X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মোক্তার হোসেন

আবিদ হাসান
২৬ মার্চ ২০২৩, ১৬:১০আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২১:২০

মোক্তার হোসেন সরকার। ১৯৭১ সালে তৎকালীন রংপুর জেলার কুড়িগ্রাম মহকুমায় ১১ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন। যুদ্ধপরবর্তী হুসেইন মুহম্মদ এরশাদের সময় কুড়িগ্রাম লাভ করে জেলার মর্যাদা। তিনি বর্তমান কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাসিন্দা। স্বাধীনতার পর যখন মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সনদ দেওয়া শুরু হয়, তখন থেকে তিনি চেষ্টা করে আসছেন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য। অনেকের কাছে ঘুরে স্বীকৃতি না পেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে কী কী ভোগান্তি পোহাতে হচ্ছে জানতে চাইলে শনিবার (২৫ মার্চ) বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা স্বীকৃতির জন্য গিয়েছি রাজারহাট উপজেলা কমান্ডার রজব আলীর কাছে। সেখানে কোনও আশ্বাস না পেয়ে গিয়েছি তৎকালীন কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার টুকু মিয়ার কাছে। সেখানে সবকিছু যাচাই-বাছাইয়ের পর আমার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়।’

মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মোক্তার হোসেন

তিনি বলেন, ‘২০১৭ সালে কুড়িগ্রাম থেকে যাদের সনদ দেওয়া হয় তাদের সবার কাছ থেকে দুই লাখ টাকা করে নেওয়া হয়েছে। আমার কাছে টাকা চাইলে আমি অস্বীকৃতি জানাই। টাকা নেওয়ার বিষয়টি নজরে এলে তৎকালীন প্রধানমন্ত্রী ওই কমিটি বিলুপ্ত করে জেলা পর্যায়ের দায়িত্ব দেন জেলা প্রশাসককে আর উপজেলার দায়িত্ব ইউএনও-কে।’

বিষয়টি নিয়ে তিনি যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছে। সবকিছু দেখে ঠিক আছে বলে জানান মন্ত্রী। পরে কেন অনলাইনে আবেদন করেননি জানতে চান মন্ত্রী, জবাবে মোক্তার হোসেন বলেন, সশরীরে আবেদন করেছি। পরে মন্ত্রী কিছু না বলে গাড়িতে ওঠে চলে যান বলে অভিযোগ করেন মোক্তার হোসেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বেশ করেকবার তার কার্যালয়ে গেছেন। কিন্তু কোনোভাবেই তার সঙ্গে দেখা করতে পারেননি। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বরাবর আবেদন করেন। কিন্তু এখনও তাকে কোনও শিডিউল দেওয়া হয়নি।

মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মোক্তার হোসেন

মোক্তার হোসেনের যুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহযোদ্ধা ও স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মিয়া, মো. মকবুল হোসেন ও মো. খবির উদ্দিন। তারা বলেন, আমরা একই সেক্টরে (১১ নম্বর সেক্টর) মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। কিন্তু মোক্তার হোসেন দীর্ঘদিন এলাকায় না থাকার কারণে মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি তালিকাভুক্তিতে আবেদন করতে পারেননি। তার মতো বঞ্চিত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করি।

১৯৭১ সালে তৎকালীন কুড়িগ্রাম মহকুমার উলিপুরের ব্রহ্মপুত্রের দইখাওয়ার চরে মুক্তিযোদ্ধা হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করেন মোক্তার হোসন সরকার। মুক্তাঞ্চল খ্যাত রৌমারীতে গেরিলাযোদ্ধা হিসেবে প্রশিক্ষণ নেন। অস্ত্র হাতে হানাদার বাহিনীর বিরুদ্ধে একাধিক যুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীন মানচিত্র প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখেন। যুদ্ধ শেষে অস্ত্র জমা দিয়ে নেমে পড়েন জীবনযুদ্ধে। দেশের প্রয়োজনে সময়মতো মুক্তিযুদ্ধে অংশ নিলেও জীবনযুদ্ধের কর্মব্যস্ততায় সরকারি তালিকাভুক্তির প্রক্রিয়াতে অংশ নিতে পারেননি। ফলে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি এই গেরিলাযোদ্ধার।

আরও পড়ুন...

স্বীকৃতি চেয়েছেন মুক্তিযোদ্ধা, মন্ত্রী লিখেছেন ‘এখন কিছুই করার নেই’

স্বীকৃতি চান গেরিলা যোদ্ধা মোক্তার হোসেন

 

 

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে