X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বিএনপির ১০ দফা জঙ্গিবাদের পক্ষে কালো দলিল: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২২, ০১:১৫আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০১:১৫

বিএনপির ১০ দফা সংবিধান, আইন, আদালতকে কবর দিয়ে অসাংবিধানিক, অস্বাভাবিক, জংলি সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতি এবং যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত পক্ষাবলম্বনের কালো দলিল বলে আখ্যা দিয়েছে ১৪-দলীয় জোটের শরিক জাসদ।

রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু ও সংসদ সদস্য সাধারণ সম্পাদক শিরীন আখতার এসব প্রতিক্রিয়া তুলে ধরেন।

জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সই করা বিবৃতিতে উল্লেখ করা হয়, ১০ দফা দিয়ে বিএনপি আবারও প্রমাণ করলো যে তারা দেশকে সংবিধানের বাইরে ঠেলে ফেলে দিয়ে অসাংবিধানিক, অস্বাভাবিক, জংলি সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতির পথই আঁকড়ে ধরে আছে। তাদের আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির বিচার বন্ধ করা।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘সর্বোচ্চ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী সন্ত্রাসী, দুর্নীতিবাজদের মুক্ত করা। বিএনপি সংবিধান, আইন, আদালত কোনও কিছুরই তোয়াক্কা করে না।’

ইনু ও শিরীন বলেন, ‘দেশে সাজাপ্রাপ্ত হয়ে কোনোভাবে আলেম, ওলামা, ইসলামি চিন্তাবিদ, ইসলাম ধর্ম প্রচারক বন্দি নেই।’

জাসদের এই দুই নেতা মনে করেন, যুদ্ধাপরাধ ও জঙ্গিবাদী সন্ত্রাসের সুনির্দিষ্ট অভিযোগে প্রকাশ্য আদালতে সাজাপ্রাপ্ত এবং দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক সে সাজা নিশ্চিত হয়ে যারা বন্দি আছে, তারা কেউই প্রকৃত আলেম, ওলামা, ইসালামি চিন্তাবিদ, ইসলাম ধর্ম প্রচারক নন।

জাসদের দাবি, ‘তারা ধর্মের অপব্যবহারকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। কোনও যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী, সন্ত্রাসী, রাজনৈতিক নেতা ধর্মের মনগড়া ব্যাখ্যা বা অপব্যাখ্যা দিয়ে ওয়াজ করলেই আলেম বা নিরপাধ হয়ে যায় না। দেশের কেউই আইন-আদালতের ঊর্ধ্বে না, মসজিদের ইমাম বা মাদ্রাসার প্রিন্সিপাল বা ধর্মভিত্তিক রাজনৈতিক নেতাও আইন-আদালতের ঊর্ধ্বে না।’

জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালতে সুনির্দিষ্ট রায়ের পর বিচার বিভাগকে সম্পৃক্ত করে পুরাতন ধাঁচের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার কোনোই সুযোগ নাই। তারপরও পুরাতন ধাঁচের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনা, আরপিও বাতিল করার দাবি তুলে বিএনপি সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে সংঘাত-সংঘর্ষের মাধ্যমে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে জল ঘোলা করার পথে যাওয়ারই ইঙ্গিত দিয়েছে।’

তারা দাবি করেন, বিএনপির ক্ষমতা পুনর্দখলের আন্দোলনের ১০ দফায় চলমান বৈশ্বিক সংকট মোকাবিলা করে জাতীয় অর্থনীতি সচল রাখা, মানুষের আয় ও জীবিকা রক্ষাসহ জনজীবনে স্বস্তি বজায় রাখার কোনও প্রস্তাব নাই। বিএনপির সময় দফায় দফায় বিদ্যুৎ,  জ্বালানি, গ্যাস, পানির দাম অযৌক্তিকভাবে বাড়িয়েছিল।’

হাসানুল হক ইনু ও শিরীন আখতার বলেন, ‘বিএনপি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতেও পারেনি, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাও বাড়াতে পারেনি। বিএনপির আমলেই রাজনৈতিক বিবেচনায় ব্যাংক চালু এবং পরিচালক নিয়োগ শুরু হয়। দেশের ব্যাংকিং ও আর্থিক খাত বিএনপির চালু করা দুষ্টচক্রের অশুভ প্রভাব থেকে এখনও মুক্ত হতে পারছে না। বিএনপি  যতবার ক্ষমতায় ছিল, ততবারই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে ইনডেমনিটি দিয়েছে।’

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
ইনু ও মেননকে বিচারিক হত্যার ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রলীগ
স্ত্রীসহ সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে দুদকের ২ মামলা
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক ৩ মন্ত্রী রিমান্ডে
সর্বশেষ খবর
সাবেক মেয়র আইভী কাশিমপুর কারাগারে
সাবেক মেয়র আইভী কাশিমপুর কারাগারে
মাদ্রাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি
মাদ্রাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি
তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো ভারত-পাকিস্তান, সীমান্তজুড়ে যুদ্ধাবস্থা
তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো ভারত-পাকিস্তান, সীমান্তজুড়ে যুদ্ধাবস্থা
হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার
হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান