X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সবাই মিলে বাংলাদেশ, সবাইকে নিয়ে ইফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৩, ২১:২৩আপডেট : ২৪ মার্চ ২০২৩, ২১:২৩

রাজধানীর কাওরানবাজার এটিএন নিউজের কার্যালয়ের সামনে আজ প্রথম ইফতারের সময়টা ছিল অন্য রকম। সামনের খালি জায়গায় শামিয়ানা টানানো, ভেতরে-বাইরের পর্দায় বড় করে লেখা: ‘সবাই মিলে বাংলাদেশ’।

যেখানে ঠিক ইফতারের আগ মুহূর্তে জড়ো হয়েছেন শত শত মানুষ। কে নেই ওখানে—পেশাজীবী থেকে দুস্থ, ছিন্নমূল লেখক, অধ্যাপক সাংবাদিক—সবাই এক কাতারে বসছেন। উদ্দেশ্য, একসঙ্গে ইফতার।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর এই ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারে দেখা যায় এই চিত্র। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় গত কয়েক বছর এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ করছেন এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৪০ জন স্বেচ্ছাসেবী আনন্দের সঙ্গে এখানে ইফতারি পরিবেশন করছেন।

সবাই মিলে বাংলাদেশ, সবাইকে নিয়ে ইফতার

সবার জন্য ইফতারের মেন্যু একই—চিকেন বিরিয়ানি সঙ্গে ডিম, খেজুর, এক বোতল বিশুদ্ধ পানি, শরবত, পানীয় কোক, মিষ্টি সেমাই। সবাই এককাতারে বসে ধৈর্য ধরে সুশৃঙ্খলভাবে করলেন ইফতার।

কাওরান বাজারে দৈনিক শ্রমিক হিসেবে কাজ করেন শহীদ মিয়া, গত বছর রমজান মাসে প্রতিদিন ইফতার করেছেন এখানে এসে। এবারও প্রথমে ইফতারে এসে হাজির তিনি।

শহীদ বলেন, যখন থেকে এখানে ইফতার শুরু হয়েছে, তখন থেকে আমি এখানে ইফতার করি। অনেক সম্মান করে আমাদের ইফতারি দেওয়া হয়। কোনও ঝামেলা নেই।

তার মতো আব্দুল্লাহ, হাফিজ, সোহেল মিয়া এমন অনেক ইফতার করছেন সেখানে।

সবাই মিলে বাংলাদেশ, সবাইকে নিয়ে ইফতার

অনুষ্ঠানের একজন স্বেচ্ছাসেবী আফিয়া আনজুম বলেন, রংপুর থেকে এক মাসের জন্য ঢাকায় এসেছি। প্রতিদিন ইফতারে পরিবেশনায় কাজ করবো। আমরা যতই পরিশ্রম করি না কেন, যখন গরিব মানুষের মুখে হাসি দেখি, তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। ভালোবেসেই এসবের সঙ্গে থাকা।

এ প্রসঙ্গে এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা বাংলা ট্রিবিউন বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শৃঙ্খলা। ছিন্নমূল থেকে যারা ইফতার করতে আসছেন, সবই শৃঙ্খলা মানছেন। তারা আমাদের কাছে শিখছে শুধু তা না, আমরাও তাদের কাছে শিখছি। এখন তারা এসে নিজের কাজ করছেন অত্যন্ত সুন্দরভাবে। এটাই সবাই মিলে বাংলাদেশ।

পবিত্র রমজানের প্রথমে দিনের ইফতারে হাজির হয়েছিলেন সাবেক অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। আলাদা নয়, ছিন্নমূল ও পথশিশুদের সঙ্গে বসে ইফতার করেছেন তিনি। স্বেচ্ছাসেবী হয়ে কাজও করেছেন।

জাফর ইকবাল বলেন, এমন সুন্দর মুহূর্ত আর কি হতে পারে? তারা ভালো থাকলে সবাই ভালো থাকবে, দেশ ভালো থাকবে।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
আগুনে নিঃস্ব চার দিনমজুর পরিবার, মেলেনি সহায়তা
বিএনপির ইফতার অনুষ্ঠান নিয়ে সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু
নতুন নোট নেই, বিকল্প উপায়ে ঈদ সালামি
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি