X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

১১-১৩ ফেব্রুয়ারি ঢাকায় হবে বাংলাদেশ সীড কংগ্রেস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২২

আগামী ১১-১৩ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ সীড কংগ্রেস ২০২৩’।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশন'(বিএসএ)'র আয়োজনে ‘বাংলাদেশ সীড কংগ্রেস ২০২৩’ শিরোনামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দেশ-বিদেশের প্রায় এক হাজার বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মী, বীজ ডিলার, বীজ ব্যবসায়ী, বীজ শিল্প প্রতিষ্ঠান, কৃষিবিদ, ব্যাংকার, শিক্ষক ও কৃষক প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজন করা হবে বাংলাদেশ সীড কংগ্রেস। 

আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ইন্টারন্যাশনাল সীড ফেডারেশন (আইএসএফ) এর সেক্রেটারি জেনারেল মাইকেল কেলার।

বাংলাদেশ সীড কংগ্রেসের উদ্দেশ্য নিয়ে বিএসএ'র জ্যেষ্ঠ সহসভাপতি ড. আলী আফজাল বলেন, ‘এই কংগ্রেসে আমাদের বীজের যে প্রযুক্তিগত উন্নতি সাধন হচ্ছে— সেই বিষয়গুলো উপস্থাপন করা। সরাসরি কোম্পানিগুলে তাদের প্রোডাক্ট উপস্থাপন করবে। একই সঙ্গে বিদেশি অনেক প্রতিষ্ঠান আছে, যাদের বীজ বাংলাদেশে ব্যবহার করা হয়, তাদেরও একটা করে স্টল থাকবে। তারা তাদের প্রযুক্তি এবং নলেজের প্রযুক্তি সেখানে উপস্থাপন করবে। সেগুলো দেখার সুযোগ থাকবে।’

তিনি আরও বলেন, ‘বিএসএ একটি ব্যতিক্রমী সংগঠন। মিডিয়ার মাধ্যমে সরকারের কাছ কোনও দাবি উপস্থাপন করা বিএসএ'র উদ্দেশ্য নয়। এটি বাংলাদেশে কৃষি উন্নয়নে সহায়ক শক্তি। কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে মিলে দেশে কৃষি উন্নয়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।’

বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনর সভাপতি এম আনিস উদ দৌলার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনর জ্যেষ্ঠ সহসভাপতি  ড. আলী আফজাল, সাধারণ সম্পাদক  এ.এইচ.এম. হুমায়ুন করির, প্রধান সমন্বয়ক আনোয়ার ফারুক এবং ইস্পাহানি অ্যাগ্রো'র পরিচালক ও বিএসএ এর সদস্য ফৌজিয়া ইয়াসমিন।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ
চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ
ওটিপি সমস্যায় সারাদেশে এনআইডি সেবা বন্ধ
ওটিপি সমস্যায় সারাদেশে এনআইডি সেবা বন্ধ
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়