X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

বিজেএসের প্রশিক্ষণ ফেলোশিপ পেলেন ৪০ সাংবাদিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৩, ২২:৩৮আপডেট : ০৫ জুন ২০২৩, ২৩:৫২

বিল্ডিংঅ্যাসেটস জার্নালিজম স্কুলের (বিজেএস) সাংবাদিকতা প্রশিক্ষণ ফেলোশিপ পেলেন ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক। সোমবার (৫ জুন) থেকে ঢাকায় এডওয়ার্ড মারো কেনেডি (ইএমকে) সেন্টারের পৃষ্ঠপোষকতায় মধ্য-ক্যারিয়ারে থাকা সাংবাদিকদের জন্য এই ফেলোশিপ শুরু হয়েছে।

বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার (বিজেআইএম) একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান বিজেএস। তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  ‘উন্নত সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় কর্মশালা’ শীর্ষক ফেলোশিপটিতে ৪০ জন সাংবাদিককে নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। এই মিশ্র সাংবাদিক ব্যাচে রয়েছেন প্রতিবেদক, সাবএডিটর, ফটোসাংবাদিক ও ভিডিওসাংবাদিকরা। এই ফেলোশিপের অন্যতম উদ্দেশ্য—প্রতিটি পেশাদার সাংবাদিকের বহুমুখী কর্মপ্রতিভা শাণিত করে তোলা।

ইএমকে সেন্টারের দেওয়া স্মল গ্র্যান্ট ২০২২-২৩ বিজয়ী হয়ে বিজেএস আক্ষরিক অর্থেই দেশের সাংবাদিকতা বিকশিত করে তোলার উদ্যোগে এই ফেলোশিপ পরিচালনা করছে।

ফেলোরা কর্মশালায় সাতটি বিষয়ে প্রশিক্ষণ পাবেন। এর মধ্যে রয়েছে মোবাইল ফোন সাংবাদিকতা, গল্পবলা ও সংবাদ উৎস সংগ্রহ ও সংরক্ষণ, সংবাদ নীতি ও অনুসন্ধানী সাংবাদিকতা, দীর্ঘলেখনি সাংবাদিকতা, ভুয়া নিউজ ও ভুল তথ্য খুঁজে বের করার সাধারণ কিছু নিয়মাবলি, বহুমুখী সাংবাদিকতা ও প্রতিকূল পরিবেশে সাংবাদিকতার প্রশিক্ষণ।

কর্মশালায় প্রশিক্ষকদের মধ্যে রয়েছেন এএফপি ব্যুরোপ্রধান শফিকুল আলম, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম, আল-জাজিরা প্রতিনিধি ফয়সাল মাহমুদ, এএফপি ফ্যাক্টচেক সম্পাদক কদরউদ্দিন শিশির, ডিডব্লিউ একাডেমির প্রশিক্ষক মাকসুদা আজিজ, পুলিৎজারজয়ী বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ পনির হোসেন এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক স্যাম জাহান।

১০ সপ্তাহব্যাপী এই অনাবাসিক কর্মশালা শেষে অন্তত ৭০ শতাংশ নম্বর ওঠাতে পারলে ফেলোরা পাবেন সনদ এবং প্রথম তিন জন পাবেন আকর্ষণীয় ক্রেস্ট।

বিজেএসের প্রধান প্রশিক্ষক স্যাম জাহান বলেন, ‘স্থানীয় পর্যায়ের শীর্ষ প্রশিক্ষকদের দ্বারা পরিচালিত এই ধরনের ফেলোশিপ এবং প্রশিক্ষণ প্রোগ্রামগুলো আসলেই সহসা দেখা যায় না। এটি আমাদের ফেলোদের জন্য তাদের দক্ষতা বাড়াতে এবং আরও ভালো সাংবাদিক হওয়ার একটি দুর্দান্ত সুযোগ হবে। আমরা আশা করি আমরা ভবিষ্যতেও এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যেতে পারবো।’

ফেলোশিপে অংশ নেওয়া ফেলোরা হলেন— ফৌজিয়া সুলতানা, আরশাদ আলী, মো. সাজ্জাদ হোসেন, মো. ওসমান গণি, ক্যারি আশীর্বাদ বিশ্বাস, মো. সাহাবীর মিয়া (বীর সাহাবী), মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (কাজী মুস্তাফিজ), আবদুল্লাহ আল জোবাইর, ঝুমুর সাহা, মারজিয়া হাশমি মম, নাসিলুম আহমেদ শুভ, সাইমুন মুবিন, মনিরুজ্জামান, সবুজ মাহমুদ, ফারিজা সাবরিন, রাফিয়া খানম চৌধুরি, শরীফা সুলতানা, ইফফাত জাহান, ফারহানা হক, মো. হেদায়েত উল্লাহ,  মো. জাহিদুল ইসলাম, গোলাম রব্বানি, মো. মিরাজ হোসেন, শেখ শাহরুখ ফারহান, মো. মিনহাযুল আবেদিন রিয়াজ চৌধুরী, এম এম হাশমি, নায়েম শান, মো. তানজিল আহমেদ,  মো. তাজনুর ইসলাম, তাসলিমুল আলম তৌহিদ, শোয়েব আব্দুল্লাহ, মাহফুজুর রহমান মানিক, স্টেফান রোজারিও, নূর মোহাম্মদ, অমিত বণিক, মো. আসাদুজ জামান, হাসান আল মানজুর, মো. মারিফুল ইসলাম ও ইয়াসির আরাফাত।

/এমএস/
সম্পর্কিত
রংপুরে ৩ পুলিশকে প্রত্যাহার, ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
ঈদে সংবাদকর্মীদের ছুটি কমপক্ষে ৫ দিন করার দাবি এসআরএফের
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
সর্বশেষ খবর
আওয়ামী লীগ দল হিসেবে কোনও অপরাধ করেনি: ব্যারিস্টার খোকন
আওয়ামী লীগ দল হিসেবে কোনও অপরাধ করেনি: ব্যারিস্টার খোকন
২০ নাবালক ও এক বাংলাদেশি নারীকে ফেরত পাঠালো ভারত
২০ নাবালক ও এক বাংলাদেশি নারীকে ফেরত পাঠালো ভারত
বাংলাদেশে রাজনীতি রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণে নেই: বাংলা একাডেমির সভাপতি
বাংলাদেশে রাজনীতি রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণে নেই: বাংলা একাডেমির সভাপতি
ইউরোপের পোশাকের বাজারে বাংলাদেশের বড় উত্থান
ইউরোপের পোশাকের বাজারে বাংলাদেশের বড় উত্থান
সর্বাধিক পঠিত
বরিশালে নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ
বরিশালে নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ
প্রতিটি বাড়ি যেন একেকটি পোশাক কারখানা
প্রতিটি বাড়ি যেন একেকটি পোশাক কারখানা
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান
আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান
হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা: মাঝপথ থেকে ঢাকায় ফিরলো বিমানের ফ্লাইট
হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা: মাঝপথ থেকে ঢাকায় ফিরলো বিমানের ফ্লাইট