X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মগবাজারে ‘ময়লার ড্রামে’ বিস্ফোরণ, স্প্লিন্টার উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৩, ১৮:২৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৯:০৮

রাজধানীর মগবাজারে ওয়্যারলেস মোড়ে সেন্ট মেরিস ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ময়লার ড্রামে বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে বোমার অসংখ্য স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে। ড্রামটিতে শক্তিশালী বিস্ফোরণ হয়েছিল বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন-অর রশীদ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

হারুন-অর রশীদ বলেন, বিস্ফোরকটি একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে ছিল। ভেতর থেকে ময়লা বের করার সময় বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ঘটনাস্থলে স্প্লিন্টার পাওয়া গেছে। কী উদ্দেশ্যে বোমাটি এখানে রাখা হয়েছিল আমরা বের করার জন্য কাজ করছি। বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে এসেছিল। তারা স্প্লিন্টারগুলো আলামত হিসেবে নিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন-অর রশীদ

ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ড্রাম থেকে ময়লা ফেলে দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে চার জন আহত হয়েছে। আহতদের দুই জন পথচারী। ঘটনার পর বোম ডিস্পোজাল টিম আসে এবং আলামত সংগ্রহ করে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, আগে থেকেই ড্রামে কেউ বিস্ফোরকটি রেখে দিয়েছিল। অসাবধানতাবশত ফেলে দেওয়ার কারণে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরকটি কে রেখেছিল বা কীভাবে এখানে এসেছে তা উদঘাটনে কাজ করছি।

তিনি বলেন, এটা কী ধরনের বিস্ফোরক ছিল, দেশি ককটেল নাকি অন্য কোনও বিস্ফোরক দ্রব্য, তা জানতে আমাদের বিশেষজ্ঞ টিম কাজ করছে। বিস্ফোরণের পরে তোলা ছবি

তিনি বলেন, ধারণা করছি কেউ বিস্ফোরকটি রেখে গিয়েছিল। তবে মোটিভ জানতে পারলে এটা বের করতে পারবো।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিস্ফোরণটি বড় ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্ফোরণে আঘাতের চিহ্ন দেখে আমরা এই ধারণা করছি।

আরও পড়ুন: মগবাজারে দোকানে ড্রাম বিস্ফোরণ, আহত ৪

/কেএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ভোটকেন্দ্রে জঙ্গি হামলার শঙ্কা নেই, জানালো সিটিটিসি
নব্য জেএমবির শীর্ষ নেতাসহ দুজন গ্রেফতার
শ্রীপুরে রেললাইন কাটা হয় যুবদল সভাপতি টুকুর নির্দেশনায়: সিটিটিসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক