ঈদুল আজহার দিনের দুটি গুরুত্বপূর্ণ আমল নামাজ পড়া ও কোরবানি করা। সাধারণত আমরা নামাজ শেষ করে পশু জবাই করি।
কিন্তু প্রশ্ন হচ্ছে, কেউ যদি নামাজ পড়ার আগেই পশু জবাই করতে চায়, তাহলে কি কোরবানি সহি হবে?
যেসব এলাকার মানুষের ওপর জুমার নামাজ ও ঈদের নামাজ ওয়াজিব, তাদের জন্য ঈদুল আজহার দিনে নামাজের আগে কোরবানি করা জায়েজ নেই।
অবশ্য বৃষ্টিবাদল বা অন্য কোনও ওজরে যদি প্রথম দিন ঈদের নামাজ না হয়, তাহলে ঈদের নামাজের সময় অতিক্রান্ত হওয়ার পর প্রথম দিনেও কোরবানি করা জায়েজ।
তথ্যসূত্র : (বুখারি শরিফ: ২/৮৩২, ফতোয়ায়ে কাজিখান ৩/৩৪৪, আদ্দুররুল মুখতার ৬/৩১৮ ও রদ্দুল মুহতার ৬/৩১৬)।
লেখক: গণমাধ্যমকর্মী, শিক্ষক, মারকাযুদ দিরাসাহ আল
ইসলামিয়্যাহ, ঢাকা।