X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সম্মানি ভাতা বৃদ্ধিসহ ১১ দাবি ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১৮:৫৪আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৯:৩৩

সম্মানি ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি জানিয়েছে ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন। সোমবার (১৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক (কেন্দ্রীয় কমিটি) মামুনুর রশিদ মনু মোল্লা বলেন, ‘আমাদের প্রায় ৫৫ হাজার ইউনিয়ন পরিষদের মেম্বার দেশের উন্নয়নের স্বার্থে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনেও আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করে যাবো।’

তিনি বলেন, ‘আমাদের যে সম্মানি ভাতা দেওয়া হয় তা দেশের দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে খুবই নগণ্য। আমাদের সম্মানি ভাতা ৮ হাজার টাকা থাকলেও ইউনিয়ন পরিষদ থেকে আমরা কোনও ভাতা পাই না। সরকারিভাবে ৩ হাজার ৬০০ টাকা দেওয়া হয় সেই ভাতাটুকুই আমরা গ্রহণ করি।’

এ সময় তিনি ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিজেদের দাবিগুলো উপস্থাপন করেন।

তাদের দাবিগুলো হলো–

সম্মানি ভাতা বৃদ্ধি করতে হবে, বর্তমান প্রেক্ষাপটে কমপক্ষে সম্মানি ভাতা ৩০ হাজার টাকা করতে হবে; সরকারি কর্মকর্তা-কর্মচারীর মতো উৎসব ভাতা দিতে হবে; সরকারি কর্মকর্তা-কর্মচারীর মতো চিকিৎসা ভাতা দিতে হবে; প্রতিটি ওয়ার্ডে সিটি করপোরেশনের মতো অফিস ও জনবল দিতে হবে; মেম্বারদের শুল্কমুক্ত মোটরসাইকেল দেওয়ার ব্যবস্থা করতে হবে; উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় কমপক্ষে এক জন পুরুষ ও একজন মহিলা মেম্বারের উপস্থিত থাকার বিধান নিশ্চিত করতে হবে; উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কমপক্ষে একজন পুরুষ ও একজন মহিলা মেম্বারের উপস্থিত থাকার বিধান নিশ্চিত করতে হবে; অধিকরত তদন্ত ছাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বারদের নামে থানায় মামলা নেওয়া যাবে না; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইউপি মেম্বারদের আটক বা গ্রেফতার করা যাবে না; ইউপি মেম্বারদের টিএ/ডিএ বিধান নিশ্চিত করতে হবে এবং ইউপি স্ট্যান্ডিং কমিটির দায়িত্বপ্রাপ্ত মেম্বারদের সম্মানি ও সভা খরচ নিশ্চিত করতে হবে।

এ সময় সংবাদ সম্মেলনে আরও ছিলেন সংগঠনের সভাপতি হোসেন আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান খান, শিক্ষা বিষয়ক সম্পাদক তপু বিশ্বাসসহ বিভিন্ন জেলা-উপজেলার সদস্যরা। 

/এএজে/আরকে/
সম্পর্কিত
স্বরাষ্ট্র ও ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি ইনকিলাব মঞ্চের
গ্যাস সরবরাহ নিশ্চিত হলে পোশাক শিল্পে ৫০ বিলিয়ন ডলার রফতানি সম্ভব
জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ