X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

‘যেভাবেই চিঠি আসুক, বাড়তি নিরাপত্তায় প্রশাসন’

কবির হোসেন
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৪

অমর একুশে গ্রন্থমেলার মাত্র চার দিন বাকি। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বোমা হামলার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে। এর জেরে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে মেলা প্রাঙ্গণ ও চারপাশে নিরাপত্তা জোরদার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে প্রশাসন।

শুক্রবার বিকালে দেখা গেছে, মেলার প্রবেশ গেটে অন্যান্য দিনের চেয়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশেও টহল দিচ্ছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে প্রস্তুত রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সরঞ্জাম ও গাড়ি। এ ছাড়া আজ সকালে বইমেলা শুরুর আগে ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ইউনিট।

এদিকে র‌্যাব বলছে, উড়ো চিঠি কিংবা যেভাবে চিঠি আসুক না কেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে তারা। র‌্যাবের পক্ষে থেকেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেলায় প্রবেশে প্রত্যেককে বিশেষভাবে তল্লাশি করছে র‌্যাব।

‘যেভাবেই চিঠি আসুক, বাড়তি নিরাপত্তায় প্রশাসন’

এ ছাড়া অন্যান্য দিনের মতো সোহরাওয়ার্দী উদ্যানে মেলার গেটের পাশে হকারদের ভিড় থাকলেও আজ তা চোখে পড়েনি। বিশেষ নিরাপত্তার জন্য মেলায় আসা দর্শনার্থী ছাড়া কোনও হকার ব্যবসায়ীদের বসতে দেওয়া হচ্ছে না।

শাহবাগ থানার উপপরিদর্শক আরিফ নেওয়াজ ১৬ সদস্যের একটি দল নিয়ে নিরাপত্তার দায়িত্বে আছেন সোহরাওয়ার্দী উদ্যানে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্ধারিত গেট ছাড়াও টিনের ভেড়া ভেঙে অনেকে প্রবেশ করার চেষ্টা করেছে। এভাবে যেন কেউ ঢুকতে না পারে, আমরা তা দেখছি। এ ছাড়া কোনও হকার যেন বসতে না পারে, এ বিষয়গুলো নজরে রাখছি।’

র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বরাবর জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি উড়ো চিঠি আসে। উড়ো চিঠি কিংবা কেউ দুষ্টুমি করে পাঠাক না কেন, বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি এবং কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। মেলায় আসা প্রত্যেককে বিশেষ তল্লাশির আওতায় আনা হয়েছে।’

মেলার নিরাপত্তা নিয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ বলেন, ‘মাওলানা মো. সাইফুল ইসলাম নামে সই করা ওই চিঠিতে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে শাহবাগ থানায় জিডি করা হয়েছে। জিডির সূত্র ধরে এ বিষয়ে তদন্তের জন্য ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে বলা হয়েছে। তারা গুরুত্ব দিয়ে কাজ করছে। মেলায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’

‘যেভাবেই চিঠি আসুক, বাড়তি নিরাপত্তায় প্রশাসন’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘প্রতিদিনই আমাদের একটি টিম মেলায় নিরাপত্তা দিয়ে যাচ্ছে। যেহেতু নতুন করে একটি বিষয় সামনে এসেছে, এ জন্য আজ আমরা সেখানে পুলিশের সংখ্যা আরও বাড়িয়েছি। হামলার বিষয়টি নিয়ে শঙ্কার কোনও কারণ নেই।’ সবাইকে মেলায় আসার আহ্বান জানান তিনি।

এর আগে গতকাল বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে ডাকযোগে ওই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তারা নিজেদের আনসার আল ইসলাম বলে দাবি করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, যাত্রাবাড়ীর একটি হোটেলে অবৈধ কার্যকলাপ সংঘটিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এসব বিষয় বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তা না হলে অমর একুশে বইমেলায় হামলা চালানো হতে পারে।

/এনএআর/
সম্পর্কিত
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলায় প্রতিবেদন ১০ জুন
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
নব্য জেএমবি’র সদস্য মিলনের দোষ স্বীকার
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার