X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৩, ১৭:৫৯আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৭:৫৯

রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে হৃদওয়ান ইসলাম বিভোর (১১) নামে এক শিশুকে হত্যার দায়ে আসামি আল আমিনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় আল আমিনের বাবা আব্দুল মান্নান মুন্সিকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২০ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৮ এর বিচারক সৈয়দা হাফছা ঝুমা এ রায় ঘোষণা করেন।

রায়ের আদেশে বিচারক বলেন, আসামি আল আমিনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডসহ ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো। ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ প্রদান করা হলো। অন্যদিকে, আসামি মান্নান মুন্সির বিরুদ্ধে গঠিত দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে ওই অভিযোগের দায় থেকে বেকসুর খালাস প্রদান করা হলো। তার বিরুদ্ধে অপর কোনও অভিযোগ না থাকলে অবিলম্বে তাকে মুক্ত করে দেওয়া হোক। এদিন রায় ঘোষণার সময় দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, বাদী নজরুল ইসলাম বাবুর বাড়ি পুনর্নির্মাণে বাধা দেওয়ায় আসামিদের সঙ্গে আগেই বিরোধ ছিল। এটাকে কেন্দ্র করে ২০১৭ সালের ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় বাদীর বাসার সামনে তার ছেলে হৃদওয়ান ইসলাম বিভোর (১১) খেলা করা অবস্থায় আসামি আল আমিন এলোপাতারিভাবে কিল-ঘুষি মারে। একপর্যায়ে আসামি আল আমিন তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে বিভোরকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওইদিন রাতে নজরুল ইসলাম বাবু যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক কে এম আজিজুল হক ২০১৭ সালের ১৯ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে আল আমিন ও তার বাবা আব্দুল মান্নান মুন্সিকে অভিযুক্ত করা হয়। সাক্ষী করা হয় ২৭ জনকে। পরবর্তীতে বিচার চলাকালে এ মামলায় ১৫ জন সাক্ষ্য দেন।

/এমকেআর/এমএস/
সম্পর্কিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিবসহ ৪৫ আসামি খালাস
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি