X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভারতীয় ‘মাথা ঠান্ডা করার তেল’ তৈরি হতো লালবাগে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৩, ১৫:৪৩আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৫:৪৭

শুধু তরল প্যারাফিনের সঙ্গে সুগন্ধি মিশিয়ে তৈরি করা হতো নামিদামি ব্র্যান্ডের নারিকেল তেল! আবার সেই রাসায়নিকের মধ্যে শুধু রং দিলেই হয়ে যেত ভারতের তৈরি নবরত্ন তেল, যা কিনা মাথা ঠান্ডা করার তেল হিসেবে পরিচিত। এমনই এক কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) একটি দল।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে লালবাগের হরনাথ ঘোষ লেনের একটি বাসায় এই অভিযান চালানো হয়। বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার অভিযানে নেতৃত্ব দেন।

অভিযান পরিচালনার সময় দেখা যায়, একটি বালতি থেকে রাসায়নিক মিশ্রিত তরল বোতলে ভরা হচ্ছে। কী ভরা হচ্ছে জানতে চাইলে সেখানকার কর্মচারীরা জানান, প্যারাফিনের সঙ্গে সেন্ট মিশিয়ে তেল তৈরি করা হয়েছে। এটা ক্ষতিকর কিনা জানতে চাইলে তারা বলেন, অবশ্যই ক্ষতিকর।

ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে নকল তেল তৈরি করা হতো কারখানাটিতে

অভিযানে দেখা যায়, প্যারাস্যুট বেলি ফুল ও সাধারণ নারিকেল তেল, কিউট হেয়ার ওয়েল, আমলা হেয়ার ওয়েল, ভারতের নবরত্ন ব্র্যান্ডের লাল আয়ুর্বেদিক তেল সেখানে তৈরি করে বোতলজাত করা হচ্ছে।  সেখানকার কর্মচারী ইব্রাহীম জানান, ইসমাইল নামের একজন নোয়াখালী থেকে ঢাকায় এই ব্যবসা পরিচালনা করে। এই বোতলজাত তেল নোয়াখালী, সিলেট, কক্সবাজারে বাজারজাত করা হয়।

তিনি আরও জানান, আমরা লেবারের কাজ করি এখানে। মহাজন এগুলো করে লাখ লাখ টাকা কামায় আর আমরা বিপদে পড়ি।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, আবাসিক ভবন ভাড়া নিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল মাথায় দেওয়ার তেল সেখানে প্রস্তুত করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হতো। এই কাজে নিয়োজিত একজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাড়ির মালিককে আবাসিক ভবনে কারখানা ভাড়া দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর কারখানার মালামাল জব্দ করা হয়েছে। সেগুলো নিয়ম অনুযায়ী বিএসটিআই ধ্বংস করবে।

/এসও/এফএস/
সম্পর্কিত
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বশেষ খবর
এমন গরমেও ক্লাস করেছেন শিক্ষার্থীরা (ফটো স্টোরি)
এমন গরমেও ক্লাস করেছেন শিক্ষার্থীরা (ফটো স্টোরি)
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ