অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক উজ্জল জিসানের প্রথম বই ‘হেমলতা’। বাস্তব ঘটনা অবলম্বনে লেখা এই উপন্যাসটি নিয়ে কথা বলেছেন বাংলা ট্রিবিউনের সঙ্গে। সাক্ষাৎকারে উঠে এসেছে বইটির নানা দিক। উঠে এসেছে মেলা ও পাঠকের প্রসঙ্গও।
বাংলা ট্রিবিউন: আপনার বই সম্পর্কে কিছু বলুন?
উজ্জল জিসান: এবারের বইমেলায় এসেছে আমার লেখা উপন্যাস ‘হেমলতা’। এটি আমার প্রথম বই। একটি মেয়েকে কেন্দ্র করেই এই উপন্যাস। মেয়েটির প্রকৃত নাম হৈম। জেলখানায় থেকে সে লতার মতো শুকিয়ে যায়। সে বিষয়টি থেকেই হেমলতা নামকরণ।
বাংলা ট্রিবিউন: জেলখানার বিষয়টি বললেন। তাহলে কি এটি থ্রিলারধর্মী উপন্যাস?
উজ্জল জিসান: আসলে তা নয়। এটি বাস্তবজীবনের গল্প অবলম্বনে লেখা উপন্যাস। এখানে মূলত একজন নারীকে কীভাবে সমাজ, রাষ্ট্র, আইন, পরিবার নির্যাতন করে তার জীবন দুর্বিষহ করে তুলেছে; সেই গল্প উঠে এসেছে। এছাড়াও জেলখানায় রেখেও কীভাবে বাইরে থেকে তাকে নির্যাতন করা যায় সেই চিত্রও ফুটে উঠেছে।
বাংলা ট্রিবিউন: জেলখানার গল্প আপনি কীভাবে পেলেন?
উজ্জল জিসান: ২০০৭ সালের ঘটনা। আমি তখন মাস্টার্সের শিক্ষার্থী। তত্ত্বাবধায়ক সরকারের আমলে হাঙ্গার প্রজেক্টের আওতায় সেসময় আমি ২১ দিন জেল খানায় গিয়েছিলাম। সেখানেই দেখা হয় আমার উপন্যাসের চরিত্র হৈম এবং সিকান্দারের সঙ্গে। এই ২১ দিন আমি কাজের ফাঁকে তাদের গল্প শুনেছি। এরমধ্যে অবশ্য হৈমের সঙ্গে কথা হয়েছে মাত্র দুদিন। আর সিকান্দারের সঙ্গে ১৯ দিন। উপন্যাসটি মূলত তাদের মুখের বয়ান।
বাংলা ট্রিবিউন: এবার বইমেলায় এসে আপনার কেমন লাগছে?
উজ্জল জিসান: এবার বইমেলায় এসে খুবই ভালো লাগছে। কেননা এর আগে এতো জাঁকজমকপূর্ণ বইমেলা আগে কখনও দেখিনি। গত দুবছর করোনার কারণে যদিও তেমন একটা ভালো পরিবেশ ছিল না মেলায়। ২০২২-এ অবশ্য কিছু ভালো ছিল। তবে এবারের যে চিত্র তা ইতিপূর্বে বইমেলায় দেখা যায়নি। এবার শুধু শুক্রবার-শনিবার নয়, সপ্তাহের অন্যদিনগুলোতেও তরুণ-তরুণীরা আসছে। যদিও কতোটা বই কিনছে তা জানি না। তবে এটি ভালো দিক যে তারা আসছে।
বাংলা ট্রিবিউন: বইমেলা নিয়ে আপনার প্রত্যাশা কী?
উজ্জল জিসান: বইমেলা নিয়ে প্রত্যাশা বরাবরের মতোই, মেলায় এসে সবাই বই কিনুক। আমাদের যে ভাষা, সেই বাংলা ভাষার মেলা কিন্তু এটি। মানুষ যেন বাংলার ভাষার বই কিনে পড়তে পারে সেবিষয়ে বাংলা একাডেমিসহ সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়া উচিত। এছাড়াও বাংলা একাডেমির আর কী কাজ আছে সেগুলো করা উচিত। এই যে কাগজের দাম বৃদ্ধির কারণে বইয়ের দাম বৃদ্ধি ফেলো, এরজন্য কোনও পদক্ষেপ নেওয়া যায় কিনা দেখা উচিত। যাতে করে সবাই বই কিনে পড়তে পারে।
বাংলা ট্রিবিউন: এবার মেলায় কোনও অসঙ্গতি আপনার চোখে পড়েছে কিনা?
উজ্জল জিসান: না, এবার মেলায় কোনও ধরনের অসঙ্গতি চোখে পড়েনি।
বাংলা ট্রিবিউন: লেখক হিসেবে পাঠকের প্রতি আপনার কী বলার আছে?
উজ্জল জিসান: লেখক হিসেবে আমি পাঠকদের বলবো আপনারা সুস্থ মানসিকতার বই কিনুন। আমরা যদি ২০১০ থেকে ১২ সালের সময়টার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো; সেসময় মেলায় কিছু মানহীন বইও মেলায় এসেছে। পাঠকদের দায়িত্ব রয়েছে, তারা যেন সে ধরনের বই না কেনেন। একটি বিষয় হলো, পাঠকের আগ্রহ বাড়লেই কিন্তু লেখকরা বই লিখবেন। যেহেতু সুস্থ বই আছে, সুস্থ বই লেখার লেখক আছেন; আপনারা সুস্থধারার বই কিনুন।