X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতীয় ‘মাথা ঠান্ডা করার তেল’ তৈরি হতো লালবাগে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৩, ১৫:৪৩আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৫:৪৭

শুধু তরল প্যারাফিনের সঙ্গে সুগন্ধি মিশিয়ে তৈরি করা হতো নামিদামি ব্র্যান্ডের নারিকেল তেল! আবার সেই রাসায়নিকের মধ্যে শুধু রং দিলেই হয়ে যেত ভারতের তৈরি নবরত্ন তেল, যা কিনা মাথা ঠান্ডা করার তেল হিসেবে পরিচিত। এমনই এক কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) একটি দল।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে লালবাগের হরনাথ ঘোষ লেনের একটি বাসায় এই অভিযান চালানো হয়। বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার অভিযানে নেতৃত্ব দেন।

অভিযান পরিচালনার সময় দেখা যায়, একটি বালতি থেকে রাসায়নিক মিশ্রিত তরল বোতলে ভরা হচ্ছে। কী ভরা হচ্ছে জানতে চাইলে সেখানকার কর্মচারীরা জানান, প্যারাফিনের সঙ্গে সেন্ট মিশিয়ে তেল তৈরি করা হয়েছে। এটা ক্ষতিকর কিনা জানতে চাইলে তারা বলেন, অবশ্যই ক্ষতিকর।

ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে নকল তেল তৈরি করা হতো কারখানাটিতে

অভিযানে দেখা যায়, প্যারাস্যুট বেলি ফুল ও সাধারণ নারিকেল তেল, কিউট হেয়ার ওয়েল, আমলা হেয়ার ওয়েল, ভারতের নবরত্ন ব্র্যান্ডের লাল আয়ুর্বেদিক তেল সেখানে তৈরি করে বোতলজাত করা হচ্ছে।  সেখানকার কর্মচারী ইব্রাহীম জানান, ইসমাইল নামের একজন নোয়াখালী থেকে ঢাকায় এই ব্যবসা পরিচালনা করে। এই বোতলজাত তেল নোয়াখালী, সিলেট, কক্সবাজারে বাজারজাত করা হয়।

তিনি আরও জানান, আমরা লেবারের কাজ করি এখানে। মহাজন এগুলো করে লাখ লাখ টাকা কামায় আর আমরা বিপদে পড়ি।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, আবাসিক ভবন ভাড়া নিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল মাথায় দেওয়ার তেল সেখানে প্রস্তুত করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হতো। এই কাজে নিয়োজিত একজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাড়ির মালিককে আবাসিক ভবনে কারখানা ভাড়া দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর কারখানার মালামাল জব্দ করা হয়েছে। সেগুলো নিয়ম অনুযায়ী বিএসটিআই ধ্বংস করবে।

/এসও/এফএস/
সম্পর্কিত
৩ দফা দাবিতে রাতভর জবি শিক্ষার্থীদের সড়কে অবস্থান
দেশীয় অস্ত্রসহ ‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার
দেখতে এসে জুয়েলার্স থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন দুই নারী
সর্বশেষ খবর
মেক্সিকোতে লাইভ ভিডিও চলাকালে নারীকে গুলি করে হত্যা
মেক্সিকোতে লাইভ ভিডিও চলাকালে নারীকে গুলি করে হত্যা
কলার খোসা যেভাবে চুল ভালো রাখে
কলার খোসা যেভাবে চুল ভালো রাখে
দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণা জবি শিক্ষার্থীদের
দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণা জবি শিক্ষার্থীদের
কোরবানির চামড়া সংগ্রহে প্রস্তুত হচ্ছে সাভার শিল্প নগরী
কোরবানির চামড়া সংগ্রহে প্রস্তুত হচ্ছে সাভার শিল্প নগরী
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ