X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মোনাশ ইউনিভার্সিটির সঙ্গে বাংলাদেশি গবেষণা প্রতিষ্ঠানের সমঝোতা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ জুন ২০২৩, ১৪:৩৬আপডেট : ০৬ জুন ২০২৩, ১৪:৩৬

গবেষণায় পারস্পরিক সহযোগিতার জন্য অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির ক্লাইমেট অ্যান্ড এয়ার কোয়ালিটি রিসার্চ ইউনিটের (কেয়ার) সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর সোশাল ট্রান্সফরমেশন (সেইস্ট)। 

সোমবার (৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় অস্ট্রেলিয়ায় মেলবোর্নে মোনাশ ইউনিভার্সিটির স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন বিভাগে এই চুক্তি সই হয়। সমঝোতা স্মারকে সেইস্টের পক্ষে সই করেন সেইস্ট ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো ড. রাকিব ইসলাম। অন্যদিকে কেয়ারের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. রঙবিন জু এবং টিংটিং এ। পরে স্বাক্ষরিত স্মারকটি কেয়ারের প্রধান ড. ইউমিং গুও-এর কাছে হস্তান্তর করা হয়।

এছাড়াও ভার্চুয়ালি অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সেইস্টের পরিচালক এবং প্রতিষ্ঠাতা জুয়েল রানা, সেইস্টের সিনিয়র উপদেষ্টা, ড. এএমএম কামরুজ্জামান, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর ড. নাদিরা সুলতানা এবং সেইস্টের অন্যান্য সদস্যরা। 

সেইস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই স্মারকটি আগামী ৫ বছরের জন্য কার্যকর থাকবে। নন-ডিগ্রি গবেষণা কার্যক্রম, শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকসহ গবেষণা বিনিময়, আলোচনাসভা, আন্তর্জাতিক সম্মেলন, বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণসহ নানা কার্যক্রম যৌথভাবে পরিচালিত হবে প্রতিষ্ঠান দুটি দ্বারা। এছাড়াও মোনাশ ইউনিভার্সিটির শিক্ষার্থী টিংটিং এ তার পিএইচডি সম্পন্ন করবেন সেইস্টের চলমান গবেষণা ‘পরিবেশ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতির ওপর এর প্রভাব’ নিয়ে চলমান গবেষণার সঙ্গে সমন্বয় করে। 

এতে আরও বলা হয়, এই স্মারকের মাধ্যমে উভয়পক্ষই পারস্পরিক স্বার্থের মাধ্যমে পরিবেশ বিষয়ক একটি সহযোগিতামূলক গবেষণা সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন