হরিজনদের উচ্ছেদ করা হবে না, রেলমন্ত্রীর এমন ঘোষণার পরও উচ্ছেদ করা হয়েছে তাদের। এই পরিস্থিতিতে রাজধানীর রেলওয়ে কলোনি থেকে উচ্ছেদ করা হরিজনদের পুনর্বাসনের দাবি জানিয়েছে গোপীবাগ হরিজন ঐক্য পরিষদ।
শুক্রবার (২১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে গোপীবাগ হরিজন ঐক্য পরিষদের উদ্যোগে গোপীবাগ (টিটিপাড়া) রেলওয়ে হরিজন কলোনিতে জোর করে উচ্ছেদের প্রতিবাদ এবং উচ্ছেদ করা সব কলোনি বাসিন্দাদের পুনর্বাসনের দাবি শীর্ষক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন সংগঠনের নেতারা।
মানববন্ধনের যোগ দিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, হরিজনদের উচ্ছেদ করা হবে না রেলমন্ত্রীর এমন ঘোষণার পরও কেন তাদের উচ্ছেদ করা হলো। যাদের উচ্ছেদ করা হয়েছে, তারা এখন কোথায় যাবে? কোথায় থাকবে? পুনর্বাসনের কোনও ব্যবস্থা ছাড়া কেন এভাবে তাদের অমানবিকভাবে উচ্ছেদ করা হলো?
তিনি আরও বলেন, সরকারের অনেক জায়গা আছে। আমরা চাই ভালো কোনও জায়গায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এ জন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। নইলে উচ্ছেদ করা হরিজনদের পক্ষে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন হরিজন নেতা অর্জুন ভৌমিক, রাজেন লালসহ অন্যরা।