X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ধর্ষণ-হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৩, ২০:০২আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২০:০২

হত্যা ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলমগীর অরফে আল-আমীনকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। শনিবার (১৮ মার্চ) রংপুর সদর থানার সিইও বাজার সংলগ্ন কেল্লাবণ্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (১৯ মার্চ) বিকালে এটিইউর মিডিয়া শাখার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রংপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় পৃথক দুটি মামলায় গত ২৪ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক রোকনুজ্জামান আসামিদের যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। ওই মামলার প্রধান আসামি আবুজার (২১)। এছাড়া তার সহযোগী আব্দুল করিম (২২), নাজির হোসেন (২৫), আমিনুর রহমান (২২) ও আলমগীর অরফে আল-আমিন (২০)। যাবজ্জীবন কারাদণ্ডসহ তাদের সবাইকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেন আদালত। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত থাকলেও আল-আমিন পলাতক ছিল।

এসপি মোহাম্মদ আসলাম খান জানান, প্রধান আসামি আবুজারের সঙ্গে ভুক্তভোগী তরুণীর দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই তরুণী বিভিন্ন সময় বিয়ের কথা বললে আবুজার টালবাহানা করে। পরে বিষয়টি আবুজারের বাবা-মাসহ গ্রামাবাসীকে জানিয়ে দেবে বললে তাকে হত্যার পরিকল্পনা করে আবুজার। ২০১৫ সালের ১৪ মে আবুজার কৌশলে তাকে বাড়ি থেকে ডেকে নির্জন স্থানে নিয়ে যায়। এরপর আবুজার ও তার বন্ধুরা ওই তরুণীকে ধর্ষণ করে। দেশি অস্ত্র দিয়ে হত্যা তাকে করে বাড়ির পাশের ক্ষেতে লাশ ফেলে পালিয়ে যায়।

তিনি বলেন, ‘২০১৫ সালের ১৫ মে ওই ঘটনায় গঙ্গাচড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে ভুক্তভোগীর বাবা আইয়ুব আলী। গ্রেফতার আল-আমিন দীর্ঘ ৮ বছর রংপুরসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। এছাড়া নিজের নাম-পরিচয় গোপন করে বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল।’

 

 

/এএইচ/আরকে/
সম্পর্কিত
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!