

এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে কথা হলে তারা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেন, আমরা সারাদিন না খেয়ে, না দেয়ে আন্দোলন করেছি। মালিক পক্ষ দাবি মেনে নেওয়ায় আমরা রাস্তা ছেড়ে দিয়েছি।

মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এনামুল হক মিঠু বাংলা ট্রিবিউনকে বলেন, মালিকদের সঙ্গে শ্রমিকদের সমস্যা সমাধান হওয়ার পরে তারা রাস্তা থেকে সরে গেছেন। রাত সাড়ে ১২ টার পরে মতিঝিল, আরামবাগ, কমলাপুর ও টিটিপাড়াসহ আশপাশের এলাকায় আটকে যাওয়া গাড়ি চলাচল শুরু করেছে।

/এএইচ/এলকে/
সম্পর্কিত
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যা, বিক্ষোভের পর কারখানা বন্ধ ঘোষণা ‎
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি