X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ছুটির দিনে বইমেলায় ভিড়, বেড়েছে বিক্রিও

আবিদ হাসান
১০ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৪

অমর একুশে গ্রন্থমেলার দশম দিন শুক্রবারে লোকে লোকারণ্য ছিল বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। এতে প্রাণ ফিরে পেয়েছে মেলা। বইপ্রেমীদের আনাগোনা আর ঘোরাফেরায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। কেউ বই কিনছেন, কেউ হাতে নিয়ে দেখছেন আবার কেউবা প্রিয় লেখকের বই কবে আসবে খোঁজ নিচ্ছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মেলা শুরু হয় বেলা ১১টায়। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই জনারণ্যে পরিণত হয় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। বইমেলার প্রবেশমুখেও দেখা গেছে দর্শনার্থীদের লম্বা লাইন। দর্শনার্থীদের আনাগোনা ও শিশু চত্বরও শিশুদের কলকাকলিতে মুখর ছিল মেলা।

ছুটির দিনে বইমেলায় ভিড়, বেড়েছে বিক্রিও

সরেজমিনে দেখা যায়, অন্যপ্রকাশ, শব্দশৈলী, পাঞ্জেরী, তাম্রলিপি, অনন্যা, ঐতিহ্য, বাতিঘর, অ্যাডর্ন, বেঙ্গল পাবলিশার্স, মাওলা ব্রাদার্স, প্রথমাসহ বিভিন্ন স্টলে ছিল বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। এসব স্টলে পছন্দের লেখককে ঘিরে দেখা গেছে সেলফি তোলার হিড়িক। বিক্রেতারাও ব্যস্ত ছিলেন বই বিক্রিতে।

তবে বিক্রেতারা জানান, শুরুর দিকে খুব একটা বেচাকেনা হয়নি। মেলায় আসা বেশির ভাগ দর্শনার্থীই বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বইয়ের মলাট উল্টেপাল্টে দেখেছেন আর নতুন নতুন বইয়ের খোঁজ নিয়েছেন, জেনেছেন দামও। তবে দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে বেচাবিক্রিও বেড়েছে বহুগুণ।

বিশ্বসাহিত্য ভবনের বিক্রয়কর্মী অহনা আক্তার বলেন, ‘মেলায় আজ লোকসমাগম প্রচুর। মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। তবে সেই আলোকে বিক্রি কম হচ্ছে। আবার এটাও ঠিক, মেলায় স্বাভাবিকভাবেই দর্শনার্থী বেশি থাকবে। এখন পর্যন্ত আজ মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।’

ছুটির দিনে বইমেলায় ভিড়, বেড়েছে বিক্রিও

সময় প্রকাশনের বিক্রয়কর্মী জাফর সাদমান বলেন, ‘মেলায় আজ  মানুষ বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও বেশি হচ্ছে। আশা করছি সামনে আরও বাড়বে। মানুষ আসুন,বই কিনুন, এটাই আমাদের প্রত্যাশা।’

ছুটির দিনে নতুন বই
শুক্রবার মেলায় নতুন বই এসেছে ২৬০টি। এর মধ্যে গল্পের বই ৩০টি, উপন্যাস ৪৬, প্রবন্ধ ১৩, কবিতা ৭৯, গবেষণা ৪, ছড়া ৮, শিশুসাহিত্য ১৮, জীবনী ৬, রচনাবলি ২, মুক্তিযুদ্ধ ৩, নাটক ৩, বিজ্ঞান ১, ভ্রমণ ৮, ইতিহাস ৫, রাজনীতি ১, চিকিৎসা ১, বঙ্গবন্ধু ১, রম্য ২, ধর্মীয় ৩, অনুবাদ ২, সায়েন্স ফিকশন ৬ ও অন্যান্য ১৮টি।

ছুটির দিনে বইমেলায় ভিড়, বেড়েছে বিক্রিও

নিয়মিত আয়োজন
মেলায় আজ ছিল শিশুপ্রহর। এটি বেলা ১১টায় শুরু হয়ে চলে ১টা পর্যন্ত। অমর একুশে ফেব্রুয়ারি উদযাপনের অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে ‘ক’ শাখায় ১৯৫, ‘খ’ শাখায় ১৮৩ এবং ‘গ’ শাখায় ৬৮ জন প্রতিযোগী অংশ নেয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন শিল্পী হাশেম খান।

এরপর সকাল সাড়ে ৯টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়। বিচারকের দায়িত্বে ছিলেন কাজী মদিনা, আনমুমান আরা ও নূরুল হাসনাত জিলান।

বিকাল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় শিল্পী সফিউদ্দীন আহমেদ এবং এস এম সুলতান জন্মশতবার্ষিকী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মল রানা এবং সৈয়দ নিজার। আলোচনায় অংশ নেন সুশান্ত কুমার অধিকারী, ইমাম হোসেন সুমন, নাসির আলী মামুন এবং নীরু শামসুন্নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনতাসীর মামুন।

ছুটির দিনে বইমেলায় ভিড়, বেড়েছে বিক্রিও

প্রাবন্ধিকদ্বয় বলেন, ‘বাংলাদেশের ছাপচিত্রের পথিকৃৎ এবং উপমহাদেশের স্বনামধন্য ছাপচিত্রী সফিউদ্দীন আহমেদ এ দেশের শিল্প আন্দোলনের সূতিকাগার গভর্নমেন্ট স্কুল অব আর্টের প্রতিষ্ঠাতাদের অন্যতম। তিনি সফল তেলরং শিল্পী, ছাপচিত্রী ও একজন স্বতন্ত্র বৈশিষ্ট্যে ভাস্বর শিক্ষক। জীবন ও কর্মে সাধনা, ভাব, বিলাসবর্জিত জীবনযাপন, সততা, শুদ্ধাচার, সংগীতানুরাগ, মুক্তদৃষ্টি, ধ্যান, শিল্পসাধনা তার ব্যক্তিত্বে যোগ করেছে নতুন মাত্রা।’

অন্যদিকে এস এম সুলতান শুধু চিত্রশিল্পীই ছিলেন না, তার স্বতন্ত্র দর্শন, রাজনীতি, সমাজ নন্দনভাবনা ছিল; যা একই সঙ্গে দেশ ও সময়ের চেয়ে অগ্রগামী। সুলতান আমাদের চিন্তা ও শিল্পচর্চায় ঔপনিবেশিকতার ছাপগুলো খুঁজে বের করেছেন, যা উপনিবেশায়নের প্রাথমিক শর্ত।

ছুটির দিনে বইমেলায় ভিড়, বেড়েছে বিক্রিও

আলোচকরা বলেন, ‘শিল্পী সফিউদ্দীন আহমেদ আমাদের আধুনিক শিল্পাচর্চার পথিকৃৎদের একজন। পরিপূর্ণ একাগ্রতা নিয়েই তিনি শিল্পসাধনায় আত্মনিয়োগ করেছিলেন। বাংলাদেশের শিল্পকলার ইতিহাস ছাপচিত্রের প্রাতিষ্ঠানিক পর্যায়ে উন্নীতকরণে শিল্পী সফিউদ্দীন আহমেদের অবদান অনস্বীকার্য। জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী এস এম সুলতান বাংলার লোকসংস্কৃতি ও জাতিসত্তার একজন ধারক হয়ে উঠেছিলেন। কোনও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত না থেকেও তিনি শিল্পচর্চার জগতে রেখে গেছেন অনন্য প্রতিভার স্বাক্ষর।’

সভাপতির বক্তব্যে মুনতাসীর মামুন বলেন, ‘শিল্পী সফিউদ্দীন আহমেদ এবং এস এম সুলতান আমাদের শিল্পকলার জগতে উজ্জ্বল দুই নক্ষত্র। সফিউদ্দীন আহমেদ প্রাতিষ্ঠানিকতার মধ্যে থেকে নিখুঁত কলাকৌশলের মাধ্যমে শিল্পচর্চা করে গেছেন। অন্যদিকে এস এম সুলতান শিল্পচর্চার দিক থেকে ছিলেন সাধারণ মানুষের কাছাকাছি, যে কারণে তার ছবির ভেতর আমরা নিজেদের খুঁজে পাই।’

ছুটির দিনে বইমেলায় ভিড়, বেড়েছে বিক্রিও

লেখক বলছি
এ অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন মৌলি আজাদ, সাগরিকা নাসরীন, সাহাদাত পারভেজ ও হুমায়ুন কবীর। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বায়তুল্লাহ কাদের, সঞ্জীব পুরোহিত, ফারহানা রহমান এবং কহ কহেন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ, নুরুজ্জামান, মাসুদ রানা, মাহমুদুল হাকিম তানতীর।

একাদশতম দিনের সময়সূচি
শনিবার (১১ ফেব্রুয়ারি) ১১তম দিনে মেলা শুরু হবে বেলা ১১টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। ১১টা থেকে ১টা পর্যন্ত মেলায় শিশুপ্রহর চলবে। এর আগে সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তেন শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিকাল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে আশরাফ সিদ্দিকী ও সাঈদ আহমদ স্মরণ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এ সময় প্রবন্ধ উপস্থাপন করবেন ইয়াসমিন আরা সাথী ও মাহফুজা হিলালী। আলোচনায় অংশ নেবেন উদয়শংকর বিশ্বাস, শামস আল দীন, রাপা রায় এবং আব্দুল হালিম প্রামাণিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুরশীদা বেগম।

/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
ভিড় বাড়ছে টুপি-আতর দোকানে
পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি করা যাবে না
ভাটা পড়েনি মিরপুরের রেস্তোরাঁগুলোয়
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!