X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শ্রমিকদের সন্তানদের শিক্ষা নিশ্চিতে ২৫ হাজার টাকা মজুরি জরুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ০৬:৪২আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৬:৪২

গার্মেন্টস শ্রমিক সংহতি ও সমমনা সংগঠনগুলোর নেতারা বলেছেন, রফতানির শীর্ষ খাত পোশাক শিল্পের শ্রমিকদের সন্তানদের শিক্ষার অধিকার নিশ্চিতে মজুরি ২৫ হাজার টাকা মজুরি জরুরি। মজুরি আন্দোলন কেবল শ্রমিকের আন্দোলন না, এটি ছাত্রদেরও আন্দোলন। কারণ বাংলাদেশের সকল শিশুর শিক্ষা নিশ্চিতের প্রশ্ন জড়িয়ে আছে মজুরি বৃদ্ধি এবং সরকারের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলাসহ অন্যান্য উদ্যোগের ওপর।

সোমবার (২৪ জুলাই) রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে ধারাবাহিক মতবিনিময়ের পর্ব ১ ‘শ্রমিকের সন্তানের শিক্ষা ও মজুরি প্রশ্ন’ শীর্ষক আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন আলোচকেরা।

তাসলিমা আখতারের সভাপতিত্বে আলোচনা ও প্রশ্নোত্তরে বক্তব্য রাখেন  ফিরোজ আহমেদ, সাদেকুর রহমান শামীম, মশিউর রহমান রিচার্ড, রাগীব নাঈম, শুভাশীষ চাকমা, তৌফিক উজ- জামান পারিচা ও পোশাক শ্রমিকের সন্তান ফারিয়া বৃষ্টি।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে ৪০ লাখ শ্রমিকের বড় অংশ তরুণ। তাদের অনেকে অল্প বয়সে স্কুল-কলেজ শেষ করার সুযোগ না পেয়ে শ্রমিকে পরিণত হয়। গত ৪ দশকে প্রায় ৩য় প্রজন্মের শ্রমিকেরা এখন কারখানায় কাজ করছেন। বর্তমান মজুরিতে শ্রমিকদের পক্ষে নিজের সন্তানকে পাশে রাখার সুযোগ নাই। তাই তারা সন্তানদের গ্রামে কম খরচে জীবন ধারণের জন্য প্রেরণ করছে। একই সঙ্গে শ্রমিকরা তাদের সন্তানদের জন্য পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করতে পারে না, নিশ্চিত করতে পারে না উন্নত ও প্রকৃত শিক্ষা।

আগামী ২৬ জুলাই মজুরি বৃদ্ধিতে প্রেস ক্লাবে ‘নারী, মজুরি প্রশ্ন ও শ্রমিক আন্দোলন’ শীর্ষক অলোচনা সভার আয়োজন করেছে গার্মেন্ট শ্রমিক সংহতি।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
গাজীপুরে রাস্তার পাশে পড়ে ছিল পোশাকশ্রমিকের লাশ
রেশনে পণ্য চান শ্রমিকরা
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
সর্বশেষ খবর
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?