X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

হিরো আলমের অভিযোগের কোনও ভিত্তি নেই: ইসি রাশেদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৭

বগুড়া-৪ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কন্টেট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ফল পাল্টানোর অভিযোগের কোনও ভিত্তি নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘ওনার অভিযোগের কোনও ভিত্তি নাই। তার অভিযোগ আমলে নিয়ে সকাল থেকে আমরা ডিসি সাহেব, জেলা নির্বাচন অফিসার— এদের সবার সঙ্গে কথা বলেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন— এ ধরনের কোনও বিষয় তাদের কাছে নাই। তদের রেজাল্ট শতভাগ ঠিক।’

বিএনপির ছেড়ে দেওয়া ৬ আসনে গত বুধবার ভোট হয়। একতারা প্রতীক নিয়ে হিরো আলম বগুড়া ৪ ও বগুড়া ৬ আসনে ভোট করেন। তবে বগুড়া ৪ আসনে নির্বাচনের ফলাফল পাল্টানোর অভিযোগ তুলেন হিরো আলম। বুধবার রাত সাড়ে ১০টায় বগুড়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে বলেন, ‘ভোট চুরি হয়নি, ফলাফল ছিনতাই হয়েছে।’ ন্যায়বিচার পেতে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

উপ-নির্বাচনে নির্বাচন কমিশন সন্তুষ্ট জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে যে রেজাল্ট শিটগুলো আসছে, আসলে কোথাও কোনও ব্যত্যয় নেই।’

হিরো আলমের অভিযোগের প্রসঙ্গ টেনে এই কমিশনার বলেন, ‘একজন প্রার্থী যখন হেরে যায়, আমাদের দেশের সংস্কৃতিটা কিন্তু এরকমই। হেরে গেলে প্রশ্নবিদ্ধ করার নানান ধরনের প্রবণতা কিন্তু আছে আমাদের দেশে। এটা শুধু হিরো আলম সাহেব নয়, অমারা যতগুলো ইলেকশন করলাম, সব জায়গায়তে এধরনের প্রবণতা আমার লক্ষ্য করেছি।’

এজেন্টের হাতে ফলাফল দেওয়া হয় নাই— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খোঁজ নিয়ে জেনেছি, নন্দীগ্রামে খুব একটা এজন্টে দেন নাই। ডিসি সাহেবের সঙ্গে কথা হয়েছে তিনি বলেছেন, আমি আর এসপি অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করেছি। আমরা ওখানে গিয়ে ওনার (হিরো আলমের) এজন্ট পাই নাই।

কাহালু উপজেলায় হিরো আলমের কিছু এজেন্ট ছিল জানিয়ে তিনি বলেন, কাহালু ওনার নিজের এলাকা। এজন্টেই ছিল না। অন্যান্য প্রার্থীর কিন্তু এধরনের অভিযোগ নাই। উনি হেরে গেছেন তাই এধরনের অভিযোগ করছেন। উনি বরাবরই বলেছেন— ভোট ভালো হয়েছে। উনি সাক্ষাৎকারে বলেছেন হেরে গেলেও ফলাফল মেনে নেবো। হেরে গেছে কষ্ট হচ্ছে। কষ্ট উনি নানাভাবে প্রকাশ করছেন। এটা উনি করতে পারেন। একজন মানুষ বললে তো হয় না। প্রমাণ তো থাকতে হবে।

হিরো আলমের আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল ওয়েবসাইটে দেবেন কিনা —এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নিশ্চয়েই দেবো। আমাদের ওয়েবসোইটে দিতে সমস্যা কোথায়?’ কবে দেবেন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘ফলাফল এখনো হয় নাই। যেটা পেয়েছি সেটা তো বেসরকারি। আসার পরে দিয়ে দেবো।’

বগুড়া-৪ আসনের উপনির্বাচনে মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে গেছেন হিরো আলম।

হিরো আলম আদালতে যাবেন, গেলে যাবেন অসুবিধা তো নাই জানিয়ে এই কমিশনার বলেন, ‘অভিযোগ দেওয়া আর অভিযোগ এস্টাবলিশ করা দুটোর মধ্যে অনেক তফাত।’

ভোটের আগে আচরণবিধি খুব বেশি ভঙ্গ হয়েছে বলে মনে করেন না নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। বলেন,‘কোনও প্রার্থী কোনও লিখিত অভিযোগ করে নাই। নির্বাচনের পূর্বের প্রস্তুতি সন্তোষজনক ছিল। ভোটের দিন ভোটের ভেতরে কোনও অনিয়ম হয় নাই। ব্রাহ্মণবাড়িয়ায় দু-একটা দেখতে পেরেছি। তবে ভেতরে ভোট ডাকাতি ইভিএম নিয়ে কোনও সমস্যা হয় নাই। পুরোপুরি ভোটটা সন্তোষজনক হয়েছে।’

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে
আমাকে এমপি ঘোষণা করা হোক, একদিনের জন্য হলেও এমপি হতে চাই: হিরো আলম
জুতা পরে শহীদ স্মৃতিস্তম্ভে হিরো আলমের টিকটক, চাইলেন ক্ষমা
সর্বশেষ খবর
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
এক নম্বর হতে চান মিরাজ
এক নম্বর হতে চান মিরাজ
ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি নয়, পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি নয়, পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ শুরু
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ শুরু
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি