গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটে চলছে উৎসবের আমেজ। এই নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ঢল নেমেছে। ভোটাধিকার প্রয়োগে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে হাজির হয়েছেন তারা। সকাল ৮টায় ভোট শুরু হলেও কিছু কিছু কেন্দ্রে ৭টা বাজতেই এসে লাইনে দাঁড়িয়েছেন অনেকে। বেলা বাড়লেও কমেনি ভোটার। গোটা গাজীপুর শহরে এখন চলছে ভোটের উৎসব।