X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সবাই মিলে বাংলাদেশ, সবাইকে নিয়ে ইফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৩, ২১:২৩আপডেট : ২৪ মার্চ ২০২৩, ২১:২৩

রাজধানীর কাওরানবাজার এটিএন নিউজের কার্যালয়ের সামনে আজ প্রথম ইফতারের সময়টা ছিল অন্য রকম। সামনের খালি জায়গায় শামিয়ানা টানানো, ভেতরে-বাইরের পর্দায় বড় করে লেখা: ‘সবাই মিলে বাংলাদেশ’।

যেখানে ঠিক ইফতারের আগ মুহূর্তে জড়ো হয়েছেন শত শত মানুষ। কে নেই ওখানে—পেশাজীবী থেকে দুস্থ, ছিন্নমূল লেখক, অধ্যাপক সাংবাদিক—সবাই এক কাতারে বসছেন। উদ্দেশ্য, একসঙ্গে ইফতার।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর এই ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারে দেখা যায় এই চিত্র। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় গত কয়েক বছর এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ করছেন এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৪০ জন স্বেচ্ছাসেবী আনন্দের সঙ্গে এখানে ইফতারি পরিবেশন করছেন।

সবাই মিলে বাংলাদেশ, সবাইকে নিয়ে ইফতার

সবার জন্য ইফতারের মেন্যু একই—চিকেন বিরিয়ানি সঙ্গে ডিম, খেজুর, এক বোতল বিশুদ্ধ পানি, শরবত, পানীয় কোক, মিষ্টি সেমাই। সবাই এককাতারে বসে ধৈর্য ধরে সুশৃঙ্খলভাবে করলেন ইফতার।

কাওরান বাজারে দৈনিক শ্রমিক হিসেবে কাজ করেন শহীদ মিয়া, গত বছর রমজান মাসে প্রতিদিন ইফতার করেছেন এখানে এসে। এবারও প্রথমে ইফতারে এসে হাজির তিনি।

শহীদ বলেন, যখন থেকে এখানে ইফতার শুরু হয়েছে, তখন থেকে আমি এখানে ইফতার করি। অনেক সম্মান করে আমাদের ইফতারি দেওয়া হয়। কোনও ঝামেলা নেই।

তার মতো আব্দুল্লাহ, হাফিজ, সোহেল মিয়া এমন অনেক ইফতার করছেন সেখানে।

সবাই মিলে বাংলাদেশ, সবাইকে নিয়ে ইফতার

অনুষ্ঠানের একজন স্বেচ্ছাসেবী আফিয়া আনজুম বলেন, রংপুর থেকে এক মাসের জন্য ঢাকায় এসেছি। প্রতিদিন ইফতারে পরিবেশনায় কাজ করবো। আমরা যতই পরিশ্রম করি না কেন, যখন গরিব মানুষের মুখে হাসি দেখি, তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। ভালোবেসেই এসবের সঙ্গে থাকা।

এ প্রসঙ্গে এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা বাংলা ট্রিবিউন বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শৃঙ্খলা। ছিন্নমূল থেকে যারা ইফতার করতে আসছেন, সবই শৃঙ্খলা মানছেন। তারা আমাদের কাছে শিখছে শুধু তা না, আমরাও তাদের কাছে শিখছি। এখন তারা এসে নিজের কাজ করছেন অত্যন্ত সুন্দরভাবে। এটাই সবাই মিলে বাংলাদেশ।

পবিত্র রমজানের প্রথমে দিনের ইফতারে হাজির হয়েছিলেন সাবেক অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। আলাদা নয়, ছিন্নমূল ও পথশিশুদের সঙ্গে বসে ইফতার করেছেন তিনি। স্বেচ্ছাসেবী হয়ে কাজও করেছেন।

জাফর ইকবাল বলেন, এমন সুন্দর মুহূর্ত আর কি হতে পারে? তারা ভালো থাকলে সবাই ভালো থাকবে, দেশ ভালো থাকবে।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
আড়াই শতাধিক মানুষের তৃষ্ণা মেটালেন জবি শিক্ষার্থীরা
২৭ বছর পর বাড়ি ফিরলেন শাহীদা, পূরণ হয়নি যে আশা
পেনশনের টাকা নিয়ে গেছে একমাত্র ছেলে, বৃদ্ধাশ্রমে চোখের জলে ঈদ কাটলো নিঃস্ব মায়ের
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা