X
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
১০ চৈত্র ১৪২৯

আলাদা ইউনিট করে রাজউকই পূর্বাচলে নাগরিক সেবা দেবে

রাশেদুল হাসান
৩০ জানুয়ারি ২০২৩, ১৪:২৪আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৪:২৪

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার কিছু অংশ নিয়ে গঠিত পূর্বাচল নতুন শহরে বসতি ও ব্যবসা-বাণিজ্য গড়ে ওঠার সাথে সাথে দরকার হবে নাগরিক সেবা। কিন্তু এ সেবা প্রদানে সরকার এটিকে একটি প্রশাসনের আওতায় নিয়ে আসেনি। নতুন এ শহরকে পৌরসভা বা সিটি করপোরেশনের প্রশাসনিক আওতায় নিয়ে আসার আগ পর্যন্ত সরকার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সেবা, মশক নিয়ন্ত্রণ,  পানি সরবরাহ ও নিষ্কাশন এবং জন্ম-মৃত্যু সনদ দেওয়ার দায়িত্ব দিতে যাচ্ছে শহরটির উন্নয়ন কর্তৃপক্ষ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক)।

রাজউকের  কর্মকর্তারা জানিয়েছেন, তারা সরকারের কাছে একটি প্রস্তাব পাঠাবেন যেখানে পূর্বাচলে প্রশাসনিক ও সেবামূলক  কার্যক্রম পরিচালনার জন্য একটি ইউনিট গঠনের প্রস্তাব থাকবে। তারা আরও জানিয়েছেন, রাজউক ও পূর্বাচল প্রকল্পের বর্তমান জনবল নিয়েই ইউনিটটি গঠন করা হবে।

পূর্বাচল শহর প্রকল্পের পরিচালক মনিরুল হক জানান, নাগরিক  সেবাদান কর্তৃপক্ষ গঠন নিয়ে একটি কমিটি হয়েছে এবং তারা কয়েকটি সভাও করেছেন।

তিনি বলেন, 'রাজউকের যেকোনও একজন সদস্যের অধীনে জনবল কাঠামো করে একটি ইউনিট গঠন করা হবে।'

এ বিষয়ে জিজ্ঞেস করা হলে রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা বলেন, 'আমরা প্রকল্প সমাপ্ত করার পর রাস্তা সিটি করপোরেশনকে বুঝিয়ে দেই, পানি ওয়াসাকে, বিদ্যুৎ বিভাগ বিদ্যুতের কাজ করে। যতদিন পর্যন্ত সরকার একটি সংস্থা গঠন না করবে ততদিন রাজউকের ব্যবস্থাপনায় আলাদা একটি ইউনিট করা হবে। আমরা আলাদা জনবল নেবো না। আমাদের কারিগরি ও সাধারণ জনবল যা আছে ওই ইউনিটে সংযুক্ত করে আপাতত চালাতে থাকবো—সেরকম একটা প্রস্তুতি চলছে।'

তিনি আরও বলেন,  'ওখানে পানির জন্য ওয়াসা নেই। ওয়াসার মতো একটি প্রতিষ্ঠান গঠন হবে হয়তো। এখন আমরা পিপিপি'র (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে পানি সরবরাহের জন্য দিয়েছি। ইতোমধ্যে তারা চারটি সেক্টরে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ শুরু করেছে। ২০৩৫ সাল পর্যন্ত এ কাজটি করবে তারা। এরপর ওয়াসা টাইপের কোনও প্রতিষ্ঠান করে তারা দায়িত্ব নেবে। আর অন্যান্য সেবাও রাজউকই দিবে।'

রাজউক চেয়ারম্যান আর ও জানান,  'আমরা সরকারের সাথে আলোচনা করেছি। আপাতত এর কোনও বিকল্প নেই। সরকার আমাদের প্রস্তাবনা দিতে বলেছে। আমরা প্রস্তাবনা দিলে তারা যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিবে। '

এ বিষয়ে ইনস্টিটিউট ফর প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান জানান, প্রতিষ্ঠান হিসেবে  রাজউকের এ ধরনের ভূমিকা নেওয়া তার সত্তার সাথে বেমানান।

তিনি বলেন, 'রাজউক হলো উন্নয়ন পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। রাজউক সাধারণত প্রকল্পের কাজ শেষে সিটি করপোরেশনকে অবকাঠামো হস্তান্তর করে, ওখানে সেবা দেয় না। স্বল্প সময়ের জন্য রাজউক পূর্বাচলের দায়িত্ব নিতে পারে। কিন্তু দীর্ঘ সময়ের জন্য  হলে রাজউকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে।'

উল্লেখ্য, পূর্বাচলে বিভিন্ন আকারের মোট ২৭ হাজার ১৭১টি প্লট এবং ৬২ হাজার অ্যাপার্টমেন্ট করার সুযোগ রয়েছে। এরমধ্যে আবাসিক প্লট রয়েছে ২৫ হাজার ১৬টি। প্রকল্পটি ১৯৯৫ সালের জুলাই মাসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের ৬ হাজার ১৫০ একর জমিতে বাস্তবায়ন শুরু হয় পূর্বাচল নতুন শহর প্রকল্প নামে। তিন দফা সময় বাড়িয়ে ২০১০ সালের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল।

/এমএস/
সর্বশেষ খবর
জাবিতে মারধরের ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার
জাবিতে মারধরের ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার
লন্ড‌নে ইফতা‌রের দোকা‌নে উপ‌চে পড়া ভিড় বাংলা‌দেশিদের
লন্ড‌নে ইফতা‌রের দোকা‌নে উপ‌চে পড়া ভিড় বাংলা‌দেশিদের
রডের আঘাতে মাথা ফাটলো ছাত্রলীগ নেতার, ৬ নেতাকর্মীকে বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়রডের আঘাতে মাথা ফাটলো ছাত্রলীগ নেতার, ৬ নেতাকর্মীকে বহিষ্কার
রোজা ফরজ হওয়ার ইতিহাস
রোজা ফরজ হওয়ার ইতিহাস
সর্বাধিক পঠিত
৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
অস্ট্রেলিয়ান নায়িকার সঙ্গে হোটেলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব
আদালতে দেওয়া জবানবন্দিঅস্ট্রেলিয়ান নায়িকার সঙ্গে হোটেলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব
শনিবার খোলা থাকবে ব্যাংক
শনিবার খোলা থাকবে ব্যাংক
স্বামীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় খুনি ভাড়া করেন স্ত্রী, কাজ শেষে দেন ৫০০
স্বামীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় খুনি ভাড়া করেন স্ত্রী, কাজ শেষে দেন ৫০০
রোজার নিয়ত কী, কীভাবে করবেন?
রোজার নিয়ত কী, কীভাবে করবেন?