X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সম্পত্তিতে নারী-পুরুষের সমতা না থাকলে কখনও সমতা আসবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ১৬:৩৬আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৬:৩৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী-পুরুষের সমতা, প্রযুক্তি ও উদ্ভাবনে নারীর অংশগ্রহণের পাশাপাশি অভিভাবক হিসেবে নারীকে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে ‘প্রযুক্তি ও উদ্ভাবনীতে সম্ভাবনার বাংলাদেশ গড়ি, নারী-পুরুষের সমতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখি’ প্রতিপাদ্য মূল রেখে এক আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান।

অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস বাংলাদেশ (এডাব), বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র এবং বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) আয়োজনে অনুষ্ঠিত হয় এ সভা।

সভায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক নারীদের প্রযুক্তি ও সম্পত্তি নিয়ে বলেন, ৮ মার্চ উদযাপনের আজ ১১৩ বছর হয়ে গেল, কিন্তু এখনও আমরা বলছি যে আমরা অনেক কিছু পাইনি। নারীরা প্রযুক্তিতে অনেক পিছিয়ে আছে। নারীরা কিন্তু গণিত ভয় পায়, সায়েন্স ভয় পায়— এসব করা যাবে না। বিজ্ঞানে, প্রযুক্তিতে তাদের এগিয়ে আসতে হবে। প্রযুক্তি জানা থাকলে নারীরা অনেক দূর এগিয়ে যেতে পারবে।

তিনি আরও বলেন, নারী-পুরুষের সমতা তখনই আসবে, যখন নারী-পুরুষের সম্পত্তির হিসাবে সমতা আসবে। তা না হলে কিছু এগোবে না। তাই নারী-পুরুষের সম্পদের অধিকার সমান করতে হবে।

অভিভাবক হিসেবে নারীদের স্বীকৃতি নিয়ে তিনি বলেন, আমাদের দেশে কিন্তু মা অভিভাবক হতে পারে না। মা কেন অভিভাবক হতে পারবে না? তাই বলছি আমাদের চিন্তার সমতা করা দরকার। আমরা সবাই মানুষ, যখন এ চিন্তা নারী-পুরুষ সবাই ভাবতে পারবে, তখনই সমাজ বদলাবে।

বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ড. মালেকা বানু বলেন, করোনার সময় কিন্তু প্রযুক্তি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এখন কিন্তু প্রযুক্তি ছাড়া আমরা কল্পনা করতে পারি না। আমাদের উন্নতি করতে গেলে প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। প্রযুক্তি সম্পর্কে এবং এর ব্যবহার আমাদের জানতে হবে।

তিনি আরও বলেন, নারীর শরীরের ওপর নিজের নিয়ন্ত্রণ থাকতে হবে। নারীর শরীর কীভাবে ব্যবহার হবে, সে সিদ্ধান্ত নারীকেই নিতে দিতে হবে। একই সঙ্গে সম-অধিকার সম্পর্কে কিন্তু স্বচ্ছ ধারণা থাকতে হবে। দেশের প্রধানমন্ত্রী, স্পিকার বা মন্ত্রী কিংবা পৃথিবীতে কতজন নারী রাষ্ট্রপ্রধান আছেন, তা দিয়ে সমতা বোঝা যাবে না। আমরা যদি নারী-পুরুষের বৈষম্য দূর করতে পারি, তবেই সমতা আসবে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডাবের সদস্য সচিব কাজী বেবী।

এডাবের চেয়ারপারসন আব্দুল মতিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি এনামুল কবীর রুপম, গ্রাম কিকাশ সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
এই কনটেন্ট আপনি কেন বিশ্বাস করছেন
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!