নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্ত নৌপরিহন অধিদফতরের মহাপরিচালক কমোডর মো. নিজামুল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার স্থলে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কমোডর মোহাম্মদ মাকসুদ আলম।
রবিবার (২১ মে) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রসঙ্গত, কমোডর মো. নিজামুল হকের বিরুদ্ধে সম্প্রতি ক্ষমতার অপব্যবহার, প্রকল্পের কাজে অনিয়ম, দুর্নীতির অভিযোগ ওঠে। এমনকি সাড়ে ৬ কোটি টাকার বিলাসবহুল নির্মাণসামগ্রী জোরপূর্বক লাগাতে বাধ্য করার ও হয়রানি প্রতিকার চেয়ে নৌ-মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-সচিবকে চিঠি দেয় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, একটি প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ‘ভয়াবহ দ্বন্দ্বে’ জড়িয়ে পড়েছেন নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক (ডিজি), প্রকল্প প্ররিচালক (পিডি) ও ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন খবর প্রকাশে সপ্তাহ দুইয়ের মধ্যেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।