X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আরাভকে দেশে ফিরিয়ে আনতে ‘কোনও বাধা নেই’

রিয়াদ তালুকদার
২৩ মার্চ ২০২৩, ১২:০০আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৩:৩৫

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলাম আপনকে দেশে ফিরিয়ে আনতে কোনও বাধা নেই। পুলিশের একটি সূত্র এ তথ্য জানিয়ে বলছে, বাংলাদেশের পাসপোর্টধারী না হলেও পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত কাগজপত্র ইন্টারপোলে পাঠানো হয়েছে। এরইমধ্যে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। তাকে যেকোনও সময় দুবাই থেকে দেশে ফেরত আনা হবে।

সূত্রটি জানিয়েছে, আরাভ খান বর্তমানে ভারতীয় পাসপোর্ট ব্যবহার করছে এবং দুবাইয়ের রেসিডেন্ট কার্ড পেয়েছে। তবে আরাভ খান যে বাংলাদেশে পুলিশ সদস্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত; এ বিষয়ে সংশ্লিষ্ট কাগজপত্র ইন্টারপোলে পাঠানো হয়েছে। ইন্টারপোল এসব বিষয়ে অবগত হয়ে রেড নোটিশ জারি করেছে। বাংলাদেশের পাসপোর্টধারী না হলেও অপরাধী হিসেবে চিহ্নিত করে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে কাজ করছে বাংলাদেশ পুলিশ সদর দফতরের এনসিবি শাখা। ইন্টারপোল এবং দুবাই পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এনসিবির কর্মকর্তারা। ইন্টারপোল এবং দুবাই পুলিশের সাথে সমন্বয় করে কোন প্রক্রিয়ায় আরাভকে বাংলাদেশে আনা হবে— এসব বিষয়ে এনসিবির কর্মকর্তারা কাজ করছেন।

সূত্রটি আরও জানায়, রেড নোটিশ জারির পর থেকেই দুবাই পুলিশের নজরদারিতে রয়েছে আরাভ খান। দুবাই থেকে যেন অন্য কোথাও পালিয়ে যেতে না পারেন, সে ব্যাপারেও নজরদারি বাড়িয়েছে সেই দেশের পুলিশ। এসব বিষয় দুবাইয়ের বাংলাদেশের দূতাবাস খোঁজখবর রাখছে।

এছাড়া আরাভ খান মাত্র কয়েক বছরে কীভাবে এত বিশাল সম্পত্তির মালিক হয়েছে, এর পেছনে কারা রয়েছে; এসব বিষয় খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া হত্যাকাণ্ডের পর বাংলাদেশ থেকে সে কীভাবে ভারতে পালিয়ে গেছে, ভারতে পাসপোর্ট তৈরি করে আবার কীভাবে বাংলাদেশ ঘুরে গেছে, এসব বিষয়ও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সূত্রটি জানিয়েছে, দেশে এসে ঘুরে যাওয়ার পেছনে পুলিশ পরিদর্শক পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তা তাকে সহায়তা করেছেন বলে তথ্য পাওয়া গেছে। 

এদিকে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার চার্জশিট দেওয়া হলেও মামলাটি পুনর্তদন্তের জন্য আবেদন করা হবে বলেও জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মনজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ডকুমেন্টস এর ভিত্তিতে ইন্টারপোল এরই মধ্যে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল এবং দুবাই পুলিশের সঙ্গে সমন্বয় করে এনসিবি শাখা কাজ করছে।’

/ইউএস/
সম্পর্কিত
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ধীরে ধীরে সচল হচ্ছে দুবাই বিমানবন্দর
রেকর্ড বৃষ্টিতে টানা তৃতীয় দিনের মতো পানির নিচে দুবাই
সর্বশেষ খবর
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী