X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ফুটবলের প্রতি অনন্য ভালোবাসাই তারুণ্যের উন্মাদনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২২, ২০:১৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ২০:৪২

বাংলাদেশ হয়তো বিশ্ব ফুটবলের সেই জায়গায় নেই কিন্তু উন্মাদনার দিক দিয়ে ছাড়িয়ে গেছে সারা বিশ্বকে। ফুটবলের ভালোবাসায় একদিকে অন্যদেশকে ভালোবাসছে, এর সঙ্গে অন্য খেলায়াড়কে ভালোবাসতে শিখছে। ফুটবল সমর্থন করে যে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের কূটনৈতিক সম্পর্ক অন্য একটি পর্যায়ে নিয়ে যাওয়া যায় তার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের সমর্থকরা।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) আয়োজনে  ‘বিশ্বকাপ ফুটবল ও তারুণ্যের উন্মাদনা’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন আলোচকরা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শুরু হয় নিয়মিত এই আয়োজন। মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন সাবেক ফুটবলার ও মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক, সাবেক ফুটবলার  শেখ মোহাম্মদ আসলাম, লেখক ও নির্মাতা সাদাত হোসাইন,ইউল্যাব ফুটবল টিমের অধিনায়ক  রানা আদনান মিশাল, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার তানজীম আহমেদ।

সাবেক ফুটবলার ও মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক বলেছেন, বিশ্বকাপ এলেই দেখা যায়—আমাদের তরুণ প্রজন্ম ফুটবলকে কতটা ভালোবাসে। ফুটবলের ভালোবাসায় অন্য দেশকে, অন্য খেলোয়াড়কে ভালোবাসতে শিখছে। তারা শিখছে—একটি দেশকে কীভাবে সমর্থন করতে হয়।  তারাই বিশ্বকাপ শেষে দেখা যাবে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট আয়োজন করছে। তিনি আরও বলেন, আমাদের ফুটবলের সবচেয়ে বড় প্রাপ্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা। আমাদের সমর্থকদের ৯০ শতাংশই ব্রাজিল আর আর্জেন্টিনার।

লেখক ও নির্মাতা সাদাত হোসাইন বলেছেন, এবারের বিশ্বকাপ যখন শুরু হয় ভেবেছিলাম- ঠিকমতো খবর রাখতে পারবো না। কারণ বইমেলার কাজে এসময় ব্যস্ত থাকি। শেষমেশ দেখা গেছে যে আমি সবকিছু এক পাশে রেখে খেলায় ডুবে গেছি। আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমরা আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকি, কারণ কয়েকবারই আমাদের স্বপ্নভঙ্গ হয়েছে। এবারের তারুণ্যের উন্মাদনা থেকে যা প্রাপ্তি তা হচ্ছে–আর্জেন্টিনা বাংলাদেশে তাদের দূতাবাস খোলার আগ্রহ প্রকাশ করেছে। এর পেছনে প্রধান কারণ বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি সমর্থন এবং অনন্য ভালোবাসার বহিঃপ্রকাশ। উন্মাদনা নিয়ে আমরা অনেক সমালোচনা শুনেছি, কিন্তু ফুটবল সমর্থন করে যে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের কূটনৈতিক সম্পর্ক অন্য একটি পর্যায়ে নিয়ে যাওয়া যায়—তার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের সমর্থকরা।

সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম বলেছেন, আমাদের সময়ে বিশ্বকাপের হাইপ আরও জোরেশোরে হতো। সেসময় কিছু প্লেয়ার ছিল, সারাবছর হয়তো নামাজ পড়তো না কিন্তু খেলার আগে মাজারে গিয়ে সালাম করে আসতে দেখা যেতো। এরকম কিছু সাইকোলজিক্যাল বিষয় ছিল, যেমন ঘুম থেকে ওঠে দুই শালিক না দেখলে যাত্রা অশুভ হবে। এরকম নানান ধরনের কুসংস্কার আমাদের আচ্ছন্ন করে রেখেছিল।

কাতার থেকে যুক্ত হয়ে বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার তানজীম আহমেদ বলেন,  বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ নিয়ে যতটুকু হাইপ (উন্মাদনা) আছে, কাতারে সেটা পাওয়া যায় না। কাতারে এসে রাস্তায় কিছু বিলবোর্ড-পোস্টার ছাড়া তেমন কোনও উন্মাদনা দেখতে পাইনি। যে স্টেডিয়ামে খেলা হচ্ছে সেখানকার ফ্যানজোনে গেলেই তবে মনে হয় বিশ্বকাপের দেশে এসেছি। মরক্কো জেতার পর কাতারে উৎসব দেখেছি। স্টেডিয়াম থেকে ফেরার পথে অন্তত ১০টি গাড়ির একটিতে মরক্কোর পতাকা নিয়ে উচ্ছ্বাস করতে দেখেছি। সেই উচ্ছ্বাস আবার শুধু মরোক্কনদের না, যারা অন্য দেশের মুসলিম আছেন তাদের।’

ইউল্যাব ফুটবল টিমের অধিনায়ক রানা আদনান মিশাল বলেছেন, আর্জেন্টিনা ফুটবল ভক্তদের সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশকে চিনছে—এর প্রভাব অনেক বিস্তৃত। বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাসের কিছু ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল হতে দেখেছি। আর্জেন্টিনার গণমাধ্যম এবং জাতীয় দলের কাছেও এসব পৌঁছে গেছে। বিভিন্ন সময় ইন্টারভিউতে জাতীয় দলের কোচ বাংলাদেশের সমর্থকদের কথা বলেছেন। এগুলো মেনশন করা অনেক বড় অর্জন জাতির কাছে। আর্জেন্টিনা যখন বাংলাদেশি সমর্থকদের কথা তুলে ধরে সেটি আমাদের জন্য আনন্দের। আর্জেন্টিনা যেহেতু সেমিফাইনালে আছে, সুতরাং এটার প্রভাব অনেক বেশি বলে মনে করি।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সাংবাদিক নুরুজ্জামান লাবুকে হুমকি, উদ্বেগ জানালো ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স
ছাত্রলীগকে নিষিদ্ধ করায় দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরশাদ আলীর বাবার মৃত্যু
সর্বশেষ খবর
এক মোটরসাইকেলে ৪ জন, বাসের ধাক্কায় প্রাণ গেলো মা-মেয়েসহ তিন জনের
এক মোটরসাইকেলে ৪ জন, বাসের ধাক্কায় প্রাণ গেলো মা-মেয়েসহ তিন জনের
ঢাকা ও পার্শ্ববর্তী সেনা ক্যাম্পগুলোর হালনাগাদ নম্বরে যোগাযোগের অনুরোধ 
ঢাকা ও পার্শ্ববর্তী সেনা ক্যাম্পগুলোর হালনাগাদ নম্বরে যোগাযোগের অনুরোধ 
আইপিএল খেলতে অনাগ্রহীদের পাশে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া
আইপিএল খেলতে অনাগ্রহীদের পাশে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি