X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বুয়েটশিক্ষার্থী ফারদিন হত্যাকাণ্ডের চূড়ান্ত কারণ এখনও পায়নি ডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২২, ১৬:২৪আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১০:৩৮

বুয়েটশিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, মাদকের কারণেই ফারদিন খুন হয়েছেন– এমন কথা কখনও গোয়েন্দা পুলিশ বলেনি। একাধিক বিষয় সামনে রেখে আমরা তদন্ত করছি। তবে এখনও হত্যাকাণ্ডের চূড়ান্ত কোনও কারণ আমরা খুঁজে পাইনি। শনিবার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিএমপি’র গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেন, ‘আমরা তদন্তের স্বার্থে চনপাড়া, ডেমরা ও খিলগাঁও গিয়েছিলাম। সব জায়গায় আমাদের টিম কাজ করছে। আমরা এখনও চূড়ান্ত কোনও তথ্য পাইনি। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে কখনও বলা হয়নি, ফারদিন চনপাড়া গিয়ে মাদক সংশ্লিষ্টতার কারণে মারা গেছেন। তাদের ধারণা, ফারদিন রাজধানীর কোনও এলাকায় খুন হতে পারেন।’

হারুন অর রশীদ বলেন, ‘ফারদিনের মোবাইল ফোনের ডাটা এনালাইসিস করে সে কার কার সঙ্গে কথা বলেছে সবকিছু মিলিয়ে দেখা হচ্ছে। এতে মনে হচ্ছে, সে ঢাকা শহরের কোনও এক জায়াগায় খুন হতে পারে। মোবাইলের লোকেশনে আমরা নারায়ণগঞ্জও পেয়েছি। তদন্তের স্বার্থে এ মুহূর্তে সবকিছু বলতে পারছি না।’

হারুন অর রশীদ আরও বলেন, ‘ঢাকা কিংবা ঢাকার বাইরে কোনও ঘটনা ঘটলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম কাজ করে। এতে সময়ের প্রয়োজন হলেও অনেক ঘটনার ক্লু আমরা উদ্ধার করতে পেরেছি। ফারদিনের বাবা প্রথমে একটি জিডি করেছিলেন। পরে তিনি মামলা করেন। মামলার এক নম্বর আসামি ফারদিনের বান্ধবীকে গ্রেফতার করা হয়েছে। মামলায় তার নাম এলেও তিনিই যে দায়ী– সেটা বলছি না। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’

 

/জেইউ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ