X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লঞ্চ চললেও যাত্রী নেই সদরঘাটে

জবি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২২, ১৪:৫০আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৫:৩৬

রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট নৌ-টার্মিনালে লঞ্চ চলাচল অব্যাহত থাকলেও, যাত্রী সংকটে স্বাভাবিক সময়ের তুলনায় কম সংখ্যায় লঞ্চ যাতায়াত করছে। বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করায় যাত্রী সংকট রয়েছে। তবে যাত্রী হলে স্বাভাবিকভাবে লঞ্চ চলাচল করবে বলে জানান সংশ্লিষ্টরা।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, পন্টুনে লঞ্চ থাকলেও নেই চিরচেনা ব্যস্ততা। যাত্রী না থাকায় অলস সময় পার করছেন নৌযান শ্রমিকরা। চাঁদপুরগামী অনেক যাত্রী অপেক্ষা করছেন লঞ্চ ছাড়ার।

ঘাট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর থেকে বিভিন্ন রুটের মাত্র ৫টি লঞ্চ ঢাকায় এসেছে। প্রতিটি লঞ্চেই যাত্রী সংখ্যা ছিল সীমিত। এরমধ্যে চাঁদপুর থেকে ২টি, বরিশাল থেকে ১টি, ভোলা থেকে ১টি, হাতিয়া থেকে ১টি পন্টুনে নোঙর করেছে এবং সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে গেছে ২টি লঞ্চ।

নৌঘাটের ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্বরত কর্মকর্তারা জানান, সাধারণত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন ৭০-৭৭টি লঞ্চ ছেড়ে যায় এবং সমানসংখ্যক লঞ্চ আসে। তবে শুক্রবার ঘাট থেকে মাত্র ৬টি লঞ্চ ছেড়ে গেছে, আর আজ  সকালে এসেছে মাত্র ৫টি।

বরিশাল থেকে সকালে আসা পারাবত-১১ লঞ্চের সুপারভাইজার কাওসার বলেন, ‘বিএনপির সমাবেশের জন্য মানুষের মাঝে ভয় কাজ করছে, তাই যাত্রী কম। মাত্র ১০০ যাত্রী নিয়ে এসেছি, যেখানে ৫শ’র নিচে যাত্রী থাকে না। যাত্রী না থাকায় এই রুটের একটা মাত্র লঞ্চই এসেছে।’

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘যাত্রী না পেলেতো লঞ্চ চলবে না, এটাই স্বাভাবিক। যাত্রী হলেই লঞ্চ যাচ্ছে, আসছে। আমাদের তো লঞ্চ না চললেই লস। গতরাতে বরিশালে মাত্র একটা লঞ্চ গেছে। একশ’র নিচে। লঞ্চ বন্ধ রাখার বিষয়ে মালিক সমিতির পক্ষ থেকে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যাত্রী সংকটে কেউ লঞ্চ বন্ধ রাখলে বা চালু রাখলে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।’

বিআইডব্লিউটিএ সদরঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. শহীদ উল্যাহ বলেন, ‘সরকার কোনও দুর্যোগ বা বৈশ্বিক সমস্যা ছাড়া লঞ্চ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় না। যাত্রী সংকট থাকলে— লঞ্চ মালিকরা যদি লঞ্চ না চালাতে চান, সেটা তাদের ব্যাপার। বরিশাল-ভোলা থেকে যেসব লঞ্চ এসেছে ১০-১৫ শতাংশ যাত্রী নিয়ে এসেছে।’

সদরঘাট নৌথানার ওসি শফিকুর রহমান বলেন, ‘ঘাটের পরিবেশ এখনও পর্যন্ত স্থিতিশীল। আমরা সতর্ক অবস্থানে আছি।’

/এপিএইচ/
সম্পর্কিত
ঘন কুয়াশায় নৌপথ বিমুখ যাত্রীরা
সদরঘাট ফিটফাটই থাকবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
তাদের প্রত্যাশা, হয়তো কেউ আসবে শীতবস্ত্র নিয়ে
সর্বশেষ খবর
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়