X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

র‌্যাব ডিজি পদক পেলেন ৮৫ জন, প্রথমবারের মতো পুরস্কার পেলো কুকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৩, ১৫:৫৭আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৬:৩১

আভিযানিক কার্যক্রমে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক পদক পেয়েছেন বাহিনীর ৮৫ জন সদস্য। এছাড়া এবারই প্রথম ডগ স্কোয়াডের কোনও কুকুরকে পদক দেওয়া হলো।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‌্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে র‌্যাব মহাপরিচালকের দরবার অনুষ্ঠিত হয় আজ সোমবার (২০ মার্চ)। রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে শহীদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ মেমোরিয়াল হলে এই দরবার অনুষ্ঠিত হয়। সেখানে বাহিনীতে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ৮৫ জন র‌্যাব সদস্যকে পদক পরিয়ে দেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। এবার সাহসিকতায় বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ৩৫ জন। আর সেবায় বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ৫০ র‌্যাব সদস্য। এর বাইরে প্রথমবারের মতো ডগ স্কোয়াডের কোনও কুকুরকে পদক দেওয়া হয়। 

পদকপ্রাপ্ত ডগ চিতা

গত ৭ মার্চ রাজধানীর সিদ্দিকবাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় উদ্ধার কার্যক্রমে র‌্যাব সদস্যদের পাশাপাশি র‌্যাব ডগ স্কোয়াডের তিনটি টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সেখানে উদ্ধারকাজে সৈনিক (ড্রেসার) সজিব মিয়া পরিচালিত ডগ চিতা তিন ব্যক্তির মৃতদেহের অবস্থান শনাক্ত করে। এই কাজের স্বীকৃতিস্বরূপ চিতাকে র‌্যাব মহাপরিচালক বিশেষ সম্মাননা (বীরত্বপূর্ণ) পদকে ভূষিত করেছেন। বাংলাদেশে জন্ম নেওয়া ল্যাবরেডর জাতের কুকুর চিতার বয়স তিন বছর।

আভিযানিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ উত্তরা কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ মেমোরিয়াল হলে তাদের পদক পরিয়ে দেওয়া হয়। এর আগে তিনি শহীদ র‌্যাব সদস্যদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বাহিনীর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

/এএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া শিশুকে উদ্ধার করেছে র‍্যাব
র‌্যাব বিলুপ্ত নাকি পুনর্গঠন, সিদ্ধান্তে কমিটি
কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্যের মৃত্যু
সর্বশেষ খবর
১৬১ টাকা লিটার দরে রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত
১৬১ টাকা লিটার দরে রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি