X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

তাবলিগের আড়ালে ৬ বছর আত্মগোপনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৭

তাবলিগের দাওয়াতি কাজে যোগ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতো একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল ওয়াহেদ মণ্ডল (৭০)। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিল। পরিবারের সঙ্গে যোগাযোগে ব্যবহার করতো অন্যের নামে নিবন্ধন করা সিম।

গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকায় ছেলের বাসায় গেলে তাকে গ্রেফতার করে র‌্যাব-৩। একই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাহিজার রহমান ওরফে খোকাকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-৩ অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

আরিফ মহিউদ্দিন বলেন, গ্রেফতারকৃত ওয়াহেদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়। ১৯৭১ সালে গঠিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির ঘোষিত তালিকা অনুযায়ী আব্দুল ওয়াহেদ জামায়াত ইসলামীর গাইবান্ধা সদরের সদস্য সচিব ছিল। তার বাবা আব্দুল জব্বারও একই মামলার মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি। জব্বার গাইবান্ধা সদর এলাকার শান্তি কমিটি এবং সশস্ত্র রাজাকার বাহিনীর প্রধান সংগঠক ছিল। পিতার সঙ্গে মিলে আব্দুল ওয়াহেদ ও তার ভাই দুজনেই শান্তি কমিটির সক্রিয় সদস্য হিসেবে এলাকায় লুটপাট ও বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম চালায়।

র‌্যাব-৩ অধিনায়ক বলেন, ১৯৭১ সালের ১ জুন ওয়াহেদ তার বাবা-ভাই ও সঙ্গীসহ পাকিস্তান আর্মিকে নিয়ে গাইবান্ধা সদর থানার বিষ্ণুপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালায়। ওই এলাকার প্রায় অর্ধশত বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ, অপহরণসহ বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে পরিবারগুলোকে দেশ ত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য করে। এ ঘটনায় ২০০৯ সালে গাইবান্ধা নিম্ন আদালতে আব্দুল ওয়াহেদসহ পাঁচ জনকে আসামি করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন আব্দুর রউফ। পরে ২০১৪ সালে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

বিচারিক প্রক্রিয়া শুরু হলে আব্দুল ওয়াহেদসহ আসামিরা ২০১৬ সাল পর্যন্ত জামিনে থাকে। সে বছর জামিনের মেয়াদ শেষ হলে পুনরায় জামিনের আবেদন নামঞ্জুর হলে তারা পালিয়ে যায়। ২০১৯ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঁচ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। রায় হওয়ার পর পলাতক অবস্থায় দুই আসামি আব্দুর জব্বার ও রঞ্জু মিয়া মারা যায়। সেই থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহিজার রহমান ও মোন্তাজ আলী পলাতক রয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানিতে হাজিরা না দেওয়ায় আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপরই নিজ এলাকা ছেড়ে ঢাকায় চলে আসে এবং সাভার এলাকায় কিছু দিন আত্মগোপনে থাকে। তারপর যোগ দেয় তাবলিগে। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিল। এ সময় পরিবারের সঙ্গে যোগাযোগ করতো অন্যের রেজিস্ট্রেশন করা সিম দিয়ে।

জাহিজার রহমান ওরফে খোকার বিষয়ে র‌্যাব-২ অধিনায়ক (সিও) ডিআইজি আনোয়ার হোসেন বলেন, রাজাকার বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে জাহিজার রহমান মানবতাবিরোধী কাজে সরাসরি যুক্ত ছিল। এ ছাড়া সে-সহ অন্য যুদ্ধাপরাধীরা যুদ্ধকালীন রাজাকার, আলবদর এবং শান্তি কমিটির সক্রিয় সদস্য ছিল। তারা একাত্তরের ১৮ অক্টোবর পাকিস্তানিদের পক্ষ নিয়ে গাইবান্ধা সদর এলাকার সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামসহ ৮টি গ্রামের ১৪ জন নিরীহ মানুষকে হত্যা করে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা ওমর ফারুক, ইসলাম উদ্দিন ও নবীর হোসেনসহ ৭ জন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে গিয়েও হত্যা করেছে জাহিজার ও তার সঙ্গীরা। মোট ২১ জনকে হত্যা, শতাধিক বাড়িঘর লুটপাটের পর অগ্নিসংযোগ এবং কয়েকটি গ্রামের সাধারণ মানুষের ওপর নৃশংসভাবে হামলা চালায় তারা। এ ছাড়া সাহাপাড়া ইউনিয়নের তিন থেকে চারশ’ সংখ্যালঘুকে দেশ ত্যাগে বাধ্য করেন জাহিজার।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামি জাহিজার রহমান ওরফে খোকা জানায়, ২০১৬ সাল পর্যন্ত জামিনে থাকার পর আদালত কর্তৃক জামিন নামঞ্জুর হলে সে আত্মগোপনে চলে যায়। তার ছেলেরা আর্থিকভাবে সচ্ছল হওয়ায় তাকে নিয়মিত অর্থসহায়তা করতো।

/এএইচ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে
রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
আ.লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেফতার 
সর্বশেষ খবর
এসএমই খাত উন্নয়নে প্রয়োজন নীতি সহায়তা, জমা পড়েছে ১৪০ প্রস্তাব
এসএমই খাত উন্নয়নে প্রয়োজন নীতি সহায়তা, জমা পড়েছে ১৪০ প্রস্তাব
মিশরের সঙ্গে শিগগিরই পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মিশরের সঙ্গে শিগগিরই পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনেক নাটকীয়তার পর অবশেষে জাপানের সঙ্গে এফওসি হচ্ছে
অনেক নাটকীয়তার পর অবশেষে জাপানের সঙ্গে এফওসি হচ্ছে
ব্রাজিলে ব্যক্তিগত বিমানের পাশাপাশি আনচেলত্তি পাবেন বড় অঙ্কের বেতন
ব্রাজিলে ব্যক্তিগত বিমানের পাশাপাশি আনচেলত্তি পাবেন বড় অঙ্কের বেতন
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি