ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সড়কের পাশের একটি গাছ ভেঙে গাড়ি ও রিকশার ওপর পড়ে প্রকৌশলীসহ চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সোহেল রহমান (৪০), তার গাড়িচালক উত্তম বর্মণ (৩২), রিকশাচালক বাদশা মিয়া (৫৫) ও ওই রিকশার যাত্রী মনির হোসেন (৩৫)।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রকৌশলীর গাড়িচালক উত্তম বর্মণ জানান, স্যারকে নিয়ে সেগুনবাগিচা থেকে নিউ মার্কেটের দিকে যাওয়ার পথে হঠাৎ একটি গাছ ভেঙ্গে আমাদের ওপর পড়ে। এতে আমরা আহত হই। অপর দিকে রিকশার যাত্রী জানিয়েছেন, তারা গুলিস্তান থেকে রিকশায় করে নিউ মার্কেটের দিকে যাওয়ার পথে এ ঘটনার শিকার হন।