X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ধর্ষণ-হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৩, ২০:০২আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২০:০২

হত্যা ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলমগীর অরফে আল-আমীনকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। শনিবার (১৮ মার্চ) রংপুর সদর থানার সিইও বাজার সংলগ্ন কেল্লাবণ্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (১৯ মার্চ) বিকালে এটিইউর মিডিয়া শাখার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রংপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় পৃথক দুটি মামলায় গত ২৪ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক রোকনুজ্জামান আসামিদের যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। ওই মামলার প্রধান আসামি আবুজার (২১)। এছাড়া তার সহযোগী আব্দুল করিম (২২), নাজির হোসেন (২৫), আমিনুর রহমান (২২) ও আলমগীর অরফে আল-আমিন (২০)। যাবজ্জীবন কারাদণ্ডসহ তাদের সবাইকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেন আদালত। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত থাকলেও আল-আমিন পলাতক ছিল।

এসপি মোহাম্মদ আসলাম খান জানান, প্রধান আসামি আবুজারের সঙ্গে ভুক্তভোগী তরুণীর দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই তরুণী বিভিন্ন সময় বিয়ের কথা বললে আবুজার টালবাহানা করে। পরে বিষয়টি আবুজারের বাবা-মাসহ গ্রামাবাসীকে জানিয়ে দেবে বললে তাকে হত্যার পরিকল্পনা করে আবুজার। ২০১৫ সালের ১৪ মে আবুজার কৌশলে তাকে বাড়ি থেকে ডেকে নির্জন স্থানে নিয়ে যায়। এরপর আবুজার ও তার বন্ধুরা ওই তরুণীকে ধর্ষণ করে। দেশি অস্ত্র দিয়ে হত্যা তাকে করে বাড়ির পাশের ক্ষেতে লাশ ফেলে পালিয়ে যায়।

তিনি বলেন, ‘২০১৫ সালের ১৫ মে ওই ঘটনায় গঙ্গাচড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে ভুক্তভোগীর বাবা আইয়ুব আলী। গ্রেফতার আল-আমিন দীর্ঘ ৮ বছর রংপুরসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। এছাড়া নিজের নাম-পরিচয় গোপন করে বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল।’

 

 

/এএইচ/আরকে/
সম্পর্কিত
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
‘আমার মা মারা গেছে, গ্রেফতার করবেন না, একদিন সময় দেন’
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি