X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

মগবাজারে ‘ময়লার ড্রামে’ বিস্ফোরণ, স্প্লিন্টার উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৩, ১৮:২৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৯:০৮

রাজধানীর মগবাজারে ওয়্যারলেস মোড়ে সেন্ট মেরিস ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ময়লার ড্রামে বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে বোমার অসংখ্য স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে। ড্রামটিতে শক্তিশালী বিস্ফোরণ হয়েছিল বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন-অর রশীদ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

হারুন-অর রশীদ বলেন, বিস্ফোরকটি একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে ছিল। ভেতর থেকে ময়লা বের করার সময় বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ঘটনাস্থলে স্প্লিন্টার পাওয়া গেছে। কী উদ্দেশ্যে বোমাটি এখানে রাখা হয়েছিল আমরা বের করার জন্য কাজ করছি। বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে এসেছিল। তারা স্প্লিন্টারগুলো আলামত হিসেবে নিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন-অর রশীদ

ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ড্রাম থেকে ময়লা ফেলে দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে চার জন আহত হয়েছে। আহতদের দুই জন পথচারী। ঘটনার পর বোম ডিস্পোজাল টিম আসে এবং আলামত সংগ্রহ করে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, আগে থেকেই ড্রামে কেউ বিস্ফোরকটি রেখে দিয়েছিল। অসাবধানতাবশত ফেলে দেওয়ার কারণে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরকটি কে রেখেছিল বা কীভাবে এখানে এসেছে তা উদঘাটনে কাজ করছি।

তিনি বলেন, এটা কী ধরনের বিস্ফোরক ছিল, দেশি ককটেল নাকি অন্য কোনও বিস্ফোরক দ্রব্য, তা জানতে আমাদের বিশেষজ্ঞ টিম কাজ করছে। বিস্ফোরণের পরে তোলা ছবি

তিনি বলেন, ধারণা করছি কেউ বিস্ফোরকটি রেখে গিয়েছিল। তবে মোটিভ জানতে পারলে এটা বের করতে পারবো।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিস্ফোরণটি বড় ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্ফোরণে আঘাতের চিহ্ন দেখে আমরা এই ধারণা করছি।

আরও পড়ুন: মগবাজারে দোকানে ড্রাম বিস্ফোরণ, আহত ৪

/কেএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ওসি সহায়তা না করলে এসি-এডিসির কাছে যাবেন: সিটিটিসি প্রধান
জনগণকেও পুলিশের সহযোগিতায় এগিয়ে আসতে হবে: মাসুদ করিম
বড়দিন উপলক্ষে নিরাপত্তা ঝুঁকি নেই: সিটিটিসি প্রধান
সর্বশেষ খবর
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ শুরু
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ শুরু
এনবিআর কেন বিভক্ত হয়েছে, ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার প্রেস উইং
এনবিআর কেন বিভক্ত হয়েছে, ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার প্রেস উইং
প্রোটিয়াদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে রাবাদা
প্রোটিয়াদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে রাবাদা
এনবিআর বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনও প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
এনবিআর বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনও প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি