X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভিভিআইপি ফ্লাইটের নিরাপত্তা ছাড়পত্র পাননি বিমানের ৪ কর্মী

চৌধুরী আকবর হোসেন
১৪ নভেম্বর ২০২২, ২২:৪৩আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ২২:৪৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা প্রধান এবং তিন কেবিন ক্রু’কে নিরাপত্তাজনিত কারণে ভিভিআইপি ফ্লাইটে দায়িত্ব পালনের ছাড়পত্র দেওয়া হয়নি। অভিযোগ উঠেছে, নিরাপত্তা ছাড়পত্র ছাড়াই তাদের ভিভিআইপি ফ্লাইটে দায়িত্ব পালনের জন্য যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। ভিভিআইপি ফ্লাইটের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) না মেনে নিরাপত্তা ছাড়পত্র ছাড়াই তাদের কেন ফ্লাইটে পাঠানো হয়েছে, এ বিষয়ে কোনও ব্যাখ্যা দেয়নি বিমান কর্তৃপক্ষ।

সূত্র জানায়, রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ও তার সফরসঙ্গীদের লন্ডন থেকে ঢাকায় নিয়ে আসবে বিমানের বিজি২০২ ফ্লাইট। ভিভিআইপি এই ফ্লাইটে দায়িত্ব পালনের জন্য ১৩ নভেম্বর বিমানের ৪ কর্মীকে লন্ডনে পাঠানো হয়। এরমধ্যে বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার (নিরাপত্তা) তাইজ ইবনে আনোয়ার, ফ্লাইট পার্সার সুফিয়া আক্তার সুপ্তি (৩৫৫০৬), ফ্লাইট স্টুয়ার্ড আপন কুমার সিংহ সিনহা (৩৬৯৯৩) এবং ফ্লাইট স্টুয়ার্ডেস মারিয়ান ফাতেমা শেহেলীর (৩৭১৪৬) নিরাপত্তা ছাড়পত্র ছিল না। পরে বিষয়টি ভিভিআইপি ফ্লাইটের নিরাপত্তা-সংশ্লিষ্টদের নজরে আসলে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য বলা হয়। তবে তাদের কেউ দেশে ফিরে আসেননি। বিমানের খরচে তারা লন্ডনে হোটেলে অবস্থান করছেন।  জানা গেছে, তিন কেবিন ক্রু’কে ম্যানচেষ্টার থেকে ঢাকাগামী শিডিউল ফ্লাইটে ডিউটি দেওয়া হয়েছে।

বিমানের গ্রাহক সেবা বিভাগ কেবিন ক্রুদের দায়িত্ব বণ্টন করে থাকে। এই বিভাগের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানান,  ভিভিআইপি ফ্লাইটের কেবিন ক্রুদের সকালে পাঠানো হয় লন্ডনে। আর সিকিউরিটি ক্লিয়ারেন্স আসে দুপুরের দিকে। যাদের নিরাপত্তা ক্লিয়ারেন্স  আসেনি, তাদের ভিভিআইপি ফ্লাইট থেকে বাদ দেওয়া হয়েছে। ওই রুটে আমাদের প্রতিদিন ফ্লাইট রয়েছে। তাদের এখন ভিভিআইপি ফ্লাইটের বিপরীতে শিডিউল ফ্লাইটে ডিউটি দেওয়া হয়েছে।

সূত্র জানায়, ভিভিআইপি ফ্লাইটে ককপিট ক্রু ছাড়া অন্য কর্মকর্তাদের ক্ষেত্রে জেনারেল ম্যানেজার তদুর্ধ্ব  পদ মর্যাদার কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। তাইজ ইবনে আনোয়ার বিমানের নিরাপত্তা বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার। তবুও কেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে ব্যাখ্যা পাওয়া যায়নি বিমান কর্তৃপক্ষের কাছে। তবে বিমানের একটি সূত্র জানায়, তাইজ ইবনে আনোয়ারকে নিরাপত্তা বিভাগ ছাড়াও জিএসই বিভাগে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভিভিআইপি ফ্লাইটের এসওপি অনুযায়ী নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কেন ক্রুদের পাঠানো হয়েছে, জানাতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেন সোমবার (১৪ নভেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিভিআইপি ফ্লাইট নিয়ে আমি কোনও মন্তব্য করতে পারছি না।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
বাংলাদেশ বিমানের ফ্লাইটকে স্বাগত জানিয়েছেন ইতালিপ্রবাসীরা
ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে ছাড়লো বিমান বাংলাদেশের ফ্লাইট
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা